ETV Bharat / bharat

বিশ্ব ব্যাঙ্কের তালিকায় 14 ধাপ এগিয়ে এল ভারত

90 টি দেশের মধ্যে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান র‍্যাঙ্ক 63 ৷ বিশ্ব ব্যাঙ্কের 2020-র সমীক্ষা অনুযায়ী, ব্যবসা করার সুবিধে সূচক (ইজ় অফ ডুইং বিজ়নেস) ভারতের র‍্যাঙ্ক বেড়েছে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 24, 2019, 10:22 AM IST

Updated : Oct 24, 2019, 3:11 PM IST

দিল্লি, 24 অক্টোবর : বিশ্ব ব্যাঙ্কের 2020-র সমীক্ষা অনুযায়ী, ব্যবসা করার সুবিধে সূচক (ইজ় অফ ডুইং বিজ়নেস) ভারতের র‍্যাঙ্ক বেড়েছে ৷ 190 টি দেশের মধ্যে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান র‍্যাঙ্ক 63 ৷

ভারতের দিল্লি ও মুম্বইয়ের উপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে ৷ একজন আধিকারিক জানান, বিশ্ব ব্যাঙ্ক তার পরবর্তী সমীক্ষায় দিল্লি, মুম্বই ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরুকেও সংযুক্ত করবে ৷ এই দুই শহর সংযুক্ত হলে বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষায় ভারতের র‍্যাঙ্ক আরও এগিয়ে আসবে ৷

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, বিশ্বে যে প্রথম 10টি উন্নয়নশীল অর্থনীতির তালিকা আছে, তার মধ্যে ভারত ও চিনের নেতৃত্ব সফলভাবে সহজে ব্যবসা করার (ডুইং বিজ়নেস) সংস্কারের নীতি প্রয়োগ করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনের প্রশংসা করে, বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে, এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে যে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা দেশের বেসরকারি ক্ষেত্রে সার্বিক প্রতিযোগিতাকে উৎসাহ দিচ্ছে ৷

গতবছর তালিকায় ভারতের র‍্যাঙ্ক ছিল 77 ৷ নরেন্দ্র মোদি সরকারের ছ'বছরে ভারতের র‍্যাঙ্কিং 79 ধাপ এগিয়েছে ৷ 2014-এ 142তম থেকে এগিয়ে সেটি এবছর 63তম হয়েছে ৷ যা অর্থনীতিতে একটি রেকর্ড সৃষ্টি করেছে ৷

world bank
বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষা

2003-এ শুরু হওয়া বিশ্ব ব্যাঙ্কের 'ইজ় অফ ডুইং বিজ়নেস' রিপোর্টটি বিশ্বের 190টি দেশের অর্থনীতির উপর একটি পূর্ণাঙ্গ সমীক্ষা ৷ সমীক্ষায় উঠে আসে ব্যবসা শুরু করার, নির্মাণের অনুমতি, বিদ্যুৎ সংযোগ, সম্পত্তির রেজিস্ট্রেশন, কর দেওয়া, অন্তর্দেশীয় ব্যবসার মতো 10টি সূচক ৷

এই 10টি সূচকের মধ্যে 7টিতে এগিয়ে ভারত ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাক্টিসেস-র কাছাকাছি পৌছেঁছে ৷

রিপোর্ট অনুযায়ী, ভারতে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া কোম্পানিগুলির জন্য আমদানি-রপ্তানি সহজ হয়েছে ৷ ব্যবসায়ীদের জন্য সিঙ্গল ইলেকট্রনিক প্ল্যাটফর্ম তৈরি, বন্দরগুলির পরিকাঠামো উন্নয়ন ও ইলেকট্রনিক নথিপত্র জমা দেওয়ার পদ্ধতিতে সংস্কারের ফল এই বৃদ্ধি ৷

