শ্রীহরিকোটা, 22 জুলাই : আর মাত্র কয়েক ঘণ্টা ৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে সাজ সাজ রব ৷ আজই যে চাঁদে পাড়ি জমাবে ভারতের চন্দ্রযান-2 ৷ চন্দ্রযান-2 উৎক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷
644 টনের 44 মিটার লম্বা 'বাহুবলী' রকেটটির 'লিক' মেরামতও হয়ে গেছে, টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মপ্রত্যয়ী তাঁরা ৷ আজ দুপুর 2.43 মিনিটে GSLV মার্ক থ্রি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হবে চন্দ্রযান-2 ৷
ISRO জানিয়েছে, আজই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান । পাঁচবার রকেটটি পাক খাওয়ার পরে 23 দিনের মাথায় অর্থাৎ আগামী 14 অগাস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে পাড়ি জমাবে চন্দ্রযান-2 ৷
আরও পড়ুন : মহড়া সফল, কাল দুপুরেই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-2
আগামী 22 সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে 15 তলা বাড়ির সমান রকেটটি । 6 সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি । হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার 54 দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির ।
ISRO-র চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ''চন্দ্রযান-2 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে জটিল অভিযানগুলির মধ্যে অন্যতম ৷ '' তবে অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র চন্দ্রাভিযানের চেয়ে ভারতের চন্দ্রাভিযানের খরচ 20 গুণ কম ৷"
এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল 15 জুলাই রাত 2.51 মিনিটে । কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে (আদতে 56 মিনিট 24 সেকেন্ড) অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-3 রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে । পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ISRO ৷