ETV Bharat / bharat

বাংলার মুখ্যমন্ত্রী "বাঘিনী", জয়শ্রীরাম বিতর্কে মমতার পাশে শত্রুঘ্ন - মমতা ব্যানার্জি

বাংলার মুখ্যমন্ত্রীকে 'বাঘিনী'র সঙ্গে তুলনা করে একটি টুইট করেন শত্রুঘ্ন সিনহা । টুইটে তিনি লেখেন, যথেষ্ট হয়েছে ! আর নয় ! জনগণের নেত্রী ও বাংলার বাঘিনীকে একটি বিষয় নিয়ে উত্তজিত করার কোনও প্রয়োজন নেই ।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা- ফাইল ছবি
author img

By

Published : Jun 9, 2019, 11:40 PM IST

দিল্লি, 9 জুন : "জয়শ্রীরাম" স্লোগান বিতর্কে মমতাকে সমর্থন করলেন শত্রুঘ্ন সিনহা । বাংলার মুখ্যমন্ত্রীকে 'বাঘিনী'র সঙ্গে তুলনা করে একটি টুইট করেন কংগ্রেস নেতা । টুইটে শত্রুঘ্ন সিনহা লেখেন, যথেষ্ট হয়েছে ! আর নয় ! জনগণের নেত্রী ও বাংলার বাঘিনীকে একটি বিষয় নিয়ে উত্তেজিত করার কোনও প্রয়োজন নেই ।

শত্রুঘ্ন সিনহা টুইটে আরও লেখেন, যদি মানুষ উন্নয়ন ও প্রগতি চায়, তবে ধর্মের নামে রাজনীতি কখনওই গ্রহণযোগ্য নয় । গোটা দেশ সাক্ষী, কীভাবে একজন মহিলাকে অসম্মান করা হচ্ছে ।

সদ্য BJP শিবির ছেড়ে কংগ্রেসে আসা শত্রুঘ্ন সিনহা পরে আরও একটি টুইটে লেখেন, আমরা সকলেই রাম, কৃষ্ণের ভক্ত । পাশাপাশি মা দুর্গা ও মা কালীরও ভক্ত । কেন শুধু শুধু ঈশ্বরের নামে সামগ্রিক পরিস্থিতি খারাপ করা হচ্ছে ! এই পরিস্থিতির যোগ্য জবাব বাংলার জনগণ নিশ্চয়ই দেবেন । এর জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

এই সংক্রান্ত খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

সম্প্রতি, "জয়শ্রীরাম" স্লোগান নিয়ে বেশ কয়েকবার উত্তজিত হতে দেখা গেছে, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই ঘটনাকেই BJP বড় করে দেখাচ্ছে । তাদের দাবি, বাংলায় পায়ের তলার মাটি হারিয়ে ফেলার ভয়েই মমতা নিজের ধৈর্য হারিয়ে ফেলছেন । যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় "জয়শ্রীরাম" স্লোগান নিয়ে লেখেন, "আমার 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে কোনও অসুবিধা নেই । কিন্তু যেভাবে BJP-র কর্মী-সমর্থকরা এই স্লোগানটিকে ব্যবহার করে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে অস্থিরতা তৈরি করছে, সেটাই আপত্তির ।"

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

দিল্লি, 9 জুন : "জয়শ্রীরাম" স্লোগান বিতর্কে মমতাকে সমর্থন করলেন শত্রুঘ্ন সিনহা । বাংলার মুখ্যমন্ত্রীকে 'বাঘিনী'র সঙ্গে তুলনা করে একটি টুইট করেন কংগ্রেস নেতা । টুইটে শত্রুঘ্ন সিনহা লেখেন, যথেষ্ট হয়েছে ! আর নয় ! জনগণের নেত্রী ও বাংলার বাঘিনীকে একটি বিষয় নিয়ে উত্তেজিত করার কোনও প্রয়োজন নেই ।

শত্রুঘ্ন সিনহা টুইটে আরও লেখেন, যদি মানুষ উন্নয়ন ও প্রগতি চায়, তবে ধর্মের নামে রাজনীতি কখনওই গ্রহণযোগ্য নয় । গোটা দেশ সাক্ষী, কীভাবে একজন মহিলাকে অসম্মান করা হচ্ছে ।

সদ্য BJP শিবির ছেড়ে কংগ্রেসে আসা শত্রুঘ্ন সিনহা পরে আরও একটি টুইটে লেখেন, আমরা সকলেই রাম, কৃষ্ণের ভক্ত । পাশাপাশি মা দুর্গা ও মা কালীরও ভক্ত । কেন শুধু শুধু ঈশ্বরের নামে সামগ্রিক পরিস্থিতি খারাপ করা হচ্ছে ! এই পরিস্থিতির যোগ্য জবাব বাংলার জনগণ নিশ্চয়ই দেবেন । এর জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

এই সংক্রান্ত খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

সম্প্রতি, "জয়শ্রীরাম" স্লোগান নিয়ে বেশ কয়েকবার উত্তজিত হতে দেখা গেছে, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই ঘটনাকেই BJP বড় করে দেখাচ্ছে । তাদের দাবি, বাংলায় পায়ের তলার মাটি হারিয়ে ফেলার ভয়েই মমতা নিজের ধৈর্য হারিয়ে ফেলছেন । যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় "জয়শ্রীরাম" স্লোগান নিয়ে লেখেন, "আমার 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে কোনও অসুবিধা নেই । কিন্তু যেভাবে BJP-র কর্মী-সমর্থকরা এই স্লোগানটিকে ব্যবহার করে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে অস্থিরতা তৈরি করছে, সেটাই আপত্তির ।"

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

Guwahati (Assam), May 01 (ANI): The forest officials rescued a wild elephant in Assam's Guwahati on Tuesday. They rescued the elephant from a residential area. The elephant entered residential area while searching for food. The rescue operation continued for about 20 hours.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.