ইসলামাবাদ (পাকিস্তান) , 8 অগাস্ট : কেরালার কারিপুর বিমান দুর্ঘটনায় দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম হয়েছেন কমপক্ষে 123 জন । এই ঘটনায় গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি, অমিত শাহ, রাহুল গান্ধি টুইট করে শোকপ্রকাশ করেন । শুধু তাই নয় , এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।
জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজ়ুকি একটি টুইট করে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও জখমদের প্রতি সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি ইড়ুক্কিতে ধসের ঘটনায় 13 জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি ।
-
My heart bleeds for the air accident of #AirIndiaExpress in Kozhikode and landslide in #Idukki. My thoughts are with those who lost their beloved ones and are injured. I hope search & rescue will conclude as quickly as possible: Satoshi Suzuki, Ambassador of Japan to India pic.twitter.com/8Jt06kEP00
— ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My heart bleeds for the air accident of #AirIndiaExpress in Kozhikode and landslide in #Idukki. My thoughts are with those who lost their beloved ones and are injured. I hope search & rescue will conclude as quickly as possible: Satoshi Suzuki, Ambassador of Japan to India pic.twitter.com/8Jt06kEP00
— ANI (@ANI) August 8, 2020My heart bleeds for the air accident of #AirIndiaExpress in Kozhikode and landslide in #Idukki. My thoughts are with those who lost their beloved ones and are injured. I hope search & rescue will conclude as quickly as possible: Satoshi Suzuki, Ambassador of Japan to India pic.twitter.com/8Jt06kEP00
— ANI (@ANI) August 8, 2020
গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট করেন । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে । এই ঘটনায় আমি শোকাহত । এই কঠিন সময়ে আল্লাহ যেন মৃতদের পরিবারকে শক্তি দেন ।"
-
Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.
— Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.
— Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.
— Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020
শোকপ্রকাশ করেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালি । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে আমি দুঃখিত । নেপালের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জখম ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি ।"
-
Deeply saddened by the news of #AirIndiaExpress aircraft's accident in Kerala, India last night. Nepal extends deep condolences to the bereaved families and wishes for speedy recovery of those injured: Pradeep Gyawali, Nepal Foreign Affairs Minister pic.twitter.com/mNzXnuY2iM
— ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply saddened by the news of #AirIndiaExpress aircraft's accident in Kerala, India last night. Nepal extends deep condolences to the bereaved families and wishes for speedy recovery of those injured: Pradeep Gyawali, Nepal Foreign Affairs Minister pic.twitter.com/mNzXnuY2iM
— ANI (@ANI) August 8, 2020Deeply saddened by the news of #AirIndiaExpress aircraft's accident in Kerala, India last night. Nepal extends deep condolences to the bereaved families and wishes for speedy recovery of those injured: Pradeep Gyawali, Nepal Foreign Affairs Minister pic.twitter.com/mNzXnuY2iM
— ANI (@ANI) August 8, 2020
আমেরিকার রাষ্ট্রদূত কেন জাস্টারও গতকাল টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
-
On behalf of the US Mission, we are deeply saddened by the news of the Air India accident in #Kozhikode. The victims and their loved ones are in our thoughts and prayers: Ken Juster, US Ambassador to India (file pic) pic.twitter.com/8eKAjYBrDm
— ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On behalf of the US Mission, we are deeply saddened by the news of the Air India accident in #Kozhikode. The victims and their loved ones are in our thoughts and prayers: Ken Juster, US Ambassador to India (file pic) pic.twitter.com/8eKAjYBrDm
— ANI (@ANI) August 8, 2020On behalf of the US Mission, we are deeply saddened by the news of the Air India accident in #Kozhikode. The victims and their loved ones are in our thoughts and prayers: Ken Juster, US Ambassador to India (file pic) pic.twitter.com/8eKAjYBrDm
— ANI (@ANI) August 8, 2020
গতরাতে কোঝিকোড়ে কারিপুর বিমানবন্দরের রানওয়েতে নামার সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান । জানা গেছে , বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল । বিমানে 184 জন যাত্রী ছিলেন । উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সবাইকে উদ্ধার করে মল্লাপুরম ও কোঝিকোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।