নাগপুর, 26 এপ্রিল : ভারত কখনই কোরোনা চিকিৎসায় ওষুধের জন্য অন্যান্য দেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে না বরং সাহায্য করে । আজ এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত । 'বর্তমান পরিস্থিতি ও আমাদের কর্তব্য'-র বিষয়ে অনলাইনে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, "কোরোনা একটি নতুন রোগ । যত এই রোগের কাছাকাছি আসছি, আমরা তত এই রোগ সম্পর্কে জানতে পারছি । এই সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে ।"
তিনি বলেন, ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে । কিন্তু, তারপরও অন্য দেশকে ওষুধ পাঠিয়েছে, যা রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল । "ভারত কখনই বৈষম্য করে না । আমরা সবার পক্ষে কাজ করি ।"
হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বড় উৎপাদক ভারত ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মায়ানমার-সহ 55টি দেশে এই ওষুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে । কোরোনা চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধটি ইতিমধ্যে অ্যামেরিকা, আফগানিস্তান, মরিশাস, কাজ়াখস্তান, ব্রাজ়িল ও সেইশেলসকে ওষুধ দিয়ে সাহায্য করেছে ।
RSS প্রধান জনগণের কাছে কোরোনা মোকাবিলায় সম্মিলিতভাবে সরকারকে সাহায্য করতে ও দুস্থ মানুষদের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, "মানুষ যখন কোনও বিধি ও নির্দেশাবলীর দ্বারা আবদ্ধ হয়, তখন তারা ভাবে যে তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে নিষেধ করা হচ্ছে । RSS মার্চ মাসে সিদ্ধান্ত নিয়ে জুনের শেষ পর্যন্ত তাদের সমস্ত কর্মসূচি বাতিল করেছে । কিন্তু, অনেকে মনে করতে পারে যে, সরকার আমাদের কর্মসূচি নিষিদ্ধ করেছে । আমরা আমাদের কাজ প্রচারের জন্য নয়, সমাজের উন্নতির জন্য কাজ করছি । প্রত্যেককে এই কঠিন সময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত ।"
লকডাউনে দুর্ভাগ্যজনক ঘটনার উপর জোর দিয়ে তিনি বলেন, "অন্যদের উসকে দেওয়ার লোকের অভাব নেই । এটি ক্রোধের জন্ম দেয় । ক্রোধ উগ্রবাদী কর্মকাণ্ডের জন্ম দেয় । আমরা জানি যে, এর থেকে অনেকে লাভ করে এবং তারা এর জন্য চেষ্টা করে চলেছে ।" তিনি আরও বলেন, "আমাদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সাধারণ মানুষের দ্বারা এই সংকট মোকাবিলার পদ্ধতিটি বিশ্বের কাছে উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে ।"