ETV Bharat / bharat

কোরোনা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের জন্য আসছে ন্যানো কোটেড ফিল্টার - অধ্যাপক কে অরুল প্রকাশ

ইলেক্ট্রোস্পাইনিং পদ্ধতিতে সেলুলোজ় পেপারে নাইলন জাতীয় পলিমারের প্রলেপ দিয়ে তৈরি এই ন্যানো কোটেড ফিল্টার ৷ এই প্রলেপের বাতাসে সাবমাইক্রন(এক মিটারের দশ লাখ ভাগের এক ভাগেরও ছোটো) আকারের ধুলিকণা আটকানোর ক্ষমতা রাখে ৷

Nano-coated Filter
ন্যানো কোটেড ফিল্টার
author img

By

Published : Jul 6, 2020, 9:34 PM IST

চেন্নাই, 6 জুলাই : কোরোনা চিকিৎসায় উন্নতির নিরন্তর প্রচেষ্টা চলছে ৷ এবার স্বাস্থ্যকর্মীদের ফেস মাস্কে যোগ হতে চলেছে IIT মাদ্রাজ়ের তৈরি ন্যানো কোটেড ফিল্টার ৷ যা কি না বাতাসের সাবমাইক্রন(এক মিটারের দশ লাখ ভাগের এক ভাগেরও ছোটো) কণা রোধ করতে পারবে ৷ এই ফিল্টার শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ এমনকী যেখানে সাবমাইক্রন কণা প্রতিরোধ করা প্রয়োজন সেখানেও এই ফিল্টার ব্যবহার করা যাবে ৷

ইলেক্ট্রোস্পাইনিং পদ্ধতিতে সেলুলোজ় পেপারে নাইলন জাতীয় পলিমারের প্রলেপ দিয়ে তৈরি এই ন্যানো কোটেড ফিল্টার ৷ এই প্রলেপের বাতাসে সাবমাইক্রন আকারের ধুলিকণা আটকানোর ক্ষমতা রাখে ৷ এই ফিল্টার এখন ফিল্ড পরীক্ষায় পরীক্ষাধীন ৷ ফিল্ড পরীক্ষায় বৈধতা পেলে ওই ফিল্টার শিল্প সহযোগিতায় উৎপাদনের জন্য সুপারিশ করা হবে ৷ প্রথমে প্রতিরক্ষার কাজে DRDO( ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন)-র অর্থে তৈরি হচ্ছিল এই ফিল্টার ৷ কিন্তু কোরোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যের উপর প্রাধান্য দেওয়া হয় ৷

IIT মাদ্রাজ়ের অধ্যাপক কে অরুল প্রকাশ জানান, এই ফিল্টার এক মাইক্রনের থেকেও ছোট কণা আটকাতে পারবে যা আমাদের কাছে বিশাল বড়ো প্রাপ্তি ৷ এতে প্রতিরক্ষায় অনেক টাকা সাশ্রয় হবে ৷ এখন এই ধরণের ফিল্টার বিদেশ থেকে আমদানি করতে হয় ৷

Nano-coated Filter
ন্যানো কোটেড ফিল্টার তৈরির যন্ত্র

ন্যানো কোটেড ফিল্টারের প্রয়োগ :

* ফেস মাস্কে

* শ্বাস প্রশ্বাস জনিত যন্ত্রে

* হাসপাতালের অপারেশন থিয়েটারগুলিতে বায়ু পরিশোধন ব্যবস্থায়

* বিমানযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়

* বায়ু সংক্রান্ত সরঞ্জামে

চেন্নাই, 6 জুলাই : কোরোনা চিকিৎসায় উন্নতির নিরন্তর প্রচেষ্টা চলছে ৷ এবার স্বাস্থ্যকর্মীদের ফেস মাস্কে যোগ হতে চলেছে IIT মাদ্রাজ়ের তৈরি ন্যানো কোটেড ফিল্টার ৷ যা কি না বাতাসের সাবমাইক্রন(এক মিটারের দশ লাখ ভাগের এক ভাগেরও ছোটো) কণা রোধ করতে পারবে ৷ এই ফিল্টার শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ এমনকী যেখানে সাবমাইক্রন কণা প্রতিরোধ করা প্রয়োজন সেখানেও এই ফিল্টার ব্যবহার করা যাবে ৷

ইলেক্ট্রোস্পাইনিং পদ্ধতিতে সেলুলোজ় পেপারে নাইলন জাতীয় পলিমারের প্রলেপ দিয়ে তৈরি এই ন্যানো কোটেড ফিল্টার ৷ এই প্রলেপের বাতাসে সাবমাইক্রন আকারের ধুলিকণা আটকানোর ক্ষমতা রাখে ৷ এই ফিল্টার এখন ফিল্ড পরীক্ষায় পরীক্ষাধীন ৷ ফিল্ড পরীক্ষায় বৈধতা পেলে ওই ফিল্টার শিল্প সহযোগিতায় উৎপাদনের জন্য সুপারিশ করা হবে ৷ প্রথমে প্রতিরক্ষার কাজে DRDO( ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন)-র অর্থে তৈরি হচ্ছিল এই ফিল্টার ৷ কিন্তু কোরোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যের উপর প্রাধান্য দেওয়া হয় ৷

IIT মাদ্রাজ়ের অধ্যাপক কে অরুল প্রকাশ জানান, এই ফিল্টার এক মাইক্রনের থেকেও ছোট কণা আটকাতে পারবে যা আমাদের কাছে বিশাল বড়ো প্রাপ্তি ৷ এতে প্রতিরক্ষায় অনেক টাকা সাশ্রয় হবে ৷ এখন এই ধরণের ফিল্টার বিদেশ থেকে আমদানি করতে হয় ৷

Nano-coated Filter
ন্যানো কোটেড ফিল্টার তৈরির যন্ত্র

ন্যানো কোটেড ফিল্টারের প্রয়োগ :

* ফেস মাস্কে

* শ্বাস প্রশ্বাস জনিত যন্ত্রে

* হাসপাতালের অপারেশন থিয়েটারগুলিতে বায়ু পরিশোধন ব্যবস্থায়

* বিমানযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়

* বায়ু সংক্রান্ত সরঞ্জামে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.