দিল্লি, 10 মে : 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন দিয়ে পরিষেবা ফের চালুর পরিকল্পনা করছে ভারতীয় রেল । আগামীকাল থেকেই শুরু হবে বুকিং । তবে শুধু ভারতীয় রেলের ওয়েবসাইট থেকেই এই বুকিং করা যাবে বলে জানানো হয়েছে ।
এই ট্রেনগুলিকে বিশেষ ট্রেন হিসেবে নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু তাউই স্টেশন দিয়ে যাবে । আগামীকাল বিকেল চারটে থেকে বুকিং শুরু হবে । শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) এই বুকিং করা যাবে ।
-
Indian Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of trains
— Ministry of Railways (@RailMinIndia) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
These trains will be run as special trains from New Delhi Station connecting 15 important cities of the countryhttps://t.co/tOvEFT1C8Z pic.twitter.com/dvdxKaxshM
">Indian Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of trains
— Ministry of Railways (@RailMinIndia) May 10, 2020
These trains will be run as special trains from New Delhi Station connecting 15 important cities of the countryhttps://t.co/tOvEFT1C8Z pic.twitter.com/dvdxKaxshMIndian Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of trains
— Ministry of Railways (@RailMinIndia) May 10, 2020
These trains will be run as special trains from New Delhi Station connecting 15 important cities of the countryhttps://t.co/tOvEFT1C8Z pic.twitter.com/dvdxKaxshM
স্টেশনগুলিতে টিকিট বুকিং কাউন্টারগুলি বন্ধই থাকবে । কোনও কাউন্টার টিকিট (প্ল্যাটফর্ম টিকিট সহ) জারি করা হবে না । শুধু কনফার্ম টিকিট সঙ্গে থাকলেই যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে । যাত্রীদের মাস্ক পরা ও থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক । এরপর যাঁদের শরীরে কোনওরকম উপসর্গ নেই, শুধুমাত্র তাঁদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে ।
ট্রেনের সময়সূচি সংক্রান্ত তথ্য যথাযথভাবে জারি করা হবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে । মার্চ মাসে 20 হাজারেরও বেশি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছিল । অন্যদিকে, বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরাতে 'শ্রমিক স্পেশাল' ট্রেনগুলির জন্য আরও হাজার হাজার কোচ সংরক্ষণ করে রাখা হয়েছে ।
-
Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of special trains connecting New Delhi with major stations across India. Booking in these trains will start at 4 pm on 11th May.https://t.co/DW9I1sPRx6
— Piyush Goyal (@PiyushGoyal) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of special trains connecting New Delhi with major stations across India. Booking in these trains will start at 4 pm on 11th May.https://t.co/DW9I1sPRx6
— Piyush Goyal (@PiyushGoyal) May 10, 2020Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of special trains connecting New Delhi with major stations across India. Booking in these trains will start at 4 pm on 11th May.https://t.co/DW9I1sPRx6
— Piyush Goyal (@PiyushGoyal) May 10, 2020
এই বিষয়ে রেলমন্ত্রকের তরফে আজ একটি টুইট করা হয় । সঙ্গে জানানো হয়, 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন চালানো হবে । এই ট্রেনগুলি বিশেষ ট্রেন হিসেবে নিউ দিল্লি স্টেশন থেকে দেশের 15টি গুরুত্বপূর্ণ শহরের স্টেশন হয়ে যাবে । রেলমন্ত্রী পীযূষ গোয়েলও এই বিষয়ে টুইট করেন । তিনি লেখেন, "12 মে থেকে প্রাথমিকভাবে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা করছে রেল । 15 জোড়া বিশেষ ট্রেন নিউ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাবে । এই ট্রেনগুলির বুকিং আগামীকাল বিকেল চারটে থেকে শুরু হবে ।"
1 মে থেকে এখনও পর্যন্ত ভারতীয় রেল 366টি 'শ্রমিক স্পেশাল' ট্রেন চালিয়েছে । প্রায় চার লাখ শ্রমিককে 287টি ট্রেন তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে । 79টি ট্রেন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে । এই 287টি ট্রেনের মধ্যে 127টি ট্রেন উত্তরপ্রদেশ, 87টি বিহার, 24টি মধ্যপ্রদেশ, 20টি ওড়িশা, 16টি ঝাড়খণ্ড, চারটি রাজস্থান, তিনটি মহারাষ্ট্র, তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গে দু'টি করে এবং অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে একটি করে ট্রেন রওনা দিয়েছে ।