দিল্লি, 30 অগাস্ট : "কাভকাজ় 20"-তে অংশ নেবে চিন ও পাকিস্তানও । তাই এবার রাশিয়া আয়োজিত এই সামরিক মহড়ায় এবার অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ।
ETV ভারতের সাংবাদিক সঞ্জীবকুমার বড়ুয়া লিখছেন, পূর্ব লাদাখ ও উত্তর সিকিম সীমান্তে মে মাসের পর থেকে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাশিয়ার অ্যাস্ট্রাখান অঞ্চলে 15 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামরিক মহড়া ।
ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক ETV ভারতকে বলেন, "চিন ফ্যাক্টর এবং COVID-19 প্যানডেমিক, উভয় কারণেই ভারত রাশিয়ায় নিজের প্রতিনিধি পাঠাবে না ।" সাম্প্রতিক অতীতে ভারত ও চিন ইতিমধ্যেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে । 'কাভকাজ় 20'-তে ভারতের যোগদান ভারত, অ্যামেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে চিনবিরোধী জোটকে আরও শক্তিশালী করে তুলত বলে মনে করছেন অনেকে।
অন্যদিকে, ভারতের এই সিদ্ধান্তটি ভারতীয় নৌবাহিনী পরিচালিত "মালাবার অনুশীলন"-কে আরও উৎসাহিত করবে, যা আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে । ভারত, অ্যামেরিকা এবং জাপান ইতিমধ্যে "মালবার অনুশীলন"-এ অংশ নিচ্ছে তবে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ নিয়ে এখনও বিবেচনা করবে দিল্লি ।
ভারত থেকে ডোগরা রেজিমেন্টের জওয়ান, IAF এবং নৌসেনার প্রায় 180 জন পর্যবেক্ষক "কাভকাজ় 20"-এর উদ্দেশে রওনা হচ্ছিলেন । গত বছর প্রায় 1,28,000 জওয়ান, 20,000 সামরিক সরঞ্জাম, 600টি যুদ্ধবিমান এবং 15টি যুদ্ধজাহাজ 'সেন্ত্র-2019'-এ অংশ নিয়েছিল । রাশিয়া প্রতি চার বছরে চারটি প্রধান মহড়া দেয় ।