ETV Bharat / bharat

চিন সীমান্তের ঘাঁটিগুলিতে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নিয়ে গেল ভারত - india china clash 2020

চিন সীমান্তে অবস্থিত বিমানঘাঁটিগুলিতে কয়েকটি যুদ্ধবিমান নিয়ে গেল ভারত । বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে । রয়েছে অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টারও ।

IAF
IAF
author img

By

Published : Jun 21, 2020, 4:14 AM IST

দিল্লি, 20 জুন : চিন সীমান্তে ভারতীয় বিমানঘাঁটিগুলিতে কয়েকটি যুদ্ধবিমান নিয়ে যাওয়া হল । বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়েছে । যে কোনও পরিস্থিতির মোকাবিলায় ভারত প্রস্তুত । বেজিঙের উদ্দেশে সেই বার্তা দিতেই ভারতের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।

ভারতের এক সেনা আধিকারিক এই বিষয়ে বলেন, “চিন আমাদের রেড-লাইন অতিক্রম করেছে । আমাদের 20 জন সেনা শহিদ হয়েছে । আমরা এখন তাদের মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত । সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ।”

গালওয়ান এবং হট স্পিং এলাকায় পরিস্থিতি একইরকম । তাদের যুদ্ধবিমান প্রস্তুত করছে চিন । এইদিকে ভারতের তরফেও সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে । ভারতীয় বিমানবাহিনীর প্রধান লেহ এবং শ্রীনগরে বুধবার এবং বৃহস্পতিবার গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন । কীভাবে প্রস্তুত নিচ্ছে ভারত তা খতিয়ে দেখেন তিনি ।

দিল্লি, 20 জুন : চিন সীমান্তে ভারতীয় বিমানঘাঁটিগুলিতে কয়েকটি যুদ্ধবিমান নিয়ে যাওয়া হল । বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়েছে । যে কোনও পরিস্থিতির মোকাবিলায় ভারত প্রস্তুত । বেজিঙের উদ্দেশে সেই বার্তা দিতেই ভারতের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।

ভারতের এক সেনা আধিকারিক এই বিষয়ে বলেন, “চিন আমাদের রেড-লাইন অতিক্রম করেছে । আমাদের 20 জন সেনা শহিদ হয়েছে । আমরা এখন তাদের মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত । সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ।”

গালওয়ান এবং হট স্পিং এলাকায় পরিস্থিতি একইরকম । তাদের যুদ্ধবিমান প্রস্তুত করছে চিন । এইদিকে ভারতের তরফেও সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে । ভারতীয় বিমানবাহিনীর প্রধান লেহ এবং শ্রীনগরে বুধবার এবং বৃহস্পতিবার গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন । কীভাবে প্রস্তুত নিচ্ছে ভারত তা খতিয়ে দেখেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.