ETV Bharat / bharat

তামকজাত দ্রব্যের প্যাকেটে লেখা থাকবে নতুন সতর্কবার্তা - তামকজাত দ্রব্যের প্যাকেটে লেখা থাকবে নতুন সতর্কবার্তা

তামকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা থাকবে বলে সোমবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে ।

tobacco products
নতুন সতর্কবার্তা
author img

By

Published : May 5, 2020, 1:35 PM IST

দিল্লি, 5 মে : তামকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা থাকবে, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের । এই বছরের 1 সেপ্টেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে তাদের ক্ষেত্রে প্যাকেটের উপর প্রথম সেটের ছবি থাকবে । পরের বছর 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সেট ছবি প্রকাশ করতে হবে প্যাকেটের উপর ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । এই বিবৃতিতেই নিয়মের উল্লেখ করা হয় । ও তার মেনে চলার নির্দেশ দেওয়া হয় । বিবৃতিতে উল্লেখ করা হয়, “যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে ।”

নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক । তারা জানায়, “উল্লেখ্য নিয়ম না মেনে চললে বা তা ভঙ্গ করলে তা সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য আইন 2003-এর 20 ধারা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।”

বিশেষজ্ঞদের মত অনুযায়ী প্রতি বছর ভারতে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে 12 লাখ মৃত্যু হয় । ভারতের ক্যান্সার আক্রান্তের প্রায় 50 শতাংশ এবং মুখের ক্যান্সারের 90 শতাংশের জন্য দায়ী তামাকজাত দ্রব্য সেবন ।

দিল্লি, 5 মে : তামকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা থাকবে, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের । এই বছরের 1 সেপ্টেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে তাদের ক্ষেত্রে প্যাকেটের উপর প্রথম সেটের ছবি থাকবে । পরের বছর 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সেট ছবি প্রকাশ করতে হবে প্যাকেটের উপর ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । এই বিবৃতিতেই নিয়মের উল্লেখ করা হয় । ও তার মেনে চলার নির্দেশ দেওয়া হয় । বিবৃতিতে উল্লেখ করা হয়, “যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে ।”

নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক । তারা জানায়, “উল্লেখ্য নিয়ম না মেনে চললে বা তা ভঙ্গ করলে তা সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য আইন 2003-এর 20 ধারা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।”

বিশেষজ্ঞদের মত অনুযায়ী প্রতি বছর ভারতে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে 12 লাখ মৃত্যু হয় । ভারতের ক্যান্সার আক্রান্তের প্রায় 50 শতাংশ এবং মুখের ক্যান্সারের 90 শতাংশের জন্য দায়ী তামাকজাত দ্রব্য সেবন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.