দিল্লি, 25 জুন : "ফেয়ার অ্যান্ড লাভলি" থেকে এবার বাদ পড়তে চলেছে "ফেয়ার" । বহুল প্রচলিত স্কিনকেয়ার প্রোডাক্ট ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল প্রস্ততকারী সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার । সংস্থার তরফে জানানো হয়েছে, প্রোডাক্টের রিব্র্যান্ডিং করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বিশ্বজুড়ে যখন বর্ণবিদ্বেষের বিরুদ্ধেপ্রতিবাদের ঝড় উঠেছে, ঠিক সেইমুহূর্তে হিন্দুস্তান ইউনিলিভারের এই সিদ্ধান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেনবিশেষজ্ঞদের একাংশ । যদিও কম্পানির তরফে বলা হয়, এই সিদ্ধান্তের সঙ্গে বর্ণবিদ্বেষের বিরুদ্ধেপ্রতিবাদের কোনও যোগ নেই ।
কম্পানির দাবি, তারা দু'হাজারকোটি টাকা মূল্যের এই ব্র্যান্ডটি বছরের পর বছর ধরে বাজারে বিক্রি করে আসছে ।বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে ব্র্যান্ডে । হিন্দুস্তান ইউনিলিভারের তরফে বলাহচ্ছে, ফেয়ারঅ্যান্ড লাভলি ছাড়াও কম্পানির বাকি স্কিনকেয়ার প্রোডাক্টগুলির ক্ষেত্রেও কিছুপরিবর্তন আনা হচ্ছে, যা সর্বজনগৃহীত হবে । সব বর্ণের ত্বকের মানুষের কথামাথায় রেখেই এই পরিবর্তন আনা হচ্ছে ।
"ফেয়ার অ্যান্ডলাভলি"-র নাম বদলানোর সঙ্গে অ্যামেরিকার বর্ণবিদ্বেষ বিরোধী প্রতিবাদের কোনওযোগ আছে কি না সে-বিষয়ে প্রশ্নের উত্তরে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান ওম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব মেহতা সংবাদসংস্থা PTI -কে জানিয়েছেন, "এই সিদ্ধান্তটা এমন নয়, যা আমরা একদিনেই নিয়ে ফেলছি । বিগত বেশকয়েক বছর ধরে আমরা এই পরিবর্তন আনার কাজ করছিলাম । আমাদের ব্র্যান্ডের মতো এমনএকটা ব্র্যান্ড, যার বাজারমূল্য দু'হাজার কোটি টাকা, সেখানে পর্যাপ্ত রিসার্চ ছাড়া কোনওসিদ্ধান্তই নেওয়া হয় না । পর্যাপ্ত গবেষণা করার পর, গ্রাহকরা কী চাইছে সেটা ঠিকভাবে অনুধাবন করার পর, তবেই আমরা কোনও একটি সিদ্ধান্তে আসি ।"
তিনি আরও জানান, হিন্দুস্তান ইউনিলিভারের তরফে গত বছরেই নামপরিবর্তনের জন্য আবেদন করা হয়েছিল, যাতে নকল পণ্য প্রস্তুতকারকদের থেকে বিষয়টি দূরেরাখা যায় । বলেন," আমরা চাইলেইনাম বদলানোর বিষয়টি তখন প্রকাশ্যে আনতে পারতাম । কিন্তু আমি নিশ্চিত ছিলাম, এমন হলে নকল পণ্য প্রস্তুতকারকরা ঝাঁপিয়েপড়ত ।"