দিল্লি, 24 অক্টোবর : বিশ্ব ব্যাঙ্কের 2020-র সমীক্ষা অনুযায়ী, ব্যবসা করার সুবিধে সূচক (ইজ় অফ ডুইং বিজ়নেস) ভারতের র‍্যাঙ্ক বেড়েছে ৷ 190 টি দেশের মধ্যে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান র‍্যাঙ্ক 63 ৷

ভারতের দিল্লি ও মুম্বইয়ের উপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে ৷ একজন আধিকারিক জানান, বিশ্ব ব্যাঙ্ক তার পরবর্তী সমীক্ষায় দিল্লি, মুম্বই ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরুকেও সংযুক্ত করবে ৷ এই দুই শহর সংযুক্ত হলে বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষায় ভারতের র‍্যাঙ্ক আরও এগিয়ে আসবে ৷

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, বিশ্বে যে প্রথম 10টি উন্নয়নশীল অর্থনীতির তালিকা আছে, তার মধ্যে ভারত ও চিনের নেতৃত্ব সফলভাবে সহজে ব্যবসা করার (ডুইং বিজ়নেস) সংস্কারের নীতি প্রয়োগ করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনের প্রশংসা করে, বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে, এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে যে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা দেশের বেসরকারি ক্ষেত্রে সার্বিক প্রতিযোগিতাকে উৎসাহ দিচ্ছে ৷

গতবছর তালিকায় ভারতের র‍্যাঙ্ক ছিল 77 ৷ নরেন্দ্র মোদি সরকারের ছ'বছরে ভারতের র‍্যাঙ্কিং 79 ধাপ এগিয়েছে ৷ 2014-এ 142তম থেকে এগিয়ে সেটি এবছর 63তম হয়েছে ৷ যা অর্থনীতিতে একটি রেকর্ড সৃষ্টি করেছে ৷

world bank
বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষা

2003-এ শুরু হওয়া বিশ্ব ব্যাঙ্কের 'ইজ় অফ ডুইং বিজ়নেস' রিপোর্টটি বিশ্বের 190টি দেশের অর্থনীতির উপর একটি পূর্ণাঙ্গ সমীক্ষা ৷ সমীক্ষায় উঠে আসে ব্যবসা শুরু করার, নির্মাণের অনুমতি, বিদ্যুৎ সংযোগ, সম্পত্তির রেজিস্ট্রেশন, কর দেওয়া, অন্তর্দেশীয় ব্যবসার মতো 10টি সূচক ৷

এই 10টি সূচকের মধ্যে 7টিতে এগিয়ে ভারত ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাক্টিসেস-র কাছাকাছি পৌছেঁছে ৷

রিপোর্ট অনুযায়ী, ভারতে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া কোম্পানিগুলির জন্য আমদানি-রপ্তানি সহজ হয়েছে ৷ ব্যবসায়ীদের জন্য সিঙ্গল ইলেকট্রনিক প্ল্যাটফর্ম তৈরি, বন্দরগুলির পরিকাঠামো উন্নয়ন ও ইলেকট্রনিক নথিপত্র জমা দেওয়ার পদ্ধতিতে সংস্কারের ফল এই বৃদ্ধি ৷

New Delhi, 23 October (ANI): With the arrest of one person namely Ashutosh, North East District police has solved a murder case. Information was received by PS Jyoti Nagar Delhi from GTB hospital regarding admission of a lady in an injured condition. Immediately police reached the hospital and a case was registered. After few days the injured lady succumbed to her injuries. The son of victim was absconding since the incident. Police team raids were conducted at all the possible hide outs to trace the absconding son of victim. The sincere efforts bore result, as information was received that culprit had been spotted in Modi Nagar area in outskirts of Delhi. On this information, a team of police rushed to the location. After searching, narrowed down on suspect he was arrested. During interrogation he admitted his crime and he revealed that he is a drug addict and asked her mother for money and she refused. Accused got furious and brutally assaulted his mother in a fit of rage before fleeing the crime scene.
Last Updated : Oct 24, 2019, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.