দিল্লি, 6 জানুয়ারি : দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 18 হাজার 88 জন । গতকাল সেই সংখ্যাটা ছিল 16 হাজার 375 জন । মৃতের সংখ্যাও কিছুটা বেড়েছে । একদিনে মৃত্যু হয়েছে 264 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 201 জনের ।
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে মোট 1 কোটি 3 লাখ 74 হাজার 932 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 114 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 21 হাজার 314 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 99 লাখ 97 হাজার 958 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 27 হাজার 546 ।
আরও পড়ুন, আরও 8টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা অ্যামেরিকার
দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এখানে মোট সংক্রমিত হয়েছে 19 লাখ 50 হাজার 171 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 50 হাজার 189 জন । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 23 হাজার 353 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 1 হাজার 579 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 83 হাজার 587 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 73 হাজার 427 জন ।