ETV Bharat / bharat

কুলগামে BJP নেতা-কর্মীদের খুনে জড়িত লস্কর ও স্থানীয় জঙ্গিরা - কাশ্মীরের খবর

ঘটনায় লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি নিসার আহমেদ খান্দে, আব্বাস শেখের মতো স্থানীয় কিছু জঙ্গির নাম উঠে আসছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনেরাল বিজয় কুমার ।

বিজয় কুমার
বিজয় কুমার
author img

By

Published : Oct 30, 2020, 5:18 PM IST

শ্রীনগর, 30 অক্টোবর : কুলগামে যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় যোগ রয়েছে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার । লস্কর-ই-তইবা ও স্থানীয় কয়েকজন জঙ্গি মিলে তাঁদের হত্যা করেছে । তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে জানালেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনেরাল বিজয় কুমার ।

গতরাতে যেখানে তিনজনকে হত্যা করা হয়েছিল আজ সেই জায়গাটি পরিদর্শনে গেছিলেন বিজয় কুমার । পাশাপাশি তদন্তের জন্য আরও কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তিনি । হামলার ঘটনায় পাকিস্তানের মদত থাকতে পারে বলে তাঁর অনুমান । বলেন, "ঘটনাস্থান পরিদর্শন এবং প্রযুক্তিগত তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর জানা গেছে জঙ্গিরা যে গাড়িতে করে এসেছিল সেটি আলতাফ নামে স্থানীয় এক ব্যক্তির । BJP নেতা-কর্মীরা যে গাড়িটিতে করে যাচ্ছিলেন, জঙ্গিরা তাদের গাড়িটি সেটির পাশে নিয়ে আসে । তারপর এলোপাথাড়ি গুলি করতে শুরু করে এবং ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ।"

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরে তিন BJP কর্মী খুনের ঘটনার নিন্দা প্রধানমন্ত্রীর

ঘটনায় লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি নিসার আহমেদ খান্দে, আব্বাস শেখের মতো স্থানীয় কিছু জঙ্গির নাম উঠে আসছে বলে জানিয়েছেন তিনি । তিনি আরও বলেন, "জঙ্গিরা যে গাড়িটিতে করে এসেছিল, সেটিকে আজ আটক করা হয়েছে । গাড়িটিকে খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হয়েছে ।"

শ্রীনগর, 30 অক্টোবর : কুলগামে যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় যোগ রয়েছে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার । লস্কর-ই-তইবা ও স্থানীয় কয়েকজন জঙ্গি মিলে তাঁদের হত্যা করেছে । তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে জানালেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনেরাল বিজয় কুমার ।

গতরাতে যেখানে তিনজনকে হত্যা করা হয়েছিল আজ সেই জায়গাটি পরিদর্শনে গেছিলেন বিজয় কুমার । পাশাপাশি তদন্তের জন্য আরও কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তিনি । হামলার ঘটনায় পাকিস্তানের মদত থাকতে পারে বলে তাঁর অনুমান । বলেন, "ঘটনাস্থান পরিদর্শন এবং প্রযুক্তিগত তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর জানা গেছে জঙ্গিরা যে গাড়িতে করে এসেছিল সেটি আলতাফ নামে স্থানীয় এক ব্যক্তির । BJP নেতা-কর্মীরা যে গাড়িটিতে করে যাচ্ছিলেন, জঙ্গিরা তাদের গাড়িটি সেটির পাশে নিয়ে আসে । তারপর এলোপাথাড়ি গুলি করতে শুরু করে এবং ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ।"

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরে তিন BJP কর্মী খুনের ঘটনার নিন্দা প্রধানমন্ত্রীর

ঘটনায় লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি নিসার আহমেদ খান্দে, আব্বাস শেখের মতো স্থানীয় কিছু জঙ্গির নাম উঠে আসছে বলে জানিয়েছেন তিনি । তিনি আরও বলেন, "জঙ্গিরা যে গাড়িটিতে করে এসেছিল, সেটিকে আজ আটক করা হয়েছে । গাড়িটিকে খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.