ETV Bharat / bharat

আরব সাগরে ফের মোতায়েন আইএনএস বিক্রমাদিত্য ও পারমাণবিক ডুবোজাহাজ - nuclear attack submarine INS Chakra

উত্তর আরব সাগরে মোতায়েন করা হল ভারতীয় নৌসেনার বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য সহ একাধিক যুদ্ধ জাহাজ। পাশাপাশি মোতায়েন হয়েছে পারমাণবিক ডুবোজাহাজ আইএনএস চক্র।

author img

By

Published : Mar 17, 2019, 10:34 PM IST

দিল্লি, ১৭ মার্চ : উত্তর আরব সাগরে মোতায়েন করা হল ভারতীয় নৌসেনার বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য সহ একাধিক যুদ্ধ জাহাজ। পাশাপাশি মোতায়েন হয়েছে পারমাণবিক ডুবোজাহাজ আইএনএস চক্র। মূলত আইএনএস বিক্রমাদিত্যকে রক্ষা করতে পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আজ নৌসেনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই প্রেক্ষিতে উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনে বাধ্য হয়েছে নৌসেনা।

গতবছর তিনহাজারেরও বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এদিকে পুলওয়ামার পালটা জবাব হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে নিয়মিত জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই অবস্থায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মাঝে। তখন ভারতের তিন বাহিনীর প্রধান জানিয়ে দিয়েছিলেন, যে কোনও অবস্থার জন্য তাঁরা তৈরি।

কিছুদিন আগে নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা জানিয়েছিলেন, জলপথে হামলা হতে পারে ভারতের উপর। ৫ মার্চ দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের কাছে খবর রয়েছে, সমুদ্রপথে হামলা চালাতে প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা।"

এর আগে ২০০৮ সালে ১০ জঙ্গি এক ভারতীয় মত্‍‌স্যজীবীর নৌকা ছিনতাই করে হামলা চালিয়েছিল মুম্বইয়ে।

দিল্লি, ১৭ মার্চ : উত্তর আরব সাগরে মোতায়েন করা হল ভারতীয় নৌসেনার বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য সহ একাধিক যুদ্ধ জাহাজ। পাশাপাশি মোতায়েন হয়েছে পারমাণবিক ডুবোজাহাজ আইএনএস চক্র। মূলত আইএনএস বিক্রমাদিত্যকে রক্ষা করতে পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আজ নৌসেনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই প্রেক্ষিতে উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনে বাধ্য হয়েছে নৌসেনা।

গতবছর তিনহাজারেরও বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এদিকে পুলওয়ামার পালটা জবাব হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে নিয়মিত জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই অবস্থায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মাঝে। তখন ভারতের তিন বাহিনীর প্রধান জানিয়ে দিয়েছিলেন, যে কোনও অবস্থার জন্য তাঁরা তৈরি।

কিছুদিন আগে নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা জানিয়েছিলেন, জলপথে হামলা হতে পারে ভারতের উপর। ৫ মার্চ দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের কাছে খবর রয়েছে, সমুদ্রপথে হামলা চালাতে প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা।"

এর আগে ২০০৮ সালে ১০ জঙ্গি এক ভারতীয় মত্‍‌স্যজীবীর নৌকা ছিনতাই করে হামলা চালিয়েছিল মুম্বইয়ে।

Male (Maldives), Mar 17 (ANI): External Affairs Minister Sushma Swaraj on Sunday held bilateral discussions with her Maldivian counterpart Abdulla Shahid in Maldives capital Male. Both the sides also exchanged Memorandums of Understanding (MoUs) after holding delegation-level talks. Swaraj is on two-day visit to the Maldives.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.