হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর হায়দরাবাদ পুলিশ প্রশংসা কুড়িয়েছে । সাইবরাবাদের পুলিশ কমিশনার সজ্জনরের নির্দেশেই এই এনকাউন্টার বলে জানা যাচ্ছে । প্রায় 11 বছর আগে ঠিক একই কায়দায় অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গলে এনকাউন্টার করেন সজ্জনর । মারা যায় তিন অভিযুক্ত৷ সেসময় পুলিশ সুপার ছিলেন সজ্জনর ।
2008 সাল ৷ অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল । দুই ছাত্রীর উপর অ্যসিড হামলার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে ৷ তাদের গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ ৷ সেদিন অভিযুক্তদের নিয়ে ঘটনার পুননির্মাণের জন্য ঘটনাস্থানে যায় পুলিশ । ঘটনাস্থানে নিয়ে যাওয়ার সময় তিন অভিযুক্ত পুলিশের বন্দুক কেড়ে পালানোর ছক কষে । তখন অভিযুক্তদের উপর গুলি চালায় পুলিশ । ঘটনাস্থানেই মারা যায় তিন অভিযুক্ত । জানা যায়, সেদিনও এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছিলেন এই সজ্জনর ৷ আজ যিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷
এনকাউন্টার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সজ্জনরের জন্ম কর্নাটকের হুবলিতে ৷ 1996 ব্যাচের এই IPS অফিসার তাঁর কর্মজীবন শুরু করেছিলেন জ়াঙ্গোয়ানের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে । বর্তমানে তিনি সাইবরাবাদের পুলিশ কমিশনার ৷ এর আগে গোয়েন্দা বিভাগের পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বও পালন করেছেন ।