ETV Bharat / bharat

সময় গুনছে ISRO, চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2 - ইসরো

আজই চাঁদে পাড়ি জমাবে ভারতের চন্দ্রযান-2 ৷

চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2
author img

By

Published : Jul 22, 2019, 8:06 AM IST

Updated : Jul 22, 2019, 1:31 PM IST

শ্রীহরিকোটা, 22 জুলাই : আর মাত্র কয়েক ঘণ্টা ৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে সাজ সাজ রব ৷ আজই যে চাঁদে পাড়ি জমাবে ভারতের চন্দ্রযান-2 ৷ চন্দ্রযান-2 উৎ‌ক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷

644 টনের 44 মিটার লম্বা 'বাহুবলী' রকেটটির 'লিক' মেরামতও হয়ে গেছে, টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মপ্রত্যয়ী তাঁরা ৷ আজ দুপুর 2.43 মিনিটে GSLV মার্ক থ্রি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হবে চন্দ্রযান-2 ৷

ISRO জানিয়েছে, আজই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান । পাঁচবার রকেটটি পাক খাওয়ার পরে 23 দিনের মাথায় অর্থাৎ আগামী 14 অগাস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে পাড়ি জমাবে চন্দ্রযান-2 ৷

আরও পড়ুন : মহড়া সফল, কাল দুপুরেই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-2

আগামী 22 সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে 15 তলা বাড়ির সমান রকেটটি । 6 সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি । হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার 54 দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির ।

ISRO-র চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ''চন্দ্রযান-2 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে জটিল অভিযানগুলির মধ্যে অন্যতম ৷ '' তবে অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র চন্দ্রাভিযানের চেয়ে ভারতের চন্দ্রাভিযানের খরচ 20 গুণ কম ৷"

এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল 15 জুলাই রাত 2.51 মিনিটে । কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে (আদতে 56 মিনিট 24 সেকেন্ড) অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-3 রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে । পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ISRO ৷

শ্রীহরিকোটা, 22 জুলাই : আর মাত্র কয়েক ঘণ্টা ৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে সাজ সাজ রব ৷ আজই যে চাঁদে পাড়ি জমাবে ভারতের চন্দ্রযান-2 ৷ চন্দ্রযান-2 উৎ‌ক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷

644 টনের 44 মিটার লম্বা 'বাহুবলী' রকেটটির 'লিক' মেরামতও হয়ে গেছে, টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মপ্রত্যয়ী তাঁরা ৷ আজ দুপুর 2.43 মিনিটে GSLV মার্ক থ্রি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হবে চন্দ্রযান-2 ৷

ISRO জানিয়েছে, আজই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান । পাঁচবার রকেটটি পাক খাওয়ার পরে 23 দিনের মাথায় অর্থাৎ আগামী 14 অগাস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে পাড়ি জমাবে চন্দ্রযান-2 ৷

আরও পড়ুন : মহড়া সফল, কাল দুপুরেই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-2

আগামী 22 সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে 15 তলা বাড়ির সমান রকেটটি । 6 সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি । হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার 54 দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির ।

ISRO-র চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ''চন্দ্রযান-2 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে জটিল অভিযানগুলির মধ্যে অন্যতম ৷ '' তবে অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র চন্দ্রাভিযানের চেয়ে ভারতের চন্দ্রাভিযানের খরচ 20 গুণ কম ৷"

এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল 15 জুলাই রাত 2.51 মিনিটে । কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে (আদতে 56 মিনিট 24 সেকেন্ড) অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-3 রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে । পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ISRO ৷

New Delhi, July 22 (ANI): India is celebrating 20th anniversary of India's victory over Pakistan in the 1999 war. Saluting the bravery of the slain soldiers people remembered 20 years of Kargil war with their families. People gathered to take a glimpse of replica of an army bunker which has been erected at an event. Different kinds of stunts were performed by trained professionals to give tribute to the heroes.
Last Updated : Jul 22, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.