দিল্লি, 2 জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনেই সর্বোচ্চ সংখ্যক শিশুর জন্ম দিয়ে রেকর্ড গড়ল ভারত । UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল বিশ্বে মোট 392,078 শিশুর জন্ম হয়েছে । যার মধ্যে ভারতে জন্ম হয়েছে 67 হাজার 385 শিশুর ৷ যা মোট সংখ্যার 17 শতাংশ ।
UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল 2020-র সর্বপ্রথম শিশুর জন্ম হয় ফিজিতে । আর গতকাল সর্বশেষ শিশুর জন্ম হয় অ্যামেরিকায় । প্রতিবছর 1 জানুয়ারি শিশুদের জন্ম উদযাপন করে UNICEF । কারণ তারা মনে করে, বছরের প্রথম দিনটি শিশুদের জন্য অন্যতম একটি শুভদিন ।
চিকিৎসকরা জানিয়েছেন, কিছু মানুষ নতুন বছরে নিজের সন্তানকে জন্ম দেবে বলে বছরের প্রথম দিনটিকে বেছে নেয় । সেক্ষেত্রে সিজ়ার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সন্তানের জন্ম দেওয়া হয় । কারণ তারা মনে করে তাদের জীবনের সবথেকে বড় খুশিকে আগমন জানানোর জন্য বছরের প্রথম দিনটি শুভ । তবে শিশুমৃত্যুও উদ্বিগ্ন UNICEF ৷ একটি বিবৃতিতে তারা জানায়, 2018 সালে 2.5 মিলিয়ন সদ্যোজাত জন্মের প্রথম মাসের মধ্যে মারা গেছে । তার মধ্যে এক তৃতীয়াংশ সদ্যোজাত জন্মের দিনই মারা গেছে ।
এইসব ক্ষেত্রে শিশুদের মৃত্যুর কারণ সময়ের আগে জন্ম, প্রসবের সময় জটিলতা, সংক্রমণের মতো সমস্যা । যার জেরে প্রতিবছর 2.5 মিলিয়ন সদ্যোজাতর মৃত্যু হয় । যদিও গত তিন দশক ধরে শিশুদের বেঁচে থাকার হারে ব্যাপক অগ্রগতি হয়েছে । পাঁচ বছরের আগে মারা গেছে এমন শিশুর সংখ্যা বিশ্বের নিরিখে কমে অর্ধেকে নেমে এসেছে । কিন্তু সদ্যোজাতদের ক্ষেত্রে এই অগ্রগতি অনেক ধীরে হচ্ছে । 2018 সালে পাঁচ বছর পূরণের আগে যেসব শিশুদের মৃত্যু হয়েছে তার 47 শতাংশের মৃত্যু হয়েছে জন্মের প্রথম মাসেই । 1990 সালে শিশু মৃত্যুর এই হার ছিল 40 শতাংশ ।
UNICEF স্বাস্থ্যকর্মীদের দ্রুত প্রশিক্ষণের জন্য সওয়াল করেছে । তাদের বক্তব্য, স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত ওষুধ দেওয়া হোক । যাতে তারা প্রত্যেক প্রসূতি ও সদ্যোজাতর সুস্থতা নিশ্চিত করতে পারে এবং প্রসবের সময় সবরকম শারীরিক জটিলতা থেকে অন্তঃসত্ত্বাকে মুক্ত রাখতে পারে ।