দিল্লি , 10 সেপ্টেম্বর : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ এবার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারি নীতিকে দায়ি করলেন তিনি ৷ তিনি বলেন , সরকারি নীতির জন্য দেশে কোটি কোটি চাকরি হারা হয়েছেন ৷ তিনি চান জনগণ এর বিরুদ্ধে আওয়াজ তুলুক ৷
আজ সকালে একটি টুইট করে রাহুল গান্ধি মোদি সরকারের নীতিগুলি নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ করে লেখেন , "মোদি সরকারের নীতিগুলি কোটি কোটি কর্মসংস্থান হ্রাস এবং GDP-তে ঐতিহাসিক পতন ঘটিয়েছে ৷" এর পাশাপাশি মোদি সরকারের কাছে জনগণের কন্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য কংগ্রেস আয়োজিত ’স্পিক আপ ফর জবস’-এ অংশগ্রহণের জন্য আবেদন জানান ৷ আজ সকাল 10 টা থেকে 10 ঘণ্টার জন্য এর প্রচারে অংশ নিতে আহ্বান জানান তিনি ৷ রাহুল গান্ধি বলেন , "এটি ভারতের যুবকদের ভবিষ্যতকে নষ্ট করেছে । আসুন সরকারের কাছে তাদের কণ্ঠস্বর পৌঁছে দিই ৷ এর বিরুদ্ধে আওয়াজ তুলি ৷ "
-
The policies of Modi Govt have caused the loss of crores of jobs and a historic fall in GDP.
— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It has crushed the future of India’s youth. Let’s make the Govt listen to their voice.
Join #SpeakUpForJobs from 10am onwards. pic.twitter.com/mRUooQ1yjX
">The policies of Modi Govt have caused the loss of crores of jobs and a historic fall in GDP.
— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2020
It has crushed the future of India’s youth. Let’s make the Govt listen to their voice.
Join #SpeakUpForJobs from 10am onwards. pic.twitter.com/mRUooQ1yjXThe policies of Modi Govt have caused the loss of crores of jobs and a historic fall in GDP.
— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2020
It has crushed the future of India’s youth. Let’s make the Govt listen to their voice.
Join #SpeakUpForJobs from 10am onwards. pic.twitter.com/mRUooQ1yjX
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন , "প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার কথা ছিল এবং কিন্তু ছয় বছরে 12 কোটি চাকরি দেওয়ার পরিবর্তে 14 কোটি চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে । যুবকরা এখন জেগে উঠেছে এবং এর জবাব চেয়েছে ৷"
কংগ্রেস, তার অফিসিয়াল টুইটারে লিখেছে , "একের পর এক BJP-র ধ্বংসাত্মক নীতি , কোটি কোটি ভারতীয়দের জীবন-জীবিকা ছিনিয়ে নিয়েছে এবং আমাদের যুবকদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে । সেক্ষেত্রে আমাদের স্পিক আপ ফর জবস প্রচারে যোগ দিন এবং BJP-র অপকর্মের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন ৷ "