INS চক্র একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ৷ 2012 সালের এপ্রিল মাসে বিশাখাপটনমে পূর্ব নৌ কমান্ডে যুক্ত হয় INS চক্র ৷
INS চক্র কী ?
ভারতীয় নৌসেনায় ব্যবহৃত INS চক্র একটি সাবমেরিন ৷ পারমাণবিক শক্তিচালিত এই ডুবোজাহাজ শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে ৷ ভারতীয় নৌসেনায় ব্যবহৃত অন্য ডুবোজাহাজগুলিকে প্রতিদিন চার্জ দিতে হয় ৷ কিন্তু, INS চক্র যতক্ষণ খুশি জলের তলায় থাকতে পারে ৷
কী কী অস্ত্র থাকে এই INS চক্রতে ?
এই ডুবোজাহাজে রয়েছে বেশ কিছু অস্ত্র ৷ রয়েছে 533 মিলিমিটারের চারটি ও 650 মিলিমিটারের চারটি টর্পেডো টিউব ৷ শত্রুপক্ষের জাহাজকে আক্রমণ করতে সাহায্য করে এগুলি ৷
INS চক্র সম্পর্কে কিছু অজানা তথ্য
- এই INS চক্রটি অন্য সাধারণ সাবমেরিনের তুলনায় দ্বিগুণ গতিতে যেতে পারে ৷
- এটির ওজন 8,140 টন ৷
- এটি 600 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে ৷
- এটি জলের তলায় নিঃশব্দে চলাফেরা করতে পারে ৷
- এই ডুবোজাহাজের ক্রু সদস্যদের এক বছরের বেশি সময় ধরে রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷
- এই ডুবোজাহাজে জিম, বিশাল বিনোদনের জায়গা ও স্টিম বাথের ব্যবস্থা রয়েছে ৷
INS চক্রের ইতিহাস
প্রথমে রাশিয়ার কাছে 10 বছরের লিজ়ে এই ডুবোজাহাজ নিয়েছিল ভারত ৷ সঙ্গে নৌসেনার অফিসারদের পারমাণবিক শক্তিচালিত ভেসেল পরিচালনা করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ 2004 সালে 900 ডলারের লিজ়ে ডুবোজাহাজটি নেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভারত ৷ তার কয়েক বছর পরই ভারতীয় নৌসেনার অধীনে ডুবোজাহাজটি আসার কথা ছিল ৷ কিন্তু, 2008 সালের একটি দুর্ঘটনায় কয়েকজন রাশিয়ান নাবিকের মৃত্যুর কারণে হস্তান্তরের সেই তারিখ পিছিয়ে যায় ৷
শেষে 2012 সালে ভারতীয় নৌসেনার অধীনে সরকারিভাবে যুক্ত হয় INS চক্রের নাম ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমে এর অনুমোদন দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ৷
ভারতীয় নৌসেনার ঝুলিতে এমন একটি ডুবোজাহাজ এনে নিজেদের শক্তি বুঝিয়ে দেয় ভারত ৷ চিন-সহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির কাছে এই ডুবোজাহাজের মাধ্যমে নিজেদের শক্তি বুঝিয়ে দেওয়া হয় ৷
এর আগে 1988 সালে তিন বছরের জন্য ভারতীয় নৌসেনা চার্লি ক্লাস নামে একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ লিজ়ে নিয়েছিল ৷ ভারত ছাড়া অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিনের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রয়েছে ৷