ETV Bharat / bharat

বাংলার নির্বাচনে প্রধান দলগুলিকে অস্বস্তিতে ফেলবে জেডি(ইউ) - বাংলার নির্বাচনে প্রধান দলগুলিকে অস্বস্তিতে ফেলবে জেডিইউ

পশ্চিমবঙ্গে জেডি(ইউ)-র কোনও ভোটব্যাঙ্ক নেই ৷ ইতিমধ্যে এও প্রমাণিত যে নীতীশ কুমারের দল বিহার ছাড়া অন্য রাজ্যগুলিতে খারাপ ফল করে ৷ যদিও জেডি(ইউ)-র বহু প্রবীণ নেতার দাবি, পশ্চিমবঙ্গে ভালো ফল করবে দল ৷ সেখানে তুলে ধরা হবে নীতীশ কুমার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকেই ৷ লিখছেন ইটিভি ভারতের পটনা বিওরোর চিফ রিপোর্টার অবিনাশ কুমার ।

jdu-to-play-the-role-of-spoiler-in-bengal-poll
jdu-to-play-the-role-of-spoiler-in-bengal-poll
author img

By

Published : Dec 18, 2020, 10:46 PM IST

পটনা, 18 ডিসেম্বর : এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 75টি আসনে প্রার্থী দেবে জেডি(ইউ) । রাজনৈতিক মহল মনে করছে, জেডি(ইউ) বাংলায় কোনও পার্থক্য গড়ে তুলতে না পারলেও বিজেপির ভোট কমাতে সক্ষম হতে পারে ৷

বৃহস্পতিবার নীতীশ কুমার পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন জেডি(ইউ) নেতার সঙ্গে দেখা করেন, যদিও সেখানে রাজ্যের আগামী নির্বাচন নিয়ে আলাদা করে কিছু বলেননি তিনি ৷ যেমনটা বলেছেন জেডি(ইউ) নেতা গুলাম রসুল বালিয়াভি ৷ জানা গিয়েছে, এই বিষয়ে আগামী 26 ও 27 তারিখে পটনার সর্বভারতীয় ওয়ার্কিম কমিটির বৈঠকে নিজেদের অবস্থান জানাবে জেডি(ইউ) শীর্ষ নেতৃত্ব ৷ পশ্চিমবঙ্গের জেডি(ইউ) প্রধান গুলাম রসুল বালিয়াভির বক্তব্য থেকে ইতিমধ্যে স্পষ্ট, যে জেডি(ইউ) পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন লড়বে ৷

গুলাম রসুল বালিয়াভি বলেন, "গতকালই জানিয়েছি, 75 আসনকে পাখির চোখ করে জেডি(ইউ)-র পশ্চিমবঙ্গ শাখা বিধানসভা ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ৷ ইতিমধ্যে সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে অন্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বাংলার নেতাদের ডেকে পাঠানো হয়েছে ৷ সেখানে দলের সর্বভারতীয় সভাপতিকে দলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আঞ্চলিক নেতারা ৷ "

এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়া নিয়ে জেডি(ইউ)-কে কটাক্ষ করেছে আরজেডি ৷ সরাসরি জেডি(ইউ)-র বিজেপিকে বিপদে ফেলার যুক্তিকে উড়িয়ে দিয়েছে তারা ৷

আরজেডি নেতা শ্যাম রজক বলেন, "জেডি(ইউ) কোনওভাবেই বিজেপিকে চাপে ফেলতে পারবে না ৷ বরং জেডি(ইউ)-র উপস্থিতিতে সুবিধা পাবে বিজেপি ৷ জেডি(ইউ) প্রমাণ করতে চাইছে মনস্তাত্বিক ভাবে তারা বিজেপি ৷"

পশ্চিমবঙ্গে জেডি(ইউ)-র কোনও ভোটব্যাঙ্ক নেই ৷ ইতিমধ্যে এও প্রমাণিত যে নীতীশ কুমারের দল বিহার ছাড়া অন্য রাজ্যগুলিতে খারাপ ফল করে ৷ যদিও জেডি(ইউ)-র একাধিক প্রবীণ নেতার দাবি, পশ্চিমবঙ্গে ভালো ফল করবে দল ৷ সেখানে তুলে ধরা হবে নীতীশ কুমার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকেই ৷ যা বাংলার ভোটারদের মন পেতে যথেষ্ট ৷ যদিও বিহারে জেডি(ইউ)-র সঙ্গী বিজেপি জানিয়েছে, বাংলায় জেডি(ইউ) কোনওরকম প্রভাব ফেলতে পারবে না ৷

বিজেপি নেতা বিবেকানন্দ পাসোয়ানের বক্তব্য, "বাংলার ভোটে লড়লেও জেডি(ইউ) কোনও প্রভাব ফেলতে পারবে না ৷ এবার আমরাই সেখানে সরকার গড়ব ৷"

বাস্তব হল, দিল্লি, মধ্যপ্রদেশের মতো অন্য রাজ্যে লড়ে ভয়াবহ ফল করেছে জেডি(ইউ) ৷ অধিকাংশ ক্ষেত্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ রাজনৈতিক বিশ্লেষক অজয় ঝা-র মতো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) লড়া আসলে হাস্যকর ঘটনা ৷ তিনি বলেন, "প্রত্যেক দলই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় ৷ নীতীশ কুমারও তাই করছেন ৷ তবে পশ্চিবঙ্গের 75 আসনে জেডি(ইউ)-র লড়া খুবই হাস্যকর ৷ নীতীশ আগেও ভিন রাজ্যে ভাগ্য পরীক্ষা করেছেন ৷ যার ফলাফল ভালো হয়নি ৷"

