ETV Bharat / bharat

11 বছর আগে একই কায়দায় এনকাউন্টার করেন সজ্জনর - 1996 ব্যাচের আইপিএস অফিসার, সজ্জনার

এনকাউন্টার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সজ্জনরের জন্ম কর্নাটকের হুবলিতে ৷ 1996 ব্যাচের এই IPS অফিসার তাঁর কর্মজীবন শুরু করেছিলেন জ়াঙ্গোয়ানের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ।

VC SAJJANAR
আইপিএস অফিসার সজ্জনার
author img

By

Published : Dec 6, 2019, 7:17 PM IST

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর হায়দরাবাদ পুলিশ প্রশংসা কুড়িয়েছে । সাইবরাবাদের পুলিশ কমিশনার সজ্জনরের নির্দেশেই এই এনকাউন্টার বলে জানা যাচ্ছে । প্রায় 11 বছর আগে ঠিক একই কায়দায় অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গলে এনকাউন্টার করেন সজ্জনর । মারা যায় তিন অভিযুক্ত৷ সেসময় পুলিশ সুপার ছিলেন সজ্জনর ।
2008 সাল ৷ অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল । দুই ছাত্রীর উপর অ্যসিড হামলার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে ৷ তাদের গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ ৷ সেদিন অভিযুক্তদের নিয়ে ঘটনার পুননির্মাণের জন্য ঘটনাস্থানে যায় পুলিশ । ঘটনাস্থানে নিয়ে যাওয়ার সময় তিন অভিযুক্ত পুলিশের বন্দুক কেড়ে পালানোর ছক কষে । তখন অভিযুক্তদের উপর গুলি চালায় পুলিশ । ঘটনাস্থানেই মারা যায় তিন অভিযুক্ত । জানা যায়, সেদিনও এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছিলেন এই সজ্জনর ৷ আজ যিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷
এনকাউন্টার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সজ্জনরের জন্ম কর্নাটকের হুবলিতে ৷ 1996 ব্যাচের এই IPS অফিসার তাঁর কর্মজীবন শুরু করেছিলেন জ়াঙ্গোয়ানের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে । বর্তমানে তিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷ এর আগে গোয়েন্দা বিভাগের পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বও পালন করেছেন ।

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর হায়দরাবাদ পুলিশ প্রশংসা কুড়িয়েছে । সাইবরাবাদের পুলিশ কমিশনার সজ্জনরের নির্দেশেই এই এনকাউন্টার বলে জানা যাচ্ছে । প্রায় 11 বছর আগে ঠিক একই কায়দায় অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গলে এনকাউন্টার করেন সজ্জনর । মারা যায় তিন অভিযুক্ত৷ সেসময় পুলিশ সুপার ছিলেন সজ্জনর ।
2008 সাল ৷ অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল । দুই ছাত্রীর উপর অ্যসিড হামলার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে ৷ তাদের গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ ৷ সেদিন অভিযুক্তদের নিয়ে ঘটনার পুননির্মাণের জন্য ঘটনাস্থানে যায় পুলিশ । ঘটনাস্থানে নিয়ে যাওয়ার সময় তিন অভিযুক্ত পুলিশের বন্দুক কেড়ে পালানোর ছক কষে । তখন অভিযুক্তদের উপর গুলি চালায় পুলিশ । ঘটনাস্থানেই মারা যায় তিন অভিযুক্ত । জানা যায়, সেদিনও এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছিলেন এই সজ্জনর ৷ আজ যিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷
এনকাউন্টার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সজ্জনরের জন্ম কর্নাটকের হুবলিতে ৷ 1996 ব্যাচের এই IPS অফিসার তাঁর কর্মজীবন শুরু করেছিলেন জ়াঙ্গোয়ানের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে । বর্তমানে তিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷ এর আগে গোয়েন্দা বিভাগের পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বও পালন করেছেন ।
Mumbai, Dec 06 (ANI): Bollywood actor Vivek Oberoi on December 06 reacted to the encounter of accused, who raped and murdered a veterinary doctor in Hyderabad. Certifying that he respects the judicial system and not in favour of extra judicial killings, he said that he felt happy after knowing about the incident. As the encounter took place at the same spot where the victim doctor was being raped and murdered. "I am not in the favour of extra judicial killings, but in this case I am really happy because the encounter took place at the same spot where the victim was being raped and killed. There are many flaws in the system," said Oberoi. He also asserted that the incident will create terror among the people who think of raping women.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.