ETV Bharat / bharat

কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ জাপান, অ্যামেরিকাসহ বিভিন্ন দেশের - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।

air india express tragedy
কোঝিকোড়ের বিমান দুর্ঘটনা
author img

By

Published : Aug 8, 2020, 8:12 AM IST

Updated : Aug 8, 2020, 12:46 PM IST

ইসলামাবাদ (পাকিস্তান) , 8 অগাস্ট : কেরালার কারিপুর বিমান দুর্ঘটনায় দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম হয়েছেন কমপক্ষে 123 জন । এই ঘটনায় গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি, অমিত শাহ, রাহুল গান্ধি টুইট করে শোকপ্রকাশ করেন । শুধু তাই নয় , এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজ়ুকি একটি টুইট করে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও জখমদের প্রতি সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি ইড়ুক্কিতে ধসের ঘটনায় 13 জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি ।

  • My heart bleeds for the air accident of #AirIndiaExpress in Kozhikode and landslide in #Idukki. My thoughts are with those who lost their beloved ones and are injured. I hope search & rescue will conclude as quickly as possible: Satoshi Suzuki, Ambassador of Japan to India pic.twitter.com/8Jt06kEP00

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট করেন । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে । এই ঘটনায় আমি শোকাহত । এই কঠিন সময়ে আল্লাহ যেন মৃতদের পরিবারকে শক্তি দেন ।"

  • Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.

    — Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালি । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে আমি দুঃখিত । নেপালের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জখম ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • Deeply saddened by the news of #AirIndiaExpress aircraft's accident in Kerala, India last night. Nepal extends deep condolences to the bereaved families and wishes for speedy recovery of those injured: Pradeep Gyawali, Nepal Foreign Affairs Minister pic.twitter.com/mNzXnuY2iM

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমেরিকার রাষ্ট্রদূত কেন জাস্টারও গতকাল টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

  • On behalf of the US Mission, we are deeply saddened by the news of the Air India accident in #Kozhikode. The victims and their loved ones are in our thoughts and prayers: Ken Juster, US Ambassador to India (file pic) pic.twitter.com/8eKAjYBrDm

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতে কোঝিকোড়ে কারিপুর বিমানবন্দরের রানওয়েতে নামার সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান । জানা গেছে , বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল । বিমানে 184 জন যাত্রী ছিলেন । উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সবাইকে উদ্ধার করে মল্লাপুরম ও কোঝিকোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ইসলামাবাদ (পাকিস্তান) , 8 অগাস্ট : কেরালার কারিপুর বিমান দুর্ঘটনায় দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম হয়েছেন কমপক্ষে 123 জন । এই ঘটনায় গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি, অমিত শাহ, রাহুল গান্ধি টুইট করে শোকপ্রকাশ করেন । শুধু তাই নয় , এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজ়ুকি একটি টুইট করে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও জখমদের প্রতি সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি ইড়ুক্কিতে ধসের ঘটনায় 13 জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি ।

  • My heart bleeds for the air accident of #AirIndiaExpress in Kozhikode and landslide in #Idukki. My thoughts are with those who lost their beloved ones and are injured. I hope search & rescue will conclude as quickly as possible: Satoshi Suzuki, Ambassador of Japan to India pic.twitter.com/8Jt06kEP00

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট করেন । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে । এই ঘটনায় আমি শোকাহত । এই কঠিন সময়ে আল্লাহ যেন মৃতদের পরিবারকে শক্তি দেন ।"

  • Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.

    — Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালি । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে আমি দুঃখিত । নেপালের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জখম ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • Deeply saddened by the news of #AirIndiaExpress aircraft's accident in Kerala, India last night. Nepal extends deep condolences to the bereaved families and wishes for speedy recovery of those injured: Pradeep Gyawali, Nepal Foreign Affairs Minister pic.twitter.com/mNzXnuY2iM

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমেরিকার রাষ্ট্রদূত কেন জাস্টারও গতকাল টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

  • On behalf of the US Mission, we are deeply saddened by the news of the Air India accident in #Kozhikode. The victims and their loved ones are in our thoughts and prayers: Ken Juster, US Ambassador to India (file pic) pic.twitter.com/8eKAjYBrDm

    — ANI (@ANI) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতে কোঝিকোড়ে কারিপুর বিমানবন্দরের রানওয়েতে নামার সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান । জানা গেছে , বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল । বিমানে 184 জন যাত্রী ছিলেন । উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সবাইকে উদ্ধার করে মল্লাপুরম ও কোঝিকোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Last Updated : Aug 8, 2020, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.