ETV Bharat / bharat

15 অগাস্ট অযোধ্যার রাম জন্মভূমিতে হামলার পরিকল্পনা করছে ISI : R&AW - অনুসন্ধান ও বিশ্লেষণ উইঙ্গ

স্বাধীনতা দিবসের দিন ভারতে হামলার ছক কষছে ISI ৷ সতর্ক করল গোয়েন্দা সংস্থা R&AW ৷

terrorist
জঙ্গি
author img

By

Published : Jul 28, 2020, 5:37 PM IST

দিল্লি, 28 জুলাই : 15 অগাস্ট অযোধ্যায় রাম জন্মভূমিতে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ৷ আজ গোয়েন্দা সংস্থা R&AW-এর তরফে একথা জানানো হয়েছে ৷ R&AW-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে লস্কর ও জৈশ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ISI ৷ তারা জঙ্গিদের তিন থেকে পাঁচটি দল অযোধ্যায় হামলার জন্য পাঠানোর পরিকল্পনা করেছে ৷

ভারতীয় গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, পাকিস্তান চাইছে এই জঙ্গিদের দলগুলি ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাক ৷ ফলে মনে হবে, এটি ভারতের অভ্যন্তরীণ হামলা ৷ হামলার প্রধান নিশানায় রাখা হয়েছে VVIP-দের ৷ হামলাকে যাতে অধিক গুরুত্ব দেওয়া হয় তাই এই পরিকল্পনা করা হচ্ছে৷

এই হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর থেকেই দিল্লি, অযোধ্যা ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷ প্রসঙ্গত, 5 অগাস্ট অযোধ্যায় রাম জন্মভূমির শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2019-এর এই একইদিনে অর্থাৎ 5 অগাস্ট 370 ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয় ৷

দিল্লি, 28 জুলাই : 15 অগাস্ট অযোধ্যায় রাম জন্মভূমিতে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ৷ আজ গোয়েন্দা সংস্থা R&AW-এর তরফে একথা জানানো হয়েছে ৷ R&AW-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে লস্কর ও জৈশ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ISI ৷ তারা জঙ্গিদের তিন থেকে পাঁচটি দল অযোধ্যায় হামলার জন্য পাঠানোর পরিকল্পনা করেছে ৷

ভারতীয় গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, পাকিস্তান চাইছে এই জঙ্গিদের দলগুলি ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাক ৷ ফলে মনে হবে, এটি ভারতের অভ্যন্তরীণ হামলা ৷ হামলার প্রধান নিশানায় রাখা হয়েছে VVIP-দের ৷ হামলাকে যাতে অধিক গুরুত্ব দেওয়া হয় তাই এই পরিকল্পনা করা হচ্ছে৷

এই হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর থেকেই দিল্লি, অযোধ্যা ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷ প্রসঙ্গত, 5 অগাস্ট অযোধ্যায় রাম জন্মভূমির শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2019-এর এই একইদিনে অর্থাৎ 5 অগাস্ট 370 ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.