পটনা, 12 জুলাই : পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে উদ্ধার JD(U)-র দলিত নেতার দেহ । জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল গণেশ রবিদাস নামে এই নেতাকে। তার কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নালন্দা জেলার নাগারলাউসা গ্রাম । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন পুলিশ কর্মীকে।
গণেশের মৃতদেহ উদ্ধার হয়েছে নাগারলাউসা পুলিশ ফাঁড়ি থেকে । দলের মহাদলিত শাখার ব্লক সভাপতি ছিলেন তিনি । এক নাবালিকা নিখোঁজ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এর কিছুক্ষণ পরই থানার শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ ।
আজ রবিদাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । থানার সামনে চলে সমর্থক ও অনুগামীদের বিক্ষোভ, ধরনা । পুলিশ স্টেশনে ভাঙচুর চালানো হয়। ছোড়া হয় পাথরও । গ্রামবাসীদের দাবি, পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁকে। এক দল বলেন, মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ ।
গ্রামবাসীদের এক জন অভিযোগ করেন, কপালে আঘাতের চিহ্ন রয়েছে ওই নেতার, পুলিশের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।