ETV Bharat / bharat

কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা, মন্ত্রীত্ব থেকে পদত্যাগ হরসিমরত কউরের - পদত্যাগ হরসিমরত কউর বাদলের

কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করে কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন হরসিমরত কউর বাদল ৷ হরসিমরতের স্বামী এবং অকালি দলের প্রধান সুখবীর বাদল কেন্দ্রের কৃষক-বিরোধী রাজনীতি-র বিরোধিতা বজায় রাখবে বলে জানান ৷ তবে সরকারকে অন্যান্য বিষয়ে তাঁরা সমর্থন বজায় রাখবে বলে তিনি জানান ৷

Harsimrat Badal
হরসিমরত কউর
author img

By

Published : Sep 17, 2020, 9:40 PM IST

দিল্লি, 17 সেপ্টেম্বর : হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন ৷ কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করেই তাঁর পদত্যাগ ৷ শিরোমণি অকালি দলের এই সাংসদ বৃহস্পতিবার কৃষি বিপণন সংক্রান্ত বিলের উপর ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

এ দিন সংসদে বিলগুলির ঘোষণা করার পরেই হরসিমরতের স্বামী এবং অকালি দলের প্রধান সুখবীর বাদল বলেন, " কৃষি ক্ষেত্রে পঞ্জাব সরকারের 50 বছরের অক্লান্ত পরিশ্রম এই প্রস্তাবিত বিল ধ্বংস করবে ৷" তিনি এই বিল নিয়ে ভোটাভুটির আগেই জানিয়ে দেন, হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন ৷ তবে সুখবীর বাদল বলেন, অকালি দল সরকারের উপর সমর্থন বজায় রাখবে বলে ৷ তিনি কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করে বলেন, তাঁরা কেন্দ্রের কৃষক-বিরোধী রাজনীতি-র বিরোধিতা বজায় রাখবে । হরসিমরত কউর বাদলের এই পদত্যাগকে আমল দেননি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ৷ তিনি এই পদত্যাগকে কটাক্ষ করে বলেন,হরসিমরত কউর বাদল "পাঞ্জাবের কৃষকদের বোকা বানানোর কৌশল" ৷ অমরেন্দ্র সিং বলেন," কৃষকদের প্রতি কোনও সমবেদনা থেকে এই পদত্যাগ করা হয়নি ৷ এর পিছনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য লুকিয়ে আছে ৷"

কৃষি বিপণন সংক্রান্ত সংস্কার নিয়ে সংসদে তিনটি বিল পেশ করা হয়েছে। এই বিলগুলির মধ্যে কৃষি পরিষেবা সংক্রান্ত ও অত্যাবশ্যকীয় পণ্য বিষয়ক বিল রয়েছে। এই বিলগুলি নিয়ে সংসদ উত্তাল হয়। বিরোধী দলগুলি কৃষি বিপনন বিল নিয়ে প্রতিবাদে সরব হয় ৷এই বিলের প্রতিবাদে পঞ্জাব এবং হরিয়ানায় কৃষকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষকদের আশঙ্কা এই বিলগুলি পাশ হলে কৃষিপণ্যে কৃষকদের অধিকার হ্রাস পাবে ৷ তবে কেন্দ্রের BJP সরকারের দাবি, এই বিলগুলি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে আসবে এবং এর ফলে কৃষকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে ৷

দিল্লি, 17 সেপ্টেম্বর : হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন ৷ কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করেই তাঁর পদত্যাগ ৷ শিরোমণি অকালি দলের এই সাংসদ বৃহস্পতিবার কৃষি বিপণন সংক্রান্ত বিলের উপর ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

এ দিন সংসদে বিলগুলির ঘোষণা করার পরেই হরসিমরতের স্বামী এবং অকালি দলের প্রধান সুখবীর বাদল বলেন, " কৃষি ক্ষেত্রে পঞ্জাব সরকারের 50 বছরের অক্লান্ত পরিশ্রম এই প্রস্তাবিত বিল ধ্বংস করবে ৷" তিনি এই বিল নিয়ে ভোটাভুটির আগেই জানিয়ে দেন, হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন ৷ তবে সুখবীর বাদল বলেন, অকালি দল সরকারের উপর সমর্থন বজায় রাখবে বলে ৷ তিনি কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করে বলেন, তাঁরা কেন্দ্রের কৃষক-বিরোধী রাজনীতি-র বিরোধিতা বজায় রাখবে । হরসিমরত কউর বাদলের এই পদত্যাগকে আমল দেননি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ৷ তিনি এই পদত্যাগকে কটাক্ষ করে বলেন,হরসিমরত কউর বাদল "পাঞ্জাবের কৃষকদের বোকা বানানোর কৌশল" ৷ অমরেন্দ্র সিং বলেন," কৃষকদের প্রতি কোনও সমবেদনা থেকে এই পদত্যাগ করা হয়নি ৷ এর পিছনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য লুকিয়ে আছে ৷"

কৃষি বিপণন সংক্রান্ত সংস্কার নিয়ে সংসদে তিনটি বিল পেশ করা হয়েছে। এই বিলগুলির মধ্যে কৃষি পরিষেবা সংক্রান্ত ও অত্যাবশ্যকীয় পণ্য বিষয়ক বিল রয়েছে। এই বিলগুলি নিয়ে সংসদ উত্তাল হয়। বিরোধী দলগুলি কৃষি বিপনন বিল নিয়ে প্রতিবাদে সরব হয় ৷এই বিলের প্রতিবাদে পঞ্জাব এবং হরিয়ানায় কৃষকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষকদের আশঙ্কা এই বিলগুলি পাশ হলে কৃষিপণ্যে কৃষকদের অধিকার হ্রাস পাবে ৷ তবে কেন্দ্রের BJP সরকারের দাবি, এই বিলগুলি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে আসবে এবং এর ফলে কৃষকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.