সাজাহানপুর (উত্তরপ্রদেশ), 25 ডিসেম্বর : ধর্ষিতাকেই আবার ধর্ষণের অভিযোগ। তাও এবার পুলিশের বিরুদ্ধে। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে। ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে থানায় ফের নির্যাতনের শিকার হন বলে ওই অভিযোগ করেছেন ওই মহিলা।
বছর ৩৫-এর ওই মহিলার দাবি, গত ৩০ নভেম্বর পাঁচজন যুবক তাঁকে গাড়িতে করে টেনে নিয়ে যান। তার পর স্থানীয় একটি মাঠে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর তিনি উত্তরপ্রদেশের জালালাবাদ থানায় অভিযোগ জানাতে যান। সেই সময় সংশ্লিষ্ট থানার এক সাব ইনস্পেক্টর তদন্তের নামে তাঁকে অন্য একটি ঘরে নিয়ে যান। সেই ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে দাবি করেছেন ওই মহিলা।
ওই মহিলার দাবি, স্থানীয় থানা তাঁর অভিযোগ নিতে চায়নি। পরে তিনি এডিজি অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করার পর মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করে। বরেলির এডিজি অবিনাশ চন্দ্র এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সাজাহানপুর শহরের পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, মহিলার অভিযোগ খুবই গুরুতর। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
পুলিশের এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে জানান যে ওই মহিলা আগেও চারবার যৌন হেনস্থার অভিযোগ সাজাহানপুরে জানিয়েছেন। এছাড়াও দুই ডজন অভিযোগ রয়েছে। তাঁর সাম্প্রতিক অভিযোগ নিয়ে সার্কেল অফিসার তদন্ত করছে।
আরও পড়ুন: 80 বছরের বৃদ্ধের পেট থেকে বেরোল 2215টি পাথর
এদিকে সাজাহানপুরের এসএসপি এস আনন্দের দাবি, সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তাঁদের কাছে ওই মহিলা যাননি। তিনি সরাসরি এডিজির কাছে চলে যান। এর আগেও তিনি কিছু যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। সেগুলি নিয়ে তদন্ত চলছে।