ETV Bharat / bharat

গুরুগ্রামে গ্যাংস্টারকে গুলি করে খুন - বিরেন্দরসিং দায়মা

আজ সকালে গাড়িতে অফিস যাচ্ছিল বিকাশ ।বাড়ি থেকে বের হওয়ার 300-400 মিটারের মধ্যেই তার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি । গাড়ি ঘুরিয়ে সে ঘটনাস্থান থেকে পালিয়ে যেতে চায় । কিন্তু তা আর সম্ভব হয়নি । তাকে উদ্দেশ্য করে একের পর এক গুলি চালাতে থাকে হামলাকারীরা । ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।

gurugram
gurugram
author img

By

Published : May 30, 2020, 4:08 PM IST

গুরুগ্রাম(হরিয়ানা), 30 মে : গুরুগ্রামের ফিরোজ় গান্ধি কলোনিতে এক গ্যাংস্টারকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । মৃত ব্যক্তি বিকাশ দুরেজা এলাকায় ভিকি বলে পরিচিত ছিল। বীরেন্দর সিং দায়মা নামে এক গ্যাংস্টারের কাছের লোক ছিল বিকাশ । বীরেন্দরের হয়েই সে কাজ করত বলে পুলিশ সূত্রে খবর । বীরেন্দরের অনুপস্থিতিতে বিকাশই দলে নেতৃত্ব দিচ্ছিল ।

আজ সকালে গাড়িতে অফিস যাচ্ছিল বিকাশ । বাড়ি থেকে বের হওয়ার 300-400 মিটারের মধ্যে তার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন। গাড়ি ঘুরিয়ে সে ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু তা আর সম্ভব হয়নি । তাকে উদ্দেশ্য করে একের পর এক গুলি চালাতে থাকে হামলাকারীরা । ঘটনাস্থানেই তার মৃত্যু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

গুরুগ্রামের ACP প্রীতপাল সিং সংওয়ান বলেন, “ঘটনায় FIR দায়ের করা হয়েছে । তদন্ত চলছে । CCTV ফুটেজের খোঁজ চলছে ।”

গুরুগ্রাম(হরিয়ানা), 30 মে : গুরুগ্রামের ফিরোজ় গান্ধি কলোনিতে এক গ্যাংস্টারকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । মৃত ব্যক্তি বিকাশ দুরেজা এলাকায় ভিকি বলে পরিচিত ছিল। বীরেন্দর সিং দায়মা নামে এক গ্যাংস্টারের কাছের লোক ছিল বিকাশ । বীরেন্দরের হয়েই সে কাজ করত বলে পুলিশ সূত্রে খবর । বীরেন্দরের অনুপস্থিতিতে বিকাশই দলে নেতৃত্ব দিচ্ছিল ।

আজ সকালে গাড়িতে অফিস যাচ্ছিল বিকাশ । বাড়ি থেকে বের হওয়ার 300-400 মিটারের মধ্যে তার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন। গাড়ি ঘুরিয়ে সে ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু তা আর সম্ভব হয়নি । তাকে উদ্দেশ্য করে একের পর এক গুলি চালাতে থাকে হামলাকারীরা । ঘটনাস্থানেই তার মৃত্যু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

গুরুগ্রামের ACP প্রীতপাল সিং সংওয়ান বলেন, “ঘটনায় FIR দায়ের করা হয়েছে । তদন্ত চলছে । CCTV ফুটেজের খোঁজ চলছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.