ETV Bharat / bharat

পরিবারতন্ত্রের তিরে কান্না দেবগৌড়ার; "কাঁদা শিল্প", কটাক্ষ BJP-র - TMC

পরিবারতন্ত্রের তিরে কান্না দেবগৌড়ার, নাটক দাবি BJP-র

দেবগৌড়া
author img

By

Published : Mar 14, 2019, 1:04 PM IST

বেঙ্গালুরু, ১৪ মার্চ : লোকসভা ভোটের টিকিট পেয়েছেন দুই নাতি। রাজনীতিতে পরিবারতন্ত্র বজায় রাখার জন্য জনতা দল (সেকুলার) প্রধান দেবগৌড়াকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তা নিয়ে কথা বলার সময় গতকাল কেঁদে ফেলেন তিনি। আর বিষয়টিকে "নাটক" বলে কটাক্ষ করল BJP।

লোকসভা নির্বাচনে দেবগৌড়ার দুই নাতিই প্রতিদ্বন্দ্বিতা করছেন। মান্ড্য থেকে টিকিট পেয়েছেন দেবগৌড়ার ছোটো নাতি তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। অপরদিকে, হাসান থেকে লড়ছেন এইচ ডি রেভান্নার ছেলে তথা বড় নাতি প্রজ্জ্বল রেভান্না। রাজনীতিতে পরিবারতন্ত্রের ধারা বজায় রাখায় একাধিক মহলে কটাক্ষের মুখে পড়তে হয় দেবগৌড়াকে। গতকাল হাসানে নির্বাচনী প্রচারে গিয়ে দেবগৌড়া বলেন, "ভূরি ভূরি অভিযোগ তোলা হচ্ছে। সকাল থেকে সংবাদমাধ্যম বলছে দেবগৌড়া, রেভান্না, কুমারস্বামী নিয়ে বলছে।" তারপরই কেঁদে ফেলেন দেবগৌড়া। তা দেখে কেঁদে ফেলেন প্রজ্জ্বলও।

আর দেবগৌড়ার কান্নার ভিডিয়ো পোস্ট করে বিষয়টিকে নাটক হিসেবে কটাক্ষ করেছে BJP। টুইট করা হয়, "যদি কাঁদা একটি শিল্প হয়, তাহলে দেবগৌড়াজি ও তাঁর পরিবার কাঁদা শিল্পে দক্ষতা অর্জনের ক্ষেত্রে রেকর্ড করেছে। আর এভাবে দশকের পর দশক ধরে তাঁরা মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন। আসলে বিষয়টি হল ভোটের আগে দেবগৌড়া ও তাঁর পরিবার কাঁদেন। আর নির্বাচনের পর যে মানুষ এই পরিবারকে ভোট দেন, তাঁরা কাঁদেন।"

বেঙ্গালুরু, ১৪ মার্চ : লোকসভা ভোটের টিকিট পেয়েছেন দুই নাতি। রাজনীতিতে পরিবারতন্ত্র বজায় রাখার জন্য জনতা দল (সেকুলার) প্রধান দেবগৌড়াকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তা নিয়ে কথা বলার সময় গতকাল কেঁদে ফেলেন তিনি। আর বিষয়টিকে "নাটক" বলে কটাক্ষ করল BJP।

লোকসভা নির্বাচনে দেবগৌড়ার দুই নাতিই প্রতিদ্বন্দ্বিতা করছেন। মান্ড্য থেকে টিকিট পেয়েছেন দেবগৌড়ার ছোটো নাতি তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। অপরদিকে, হাসান থেকে লড়ছেন এইচ ডি রেভান্নার ছেলে তথা বড় নাতি প্রজ্জ্বল রেভান্না। রাজনীতিতে পরিবারতন্ত্রের ধারা বজায় রাখায় একাধিক মহলে কটাক্ষের মুখে পড়তে হয় দেবগৌড়াকে। গতকাল হাসানে নির্বাচনী প্রচারে গিয়ে দেবগৌড়া বলেন, "ভূরি ভূরি অভিযোগ তোলা হচ্ছে। সকাল থেকে সংবাদমাধ্যম বলছে দেবগৌড়া, রেভান্না, কুমারস্বামী নিয়ে বলছে।" তারপরই কেঁদে ফেলেন দেবগৌড়া। তা দেখে কেঁদে ফেলেন প্রজ্জ্বলও।

আর দেবগৌড়ার কান্নার ভিডিয়ো পোস্ট করে বিষয়টিকে নাটক হিসেবে কটাক্ষ করেছে BJP। টুইট করা হয়, "যদি কাঁদা একটি শিল্প হয়, তাহলে দেবগৌড়াজি ও তাঁর পরিবার কাঁদা শিল্পে দক্ষতা অর্জনের ক্ষেত্রে রেকর্ড করেছে। আর এভাবে দশকের পর দশক ধরে তাঁরা মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন। আসলে বিষয়টি হল ভোটের আগে দেবগৌড়া ও তাঁর পরিবার কাঁদেন। আর নির্বাচনের পর যে মানুষ এই পরিবারকে ভোট দেন, তাঁরা কাঁদেন।"

Agartala (Tripura), Mar 14 (ANI): After the coordination meeting with North East Democratic Alliance (NEDA) partners and seat sharing agreement with Indigenous Peoples Front of Tripura (IPFT), Bharatiya Janata Party (BJP) National General Secretary, Ram Madhav said, "We had the first round of discussions today, our Deputy CM will have another round by evening or tomorrow morning and finalise the electoral understanding with the IPFT." The Lok Sabha election is going to be held in two phases in Tripura on April 11 and 18 respectively.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.