পশ্চিমবঙ্গে ক'টি আসনে জেডি(ইউ) লড়বে তা দলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক করবেন স্বয়ং নীতীশ কুমার ৷ এখান দেখার, বাংলার বিধানসভা নির্বাচনে কারা সুবিধা পায়, কে অস্বস্তিতে পড়ে জেডিইউ-র উপস্থিতিতে ।

পটনা, 18 ডিসেম্বর : এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 75টি আসনে প্রার্থী দেবে জেডি(ইউ) । রাজনৈতিক মহল মনে করছে, জেডি(ইউ) বাংলায় কোনও পার্থক্য গড়ে তুলতে না পারলেও বিজেপির ভোট কমাতে সক্ষম হতে পারে ৷

বৃহস্পতিবার নীতীশ কুমার পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন জেডি(ইউ) নেতার সঙ্গে দেখা করেন, যদিও সেখানে রাজ্যের আগামী নির্বাচন নিয়ে আলাদা করে কিছু বলেননি তিনি ৷ যেমনটা বলেছেন জেডি(ইউ) নেতা গুলাম রসুল বালিয়াভি ৷ জানা গিয়েছে, এই বিষয়ে আগামী 26 ও 27 তারিখে পটনার সর্বভারতীয় ওয়ার্কিম কমিটির বৈঠকে নিজেদের অবস্থান জানাবে জেডি(ইউ) শীর্ষ নেতৃত্ব ৷ পশ্চিমবঙ্গের জেডি(ইউ) প্রধান গুলাম রসুল বালিয়াভির বক্তব্য থেকে ইতিমধ্যে স্পষ্ট, যে জেডি(ইউ) পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন লড়বে ৷

গুলাম রসুল বালিয়াভি বলেন, "গতকালই জানিয়েছি, 75 আসনকে পাখির চোখ করে জেডি(ইউ)-র পশ্চিমবঙ্গ শাখা বিধানসভা ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ৷ ইতিমধ্যে সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে অন্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বাংলার নেতাদের ডেকে পাঠানো হয়েছে ৷ সেখানে দলের সর্বভারতীয় সভাপতিকে দলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আঞ্চলিক নেতারা ৷ "

এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়া নিয়ে জেডি(ইউ)-কে কটাক্ষ করেছে আরজেডি ৷ সরাসরি জেডি(ইউ)-র বিজেপিকে বিপদে ফেলার যুক্তিকে উড়িয়ে দিয়েছে তারা ৷

আরজেডি নেতা শ্যাম রজক বলেন, "জেডি(ইউ) কোনওভাবেই বিজেপিকে চাপে ফেলতে পারবে না ৷ বরং জেডি(ইউ)-র উপস্থিতিতে সুবিধা পাবে বিজেপি ৷ জেডি(ইউ) প্রমাণ করতে চাইছে মনস্তাত্বিক ভাবে তারা বিজেপি ৷"

পশ্চিমবঙ্গে জেডি(ইউ)-র কোনও ভোটব্যাঙ্ক নেই ৷ ইতিমধ্যে এও প্রমাণিত যে নীতীশ কুমারের দল বিহার ছাড়া অন্য রাজ্যগুলিতে খারাপ ফল করে ৷ যদিও জেডি(ইউ)-র একাধিক প্রবীণ নেতার দাবি, পশ্চিমবঙ্গে ভালো ফল করবে দল ৷ সেখানে তুলে ধরা হবে নীতীশ কুমার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকেই ৷ যা বাংলার ভোটারদের মন পেতে যথেষ্ট ৷ যদিও বিহারে জেডি(ইউ)-র সঙ্গী বিজেপি জানিয়েছে, বাংলায় জেডি(ইউ) কোনওরকম প্রভাব ফেলতে পারবে না ৷

বিজেপি নেতা বিবেকানন্দ পাসোয়ানের বক্তব্য, "বাংলার ভোটে লড়লেও জেডি(ইউ) কোনও প্রভাব ফেলতে পারবে না ৷ এবার আমরাই সেখানে সরকার গড়ব ৷"

বাস্তব হল, দিল্লি, মধ্যপ্রদেশের মতো অন্য রাজ্যে লড়ে ভয়াবহ ফল করেছে জেডি(ইউ) ৷ অধিকাংশ ক্ষেত্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ রাজনৈতিক বিশ্লেষক অজয় ঝা-র মতো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) লড়া আসলে হাস্যকর ঘটনা ৷ তিনি বলেন, "প্রত্যেক দলই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় ৷ নীতীশ কুমারও তাই করছেন ৷ তবে পশ্চিবঙ্গের 75 আসনে জেডি(ইউ)-র লড়া খুবই হাস্যকর ৷ নীতীশ আগেও ভিন রাজ্যে ভাগ্য পরীক্ষা করেছেন ৷ যার ফলাফল ভালো হয়নি ৷"

পশ্চিমবঙ্গে ক'টি আসনে জেডি(ইউ) লড়বে তা দলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক করবেন স্বয়ং নীতীশ কুমার ৷ এখান দেখার, বাংলার বিধানসভা নির্বাচনে কারা সুবিধা পায়, কে অস্বস্তিতে পড়ে জেডিইউ-র উপস্থিতিতে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.