কটক, 24 এপ্রিল : কটকের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ITI) তৈরি করল ওয়াক-ইন কিওস্ক । কোরোনা আক্রান্ত ব্যক্তির শনাক্তকরণের কাজে সাহায্য করবে । এই কিটের বিশেষত্ব হল, সন্দেহজনক ব্যক্তিকে না ছুঁয়েও তাঁকে পরীক্ষা করতে পারবেন চিকিৎসকরা । দক্ষিণ কোরিয়ার এইপ্রকার পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগ নিয়েছে কটকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র । যা খুব সহজেই কোরোনার উপসর্গসহ ব্যক্তিকে পরীক্ষা করতে বা তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করতে সাহায্য করবে ।
এই ওয়াক-ইন কিওস্ক চলমান । কাচের দেওয়ালের কিউবিকলটি চাকা লাগনো । সামনে দুটি গ্লভস সংযোগ করা রয়েছে । এর মধ্যে থেকে একজন চিকিৎসক খুব সহজেই আক্রান্ত বা সন্দেহজনক ব্যক্তির নমুনা সংগ্রহ করতে পারবেন । কোনওরকম শারীরিক যোগাযোগ ছাড়াই এই প্রক্রিয়া সম্ভব হবে । যা কোরোনা সংক্রমণ কমাবে । PPE kits-র চাহিদা কমাবে । বেশিপরিমাণে পরীক্ষা করা সম্ভব হবে ।
কারিগরি বিদ্যার এবং প্রশিক্ষণের ডিরেক্টরের নেতৃত্বে এই কিওস্কগুলি তৈরি হয়েছে । প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা দলের কাছে একটি চ্যালেঞ্জ ছিল । কিন্তু তাঁদের বিশ্বাস ছিল তাঁরা 20টি কিওস্ক তৈরি করতে সক্ষম হবে ।
কেন্দ্রীয় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী এই বিষয়ে বলেন, “কটকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই ওয়াক-ইন কিওস্কগুলি তৈরি করেছে । যা এইসময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমি খুশি যে এই কাজ তাঁরা করে দেখাতে পেরেছে । প্রাথমিক পরীক্ষায় এই কিওস্কগুলি সাহায্য করবে ।”