ETV Bharat / bharat

চিন-পাকিস্তান থাকছে কাভকাজ় 20-এ, যোগ দিচ্ছে না ভারত

ভারত ও চিনের অংশগ্রহণ রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল । সেখানে ভারতের এই সিদ্ধান্ত এশিয়ার দুই বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার উদ্যোগকে অনেকটাই ধাক্কা দিল । প্রতিবেদনটি লিখেছেন বর্ষীয়ান সাংবাদিক সঞ্জীবকুমার বড়ুয়া ।

author img

By

Published : Aug 31, 2020, 3:43 PM IST

India pulls out from Kavkaz 20
ছবি সৌজন্যে ANI

মে মাস থেকে উত্তর সিকিম ও পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে । সেই পরিস্থিতি ঠিক হওয়ার সম্ভাবনা বড় ধাক্কা খেল । কারণ, ভারত ‘কাভকাজ় 20’ (Caucasus-20) –এ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে । ‘কাভকাজ় 20’ হল একটি বহু পাক্ষিক তিন সেনার মহড়া, যা আয়োজন করে রাশিয়া । চিন ও পাকিস্তানও অংশগ্রহণ করেছে সেখানে ।

‘কাভকাজ় 20’ নামের ওই সেনা মহড়া আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর হওয়ার কথা । রাশিয়ার অস্ত্রখান অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা ও অন্যান্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মহড়া হওয়ার কথা । সেখানে চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এক যোগে ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল ।

ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে সেনার সঙ্গে যুক্ত একটি সূত্র । তবে পরিচয় গোপন রাখার শর্তে তিনি ETV ভারতকে বলেছেন, “ভারত কাভকাজ় 20–এর জন্য নিজেদের সেনা রাশিয়ায় পাঠাবে না । এর দু'টি কারণ রয়েছে । একটা চিনের পরিপ্রেক্ষিত । আর দ্বিতীয়টি COVID-19 প্যানডেমিক ।”

ভারত ও চিনের অংশগ্রহণ রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল । সেখানে ভারতের এই সিদ্ধান্ত এশিয়ার দুই বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার উদ্যোগকে অনেকটাই ধাক্কা দিল । বিশেষ করে সমঝোতায় অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগের ব্যর্থতার নিরিখে এই ধাক্কা খুবই গুরুত্বপূর্ণ ।

সাম্প্রতিক অতীতে ভারত ও চিন, দুই পক্ষই অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার বার্তা প্রত্যাখান করেছিল ।

ভারত, অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চিন বিরোধী একটি গোষ্ঠী বা চতুর্দেশীয় জোট তৈরি হচ্ছে । ভারত যদি কাভকাজ় 20 -তে যোগদান করত, তাহলে সেই প্রক্রিয়া ধাক্কা খেত ।

অন্যদিকে শনিবার ভারত ‘মালাবার মহড়া’র অনুমতি দিতে সম্মত হয়েছে । যেখানে ভারতীয় নৌ বাহিনীর আয়োজনে ওই চতুর্দেশীয় জোটের সব দেশ অংশগ্রহণ করবে । ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যে ‘মালাবার’-এ অংশগ্রহণ করেছে । তবে জাপানকে আমন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে দিল্লি ।

ভারত ও চিন এখন বিপুল পরিমাণ সেনা প্রক্রিয়া নিয়ে ব্যস্ত । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) এবং গভীর এলাকায় দুই দেশই এখন মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতিতে পৌঁছে গেছে । ফলে দুই পক্ষই দুই পারে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে । সঙ্গে সেনা সরঞ্জামও জড়ো করা হয়েছে । বায়ুসেনাও রীতিমতো প্রস্তুত হয়ে গেছে ।

দুই দেশের মধ্যে পরিস্থিতি শান্ত করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । কোনও সমাধান সূত্র বেরোয়নি এখনও পর্যন্ত । কিছুদিনের মধ্যে কর্পস কমান্ডার স্তরের আলোচনা হওয়ার কথা ।

ভারতের ডোগরা রেজিমেন্টের 180 জন জওয়ান-সহ সেনা, IAF এবং নৌ-বাহিনীর পর্যবেক্ষকরা কাভকাজ় 20 তে যোগদানের জন্য প্রস্তুত হয়েছিলেন ।

তবে কাভকাজ় 20 এবার খুব বেশি আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা নেই । কারণ, এবার মাত্র 13 হাজার সেনা জওয়ানের সেখানে যোগ দেওয়ার কথা । গত বছর 1 লাখ 28 হাজার সেনা, 20 হাজার সেনা সরঞ্জাম, 600 এয়ারক্রাফট ও 15 টি জাহাজ নিয়ে হয়েছিল Tsentr 2019 ।

