ETV Bharat / bharat

পাকিস্তান সীমান্ত বরাবর চলল মহড়া, উড়ল যুদ্ধবিমান

সীমান্তে মহড়া চালাল ভারত। যোগ দেয় বায়ুসেনার একাধিক প্রথমসারীর যুদ্ধবিমান।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 15, 2019, 11:07 AM IST

দিল্লি, ১৫ মার্চ : সীমান্তে যুদ্ধবিমানের বড়সড় মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। যোগ দেয় বায়ুসেনার একাধিক প্রথমসারীর যুদ্ধবিমান। গতরাতে পঞ্জাব ও জম্মুতে এই মহড়ার আয়োজন করা হয়।

অমৃতসর ও জম্মুর সীমান্তবর্তী এলাকায় বড়সড় মহড়া চালায় IAF। দ্রুতগতিতে IAF-র জেটবিমানগুলিকে ভারতীয় আকাশসীমায় উড়তে দেখা যায়। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে, তার মোকাবিলা করতেই এই মহড়া বলে জানা গেছে।

২৬ ফেব্রুয়ারি, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটসহ একাধিক জায়গায় অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের জঙ্গিঘাঁটিগুলি। এরপরই ভারতের আকাশসীমা লঙ্ঘনের জন্য একাধিকবার চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধবিমান। ফের যাতে সীমান্ত লঙ্ঘন করতে না পারে, তাই সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে IAF।

পাশাপাশি, প্রতিবেশী দেশের আক্রমণ প্রতিহত করতে সীমান্তে যুদ্ধবিমানের মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা।

দিল্লি, ১৫ মার্চ : সীমান্তে যুদ্ধবিমানের বড়সড় মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। যোগ দেয় বায়ুসেনার একাধিক প্রথমসারীর যুদ্ধবিমান। গতরাতে পঞ্জাব ও জম্মুতে এই মহড়ার আয়োজন করা হয়।

অমৃতসর ও জম্মুর সীমান্তবর্তী এলাকায় বড়সড় মহড়া চালায় IAF। দ্রুতগতিতে IAF-র জেটবিমানগুলিকে ভারতীয় আকাশসীমায় উড়তে দেখা যায়। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে, তার মোকাবিলা করতেই এই মহড়া বলে জানা গেছে।

২৬ ফেব্রুয়ারি, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটসহ একাধিক জায়গায় অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের জঙ্গিঘাঁটিগুলি। এরপরই ভারতের আকাশসীমা লঙ্ঘনের জন্য একাধিকবার চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধবিমান। ফের যাতে সীমান্ত লঙ্ঘন করতে না পারে, তাই সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে IAF।

পাশাপাশি, প্রতিবেশী দেশের আক্রমণ প্রতিহত করতে সীমান্তে যুদ্ধবিমানের মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা।

New Delhi, Mar 14 (ANI): Congress leader Kapil Sibal took a jibe at Union Minister Ravi Shankar Prasad for his criticism on Congress president Rahul Gandhi's tweet during the press conference in New Delhi on Thursday. Kapil Sibal said, "Don't do a press conference for a tweet. It does not fit to your status as a minister or the status of this government. Talk about more substantial things." He further said, "Is it tweet diplomacy happening in the country? Doesn't Ravi Shankar Prasad have any other issue to rise rather than a tweet?" Earlier, Rahul Gandhi tweeted on Prime Minister Narendra Modi after China blocked India's bid to declare Jaish-e-Mohammed (JeM) chief Masood Azhar as a global terrorist.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.