বেঙ্গালুরু, ১৪ মার্চ : লোকসভা ভোটের টিকিট পেয়েছেন দুই নাতি। রাজনীতিতে পরিবারতন্ত্র বজায় রাখার জন্য জনতা দল (সেকুলার) প্রধান দেবগৌড়াকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তা নিয়ে কথা বলার সময় গতকাল কেঁদে ফেলেন তিনি। আর বিষয়টিকে "নাটক" বলে কটাক্ষ করল BJP।
লোকসভা নির্বাচনে দেবগৌড়ার দুই নাতিই প্রতিদ্বন্দ্বিতা করছেন। মান্ড্য থেকে টিকিট পেয়েছেন দেবগৌড়ার ছোটো নাতি তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। অপরদিকে, হাসান থেকে লড়ছেন এইচ ডি রেভান্নার ছেলে তথা বড় নাতি প্রজ্জ্বল রেভান্না। রাজনীতিতে পরিবারতন্ত্রের ধারা বজায় রাখায় একাধিক মহলে কটাক্ষের মুখে পড়তে হয় দেবগৌড়াকে। গতকাল হাসানে নির্বাচনী প্রচারে গিয়ে দেবগৌড়া বলেন, "ভূরি ভূরি অভিযোগ তোলা হচ্ছে। সকাল থেকে সংবাদমাধ্যম বলছে দেবগৌড়া, রেভান্না, কুমারস্বামী নিয়ে বলছে।" তারপরই কেঁদে ফেলেন দেবগৌড়া। তা দেখে কেঁদে ফেলেন প্রজ্জ্বলও।
আর দেবগৌড়ার কান্নার ভিডিয়ো পোস্ট করে বিষয়টিকে নাটক হিসেবে কটাক্ষ করেছে BJP। টুইট করা হয়, "যদি কাঁদা একটি শিল্প হয়, তাহলে দেবগৌড়াজি ও তাঁর পরিবার কাঁদা শিল্পে দক্ষতা অর্জনের ক্ষেত্রে রেকর্ড করেছে। আর এভাবে দশকের পর দশক ধরে তাঁরা মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন। আসলে বিষয়টি হল ভোটের আগে দেবগৌড়া ও তাঁর পরিবার কাঁদেন। আর নির্বাচনের পর যে মানুষ এই পরিবারকে ভোট দেন, তাঁরা কাঁদেন।"