দিল্লি, 10 মার্চ: আজ ভারতে সফরে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) রাষ্ট্রদূত আহমেদ আল বান্না ৷ দেখা করলেন বিদেশ সচিব হর্ষ বর্ধনের সঙ্গে ৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে লেখেন, ‘‘আজ বিদেশ সচিব হর্ষ বর্ধন UAE রাষ্ট্রদূত আহমেদ আল বান্নার সঙ্গে দেখা করেন ৷ দুই দেশের মধ্যে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি অত্যন্ত খুশি প্রকাশ করেছেন ৷ ভবিষ্যতে এই সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে আলোচনা করবেন ৷’’
-
Foreign Secretary @HarshShringla met Ambassador @drahmedalbanna of #UAE. FS expressed happiness at the strong & growing bilateral Comprehensive Strategic Partnership & discussed next steps to consolidate our ties & seek partnership in new areas. @harshvshringla @UAEembassyIndia pic.twitter.com/pmHfKsnlh4
— Raveesh Kumar (@MEAIndia) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Foreign Secretary @HarshShringla met Ambassador @drahmedalbanna of #UAE. FS expressed happiness at the strong & growing bilateral Comprehensive Strategic Partnership & discussed next steps to consolidate our ties & seek partnership in new areas. @harshvshringla @UAEembassyIndia pic.twitter.com/pmHfKsnlh4
— Raveesh Kumar (@MEAIndia) March 10, 2020Foreign Secretary @HarshShringla met Ambassador @drahmedalbanna of #UAE. FS expressed happiness at the strong & growing bilateral Comprehensive Strategic Partnership & discussed next steps to consolidate our ties & seek partnership in new areas. @harshvshringla @UAEembassyIndia pic.twitter.com/pmHfKsnlh4
— Raveesh Kumar (@MEAIndia) March 10, 2020
কোরোনা আতঙ্কে ইতিমধ্যেই কাতার ভারত, পাকিস্তান, চিন সহ মোট 15টি দেশ থেকে আগত যাত্রীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কাতারের সরকারি গণমাধ্যম দপ্তরের তরফ থেকে জনানো হয়েছে, ‘‘এই 15টি দেশের বাসিন্দারা যারা ভিসা অন অ্যারাইভাল নিয়ে বা কাজের ও বসবাসের অনুমতি নিয়ে আসছেন কিংবা সাময়িক সময়ের জন্য আগত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷’’
সংযুক্ত আরব আমিরশাহির স্বাস্থ্য ও সুরক্ষা দপ্তরের তরফ থেকে শুক্রবার জনানো হয়, পশ্চিম এশিয়ায় 15জন কোরোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন ভারতীয় ৷ দুই দেশের মধ্যে আজকের এই বৈঠকে কোরোনার সতর্কতা ও ভাইরাস রুখতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও আলোচনা হতে পারে ৷ তবে বৈঠকের মূল বিষয়বস্তু থাকবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতিসাধন ৷