দিল্লি, 12 অক্টোবর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 71 লাখের গণ্ডি ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 66 হাজার 732 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 71 লাখ 20 হাজার 539 । মোট সুস্থের সংখ্যা 61 লাখ 49 হাজার 536 । কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 816 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 9 হাজার 150 । বর্তমানে সক্রিয় আক্রান্ত 8 লাখ 61 হাজার 853 ।
দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 28 হাজার 226 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 21 হাজার 637 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 55 হাজার 727 । সক্রিয় আক্রান্ত 46 হাজার 295 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 10 হাজার 309 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 20 হাজার 289 ।
24 ঘণ্টায় 9 লাখ 94 হাজার 851 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 10 অক্টোবর পর্যন্ত মোট 8 কোটি 78 লাখ 72 হাজার 93টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।