ETV Bharat / bharat

নতুন সকাল, নতুন সংকল্প ; আমেথিবাসীকে ধন্যবাদ স্মৃতির - electon

"আমেথির কাছে এটা নতুন সকাল, নতুন সংকল্প ।" আমেথিতে জয়ের পর বললেন স্মৃতি ইরানি ।

স্মৃতি ইরানি
author img

By

Published : May 24, 2019, 10:46 AM IST

আমেথি, 24 মে : তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারানোর পর আমেথিবাসীকে ধন্যবাদ জানালেন স্মৃতি ইরানি । বলেন, "আমেথির কাছে এটা নতুন সকাল, নতুন সংকল্প ।" আমেথিবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনারা উন্নয়নের উপর বিশ্বাস রাখুন ও পদ্ম ফুটতে সাহায্য করুন ।"

স্বাধীনতার পর থেকে 16 বার লোকসভা নির্বাচন দেখেছে আমেথি । এর মধ্যে 77 সালে জয়ী হন জনতা পার্টির রবীন্দ্র প্রতাপ সিং ও 98 সালে জয়ী হন BJP-র সঞ্জয় সিং । এছাড়া 13 বারই আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । আমেথি চিরকালই গান্ধি পরিবারের গড় বলেই পরিচিত । 1980 সালে সঞ্জয় গান্ধি জেতেন ওই আসনে । এরপর ওই আসন থেকে পরপর তিনবার সাংসদ হন রাজীব গান্ধি । তাই এখান থেকে লড়াই করাটা কংগ্রেসের যে কারও কাছেই প্রেস্টিজ ফাইট।

সেই ধারা বজায় রেখেই 2004 সালে আমেথি থেকে সাংসদ হন রাহুল । 2009 সালেও বড় ব্যবধানে জয়ী হন । 2014 সালে যখন দেশজুড়ে মোদি ঝড়, তখনও আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । হেরেছিলেন স্মৃতি ইরানি । কিন্তু, এবার আর হল না । প্রেস্টিজ ফাইটে হার হল রাহুলের। প্রায় 21 বছর পর আমেথিতে ফুটল পদ্ম ।

জেতার পর আমেথিবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি স্মৃতি ইরানি । পাশাপাশি, কেরালা ও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যেসব BJP কর্মীর মৃত্যু হয়েছে, এই জয় তাদের উৎসর্গ করেন তিনি।

আমেথি, 24 মে : তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারানোর পর আমেথিবাসীকে ধন্যবাদ জানালেন স্মৃতি ইরানি । বলেন, "আমেথির কাছে এটা নতুন সকাল, নতুন সংকল্প ।" আমেথিবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনারা উন্নয়নের উপর বিশ্বাস রাখুন ও পদ্ম ফুটতে সাহায্য করুন ।"

স্বাধীনতার পর থেকে 16 বার লোকসভা নির্বাচন দেখেছে আমেথি । এর মধ্যে 77 সালে জয়ী হন জনতা পার্টির রবীন্দ্র প্রতাপ সিং ও 98 সালে জয়ী হন BJP-র সঞ্জয় সিং । এছাড়া 13 বারই আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । আমেথি চিরকালই গান্ধি পরিবারের গড় বলেই পরিচিত । 1980 সালে সঞ্জয় গান্ধি জেতেন ওই আসনে । এরপর ওই আসন থেকে পরপর তিনবার সাংসদ হন রাজীব গান্ধি । তাই এখান থেকে লড়াই করাটা কংগ্রেসের যে কারও কাছেই প্রেস্টিজ ফাইট।

সেই ধারা বজায় রেখেই 2004 সালে আমেথি থেকে সাংসদ হন রাহুল । 2009 সালেও বড় ব্যবধানে জয়ী হন । 2014 সালে যখন দেশজুড়ে মোদি ঝড়, তখনও আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । হেরেছিলেন স্মৃতি ইরানি । কিন্তু, এবার আর হল না । প্রেস্টিজ ফাইটে হার হল রাহুলের। প্রায় 21 বছর পর আমেথিতে ফুটল পদ্ম ।

জেতার পর আমেথিবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি স্মৃতি ইরানি । পাশাপাশি, কেরালা ও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যেসব BJP কর্মীর মৃত্যু হয়েছে, এই জয় তাদের উৎসর্গ করেন তিনি।

Nagpur (Maharashtra), May 24 (ANI): Union Minister Nitin Gadkari retained his Nagpur Lok Sabha seat by 2,16,009 votes. He celebrated the victory at with his friends and family at his residence where Maharashtra Chief Minister Devendra Fadnavis was also present. Gadkari defeated Congress party's Nana Patole who polled 4,44,212.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.