রাশিয়া প্রতি চার বছরে চারটি বড় মহড়া আয়োজন করে । প্রতিবার তাদের সেনা জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে একটি করে মহড়া আয়োজন করা হয় । তাদের সেনা জেলাগুলি হল, ভস্টক (পূর্ব), জাপাড (পশ্চিম), সেন্টার (মধ্য) এবং কাভকাজ় (দক্ষিণ) । ফলে এর আগে কাভকাজ় আয়োজিত হয়েছিল 2012 ও 2016 সালে ।

মে মাস থেকে উত্তর সিকিম ও পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে । সেই পরিস্থিতি ঠিক হওয়ার সম্ভাবনা বড় ধাক্কা খেল । কারণ, ভারত ‘কাভকাজ় 20’ (Caucasus-20) –এ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে । ‘কাভকাজ় 20’ হল একটি বহু পাক্ষিক তিন সেনার মহড়া, যা আয়োজন করে রাশিয়া । চিন ও পাকিস্তানও অংশগ্রহণ করেছে সেখানে ।

‘কাভকাজ় 20’ নামের ওই সেনা মহড়া আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর হওয়ার কথা । রাশিয়ার অস্ত্রখান অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা ও অন্যান্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মহড়া হওয়ার কথা । সেখানে চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এক যোগে ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল ।

ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে সেনার সঙ্গে যুক্ত একটি সূত্র । তবে পরিচয় গোপন রাখার শর্তে তিনি ETV ভারতকে বলেছেন, “ভারত কাভকাজ় 20–এর জন্য নিজেদের সেনা রাশিয়ায় পাঠাবে না । এর দু'টি কারণ রয়েছে । একটা চিনের পরিপ্রেক্ষিত । আর দ্বিতীয়টি COVID-19 প্যানডেমিক ।”

ভারত ও চিনের অংশগ্রহণ রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল । সেখানে ভারতের এই সিদ্ধান্ত এশিয়ার দুই বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার উদ্যোগকে অনেকটাই ধাক্কা দিল । বিশেষ করে সমঝোতায় অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগের ব্যর্থতার নিরিখে এই ধাক্কা খুবই গুরুত্বপূর্ণ ।

সাম্প্রতিক অতীতে ভারত ও চিন, দুই পক্ষই অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার বার্তা প্রত্যাখান করেছিল ।

ভারত, অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চিন বিরোধী একটি গোষ্ঠী বা চতুর্দেশীয় জোট তৈরি হচ্ছে । ভারত যদি কাভকাজ় 20 -তে যোগদান করত, তাহলে সেই প্রক্রিয়া ধাক্কা খেত ।

অন্যদিকে শনিবার ভারত ‘মালাবার মহড়া’র অনুমতি দিতে সম্মত হয়েছে । যেখানে ভারতীয় নৌ বাহিনীর আয়োজনে ওই চতুর্দেশীয় জোটের সব দেশ অংশগ্রহণ করবে । ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যে ‘মালাবার’-এ অংশগ্রহণ করেছে । তবে জাপানকে আমন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে দিল্লি ।

ভারত ও চিন এখন বিপুল পরিমাণ সেনা প্রক্রিয়া নিয়ে ব্যস্ত । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) এবং গভীর এলাকায় দুই দেশই এখন মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতিতে পৌঁছে গেছে । ফলে দুই পক্ষই দুই পারে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে । সঙ্গে সেনা সরঞ্জামও জড়ো করা হয়েছে । বায়ুসেনাও রীতিমতো প্রস্তুত হয়ে গেছে ।

দুই দেশের মধ্যে পরিস্থিতি শান্ত করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । কোনও সমাধান সূত্র বেরোয়নি এখনও পর্যন্ত । কিছুদিনের মধ্যে কর্পস কমান্ডার স্তরের আলোচনা হওয়ার কথা ।

ভারতের ডোগরা রেজিমেন্টের 180 জন জওয়ান-সহ সেনা, IAF এবং নৌ-বাহিনীর পর্যবেক্ষকরা কাভকাজ় 20 তে যোগদানের জন্য প্রস্তুত হয়েছিলেন ।

তবে কাভকাজ় 20 এবার খুব বেশি আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা নেই । কারণ, এবার মাত্র 13 হাজার সেনা জওয়ানের সেখানে যোগ দেওয়ার কথা । গত বছর 1 লাখ 28 হাজার সেনা, 20 হাজার সেনা সরঞ্জাম, 600 এয়ারক্রাফট ও 15 টি জাহাজ নিয়ে হয়েছিল Tsentr 2019 ।

রাশিয়া প্রতি চার বছরে চারটি বড় মহড়া আয়োজন করে । প্রতিবার তাদের সেনা জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে একটি করে মহড়া আয়োজন করা হয় । তাদের সেনা জেলাগুলি হল, ভস্টক (পূর্ব), জাপাড (পশ্চিম), সেন্টার (মধ্য) এবং কাভকাজ় (দক্ষিণ) । ফলে এর আগে কাভকাজ় আয়োজিত হয়েছিল 2012 ও 2016 সালে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.