ETV Bharat / bharat

বিহারের JD(U) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার থানায়

author img

By

Published : Jul 12, 2019, 9:02 PM IST

পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে উদ্ধার JD(U)-র দলিত নেতার দেহ ।

JD(U) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার থানায়

পটনা, 12 জুলাই : পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে উদ্ধার JD(U)-র দলিত নেতার দেহ । জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল গণেশ রবিদাস নামে এই নেতাকে। তার কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নালন্দা জেলার নাগারলাউসা গ্রাম । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন পুলিশ কর্মীকে।

গণেশের মৃতদেহ উদ্ধার হয়েছে নাগারলাউসা পুলিশ ফাঁড়ি থেকে । দলের মহাদলিত শাখার ব্লক সভাপতি ছিলেন তিনি । এক নাবালিকা নিখোঁজ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এর কিছুক্ষণ পরই থানার শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ ।

আজ রবিদাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । থানার সামনে চলে সমর্থক ও অনুগামীদের বিক্ষোভ, ধরনা । পুলিশ স্টেশনে ভাঙচুর চালানো হয়। ছোড়া হয় পাথরও । গ্রামবাসীদের দাবি, পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁকে। এক দল বলেন, মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ ।

গ্রামবাসীদের এক জন অভিযোগ করেন, কপালে আঘাতের চিহ্ন রয়েছে ওই নেতার, পুলিশের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পটনা, 12 জুলাই : পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে উদ্ধার JD(U)-র দলিত নেতার দেহ । জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল গণেশ রবিদাস নামে এই নেতাকে। তার কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নালন্দা জেলার নাগারলাউসা গ্রাম । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন পুলিশ কর্মীকে।

গণেশের মৃতদেহ উদ্ধার হয়েছে নাগারলাউসা পুলিশ ফাঁড়ি থেকে । দলের মহাদলিত শাখার ব্লক সভাপতি ছিলেন তিনি । এক নাবালিকা নিখোঁজ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এর কিছুক্ষণ পরই থানার শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ ।

আজ রবিদাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । থানার সামনে চলে সমর্থক ও অনুগামীদের বিক্ষোভ, ধরনা । পুলিশ স্টেশনে ভাঙচুর চালানো হয়। ছোড়া হয় পাথরও । গ্রামবাসীদের দাবি, পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁকে। এক দল বলেন, মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ ।

গ্রামবাসীদের এক জন অভিযোগ করেন, কপালে আঘাতের চিহ্ন রয়েছে ওই নেতার, পুলিশের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

Rishikesh (Uttarakhand), Jul 12 (ANI): The iconic 'Lakshman Jhula' bridge in Uttarakhand's Rishikesh has been ordered to be closed temporarily for public movement due to its dilapidated condition. Built in 1932, the bridge is unable to handle to the modern footfalls, and the bridge seems to be tilted to one side. Considering the possibilities of future casualties, the local administration has ordered for the temporary shutdown of the bridge.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.