ETV Bharat / bharat

আদিবাসী ও দলিতদের শিক্ষা থেকে বঞ্চিত করাই BJP-RSS-এর ভিশন : রাহুল - Rahul Gandhi

প্রতিবেদনে প্রকাশ, কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ায় 14টি রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির 60 লাখ আদিবাসী পড়ুয়ার স্কলারশিপ আটকে রয়েছে । আর তাকে হাতিয়ার করেই এবার আক্রমণ করলেন রাহুল গান্ধি ।

RAHUL
RAHUL
author img

By

Published : Nov 29, 2020, 3:27 PM IST

দিল্লি, ২৯ নভেম্বর : সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, আদিবাসী ও দলিতদের শিক্ষা থেকে বঞ্চিত করাই BJP-RSS-এর ভিশন

তাঁর টুইটের সঙ্গে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও যুক্ত করে দেন তিনি । প্রতিবেদনটিতে লেখা রয়েছে, কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দেওয়ায় 14টি রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির 60 লাখ আদিবাসী পড়ুয়ার স্কলারশিপ আটকে রয়েছে । আর তা তুলে ধরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি ।

rahul gandghi
রাহুল গান্ধির টুইট

তপশিলি ও তপশিলি উপজাতিদের স্কলারশিপ বন্ধ করে তাদের অস্তিত্বটাই অস্বীকার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ ।

দিল্লি, ২৯ নভেম্বর : সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, আদিবাসী ও দলিতদের শিক্ষা থেকে বঞ্চিত করাই BJP-RSS-এর ভিশন

তাঁর টুইটের সঙ্গে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও যুক্ত করে দেন তিনি । প্রতিবেদনটিতে লেখা রয়েছে, কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দেওয়ায় 14টি রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির 60 লাখ আদিবাসী পড়ুয়ার স্কলারশিপ আটকে রয়েছে । আর তা তুলে ধরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি ।

rahul gandghi
রাহুল গান্ধির টুইট

তপশিলি ও তপশিলি উপজাতিদের স্কলারশিপ বন্ধ করে তাদের অস্তিত্বটাই অস্বীকার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.