ETV Bharat / bharat

স্পেশাল ফোর্সের জওয়ানদের হাতে নিকেশ পাঁচ জঙ্গি

author img

By

Published : Apr 6, 2020, 8:17 PM IST

স্পেশাল ফোর্সের জওয়ানদের ভারতীয় সেনার সবথেকে দক্ষ জওয়ানদের মধ্যে একজন বলে ধরা হয় । কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তখনও কোনও খোঁজ পাওয়া যায়নি জঙ্গিদের ।

ছবি
ছবি

শ্রীনগর, 6 এপ্রিল : ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের হাতে নিকেশ পাঁচ পাকিস্তানি জঙ্গি । সাম্প্রতিক ইতিহাসে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা যে ক'টি এনকাউন্টার করেছে, সেগুলির মধ্যে এটি প্রথম সারিতে থাকবে বলেই মনে করছেন সেনা আধিকারিকদের একাংশ । কোনওরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই শুধুমাত্র নিজেদের উপস্থিত বুদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতার জোরে ওই পাঁচ জঙ্গিকে খতম করে সেনা জওয়ানরা । কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ জওয়ানেরই প্রাণ হারান ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশ 1 এপ্রিল কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু পায়ের ছাপ দেখা গেছিল । অতিরিক্ত তুষারপাতের কারণে নিয়ন্ত্রণরেখা এলাকা জঙ্গিদের আটকানোর জন্য যে কাঁটাতাঁর ছিল তা চাপা পড়ে গেছিল । সেনাবাহিনী সূত্রে খবর, জঙ্গিরা ওই এলাকায় দু'দিন ধরে গা ঢাকা দিয়েছিল । তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা জওয়ানরা । প্রথমে পাঁচটি ব্যাগ পাওয়া গেলেই জঙ্গিদের কোনও খোঁজ সে-সময়ে পায়নি জওয়ানরা ।

3 এপ্রিল ও 4 এপ্রিল নিয়ন্ত্রণরেখার ওই এলাকা দিয়ে ফের দফায় দফায় তল্লাশি অভিযান চালায় জওয়ানরা । স্পেশাল ফোর্সের জওয়ানদের ভারতীয় সেনার সবথেকে দক্ষ জওয়ানদের মধ্যে একজন বলে ধরা হয় । কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তখনও কোনও খোঁজ পাওয়া যায়নি জঙ্গিদের ।

5 এপ্রিল ফের কিছু পায়ের ছাপ লক্ষ্য করে অভিযান শুরু হয় । আবহাওয়া তখনও খারাপ । ভারী তুষারপাত তখনও চলছে । তুষারপাতের কারণে চোখে ঠিকভাবে দেখা যাচ্ছে না । এমন অবস্থায় হঠাৎই বরফের আস্তারণে ঢাকা গহ্বরে পড়ে যান জওয়ানরা । আর ওই গহ্বরেই লুকিয়ে ছিল জঙ্গিরা । শুরু হয় গুলির লড়াই । প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জই বলা চলে । সেনা সূত্রের খবর, কার্তুজ বেশি ছিল না কোনও পক্ষের কাছেই । শেষ পর্যন্ত প্রশিক্ষণ ও দক্ষতার জোরেই পাঁচ জঙ্গিকে নিকেশ করে জওয়ানরা । পরে যখন আরও বাহিনী নিয়ে জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু করা হয়, তখন জওয়ান ও জঙ্গিদের দেহ উদ্ধার করে ভারতীয় সেনা । মাত্র দুই-তিন মিটারের ব্যবধানই পরে ছিল দেহগুলি ।

শ্রীনগর, 6 এপ্রিল : ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের হাতে নিকেশ পাঁচ পাকিস্তানি জঙ্গি । সাম্প্রতিক ইতিহাসে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা যে ক'টি এনকাউন্টার করেছে, সেগুলির মধ্যে এটি প্রথম সারিতে থাকবে বলেই মনে করছেন সেনা আধিকারিকদের একাংশ । কোনওরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই শুধুমাত্র নিজেদের উপস্থিত বুদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতার জোরে ওই পাঁচ জঙ্গিকে খতম করে সেনা জওয়ানরা । কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ জওয়ানেরই প্রাণ হারান ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশ 1 এপ্রিল কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু পায়ের ছাপ দেখা গেছিল । অতিরিক্ত তুষারপাতের কারণে নিয়ন্ত্রণরেখা এলাকা জঙ্গিদের আটকানোর জন্য যে কাঁটাতাঁর ছিল তা চাপা পড়ে গেছিল । সেনাবাহিনী সূত্রে খবর, জঙ্গিরা ওই এলাকায় দু'দিন ধরে গা ঢাকা দিয়েছিল । তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা জওয়ানরা । প্রথমে পাঁচটি ব্যাগ পাওয়া গেলেই জঙ্গিদের কোনও খোঁজ সে-সময়ে পায়নি জওয়ানরা ।

3 এপ্রিল ও 4 এপ্রিল নিয়ন্ত্রণরেখার ওই এলাকা দিয়ে ফের দফায় দফায় তল্লাশি অভিযান চালায় জওয়ানরা । স্পেশাল ফোর্সের জওয়ানদের ভারতীয় সেনার সবথেকে দক্ষ জওয়ানদের মধ্যে একজন বলে ধরা হয় । কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তখনও কোনও খোঁজ পাওয়া যায়নি জঙ্গিদের ।

5 এপ্রিল ফের কিছু পায়ের ছাপ লক্ষ্য করে অভিযান শুরু হয় । আবহাওয়া তখনও খারাপ । ভারী তুষারপাত তখনও চলছে । তুষারপাতের কারণে চোখে ঠিকভাবে দেখা যাচ্ছে না । এমন অবস্থায় হঠাৎই বরফের আস্তারণে ঢাকা গহ্বরে পড়ে যান জওয়ানরা । আর ওই গহ্বরেই লুকিয়ে ছিল জঙ্গিরা । শুরু হয় গুলির লড়াই । প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জই বলা চলে । সেনা সূত্রের খবর, কার্তুজ বেশি ছিল না কোনও পক্ষের কাছেই । শেষ পর্যন্ত প্রশিক্ষণ ও দক্ষতার জোরেই পাঁচ জঙ্গিকে নিকেশ করে জওয়ানরা । পরে যখন আরও বাহিনী নিয়ে জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু করা হয়, তখন জওয়ান ও জঙ্গিদের দেহ উদ্ধার করে ভারতীয় সেনা । মাত্র দুই-তিন মিটারের ব্যবধানই পরে ছিল দেহগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.