ETV Bharat / bharat

এই প্রথম, ফরেন এক্সচেঞ্জে গচ্ছিত 500 বিলিয়ন ডলারেরও বেশি

অপরিশোধিত তেলের দাম লাগাতার কমতে থাকায় বিশাল অঙ্কের বিদেশি মুদ্রা গচ্ছিত হয়েছে ফরেন এক্সচেঞ্জে ।

Foreign exchange
ছবি
author img

By

Published : Jun 22, 2020, 6:19 AM IST

মুম্বই, 22 জুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজ়ার্ভ এই প্রথম বার 500 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পার করল । অপরিশোধিত তেলের মূল্য কমে যাওয়া, আমদানি ও বিদেশি বিনিয়োগ কম হওয়ায় জুনের প্রথম সপ্তাহে ফরেন এক্সচেঞ্জ রিজ়ার্ভ বেড়েছে 8.2 বিলিয়ন ডলার । আর এতেই ফরেন এক্সচেঞ্জের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে হয়েছে 501.7 বিলিয়ন ডলার ।

25 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করার পর থেকে থমকে ছিল দেশের অর্থনীতি । তার আগে পর্যন্ত অর্থাৎ, বিদেশি মুদ্রার রিজ়ার্ভ ছিল 469.9 বিলিয়ন ডলার । এই মুহূর্তে বিদেশি মুদ্রার ধারক হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ভারত । ভারতের আগে রয়েছে শুধুমাত্র চিন ও জাপান । রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিদেশি মুদ্রার রিজ়ার্ভকে ইতিমধ্যে ছাপিয়ে গেছে ভারত ।

2019 সালের 20 সেপ্টেম্বর থেকে শুরু করে চলতি বছরের 5 জুন পর্যন্ত এই নয় মাস সময়ে ভারতের গচ্ছিত বৈদেশিক মুদ্রা 73 বিলিয়ন ডলার বেড়েছে । এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, কর্পোরেট ট্যাক্সে ছাড় । প্রসঙ্গত, গত বছরের 20 সেপ্টেম্বরই নির্মলা সীতারমন কর্পোরেট ট্যাক্সে ছাড়ের কথা ঘোষণা করেছিলেন । বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে কোরোনার প্রভাব, বিদেশি বিনিয়োগ কম হওয়া এবং আমদানি কম হওয়াতেই এই 500 বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা গচ্ছিত হয়েছে ফরেন এক্সচেঞ্জে । পাশাপাশি, লাগাতার অপরিশোধিত তেলের দাম কমতে থাকাও বিদেশি মুদ্রার এই হঠাৎ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা ।

মুম্বই, 22 জুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজ়ার্ভ এই প্রথম বার 500 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পার করল । অপরিশোধিত তেলের মূল্য কমে যাওয়া, আমদানি ও বিদেশি বিনিয়োগ কম হওয়ায় জুনের প্রথম সপ্তাহে ফরেন এক্সচেঞ্জ রিজ়ার্ভ বেড়েছে 8.2 বিলিয়ন ডলার । আর এতেই ফরেন এক্সচেঞ্জের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে হয়েছে 501.7 বিলিয়ন ডলার ।

25 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করার পর থেকে থমকে ছিল দেশের অর্থনীতি । তার আগে পর্যন্ত অর্থাৎ, বিদেশি মুদ্রার রিজ়ার্ভ ছিল 469.9 বিলিয়ন ডলার । এই মুহূর্তে বিদেশি মুদ্রার ধারক হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ভারত । ভারতের আগে রয়েছে শুধুমাত্র চিন ও জাপান । রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিদেশি মুদ্রার রিজ়ার্ভকে ইতিমধ্যে ছাপিয়ে গেছে ভারত ।

2019 সালের 20 সেপ্টেম্বর থেকে শুরু করে চলতি বছরের 5 জুন পর্যন্ত এই নয় মাস সময়ে ভারতের গচ্ছিত বৈদেশিক মুদ্রা 73 বিলিয়ন ডলার বেড়েছে । এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, কর্পোরেট ট্যাক্সে ছাড় । প্রসঙ্গত, গত বছরের 20 সেপ্টেম্বরই নির্মলা সীতারমন কর্পোরেট ট্যাক্সে ছাড়ের কথা ঘোষণা করেছিলেন । বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে কোরোনার প্রভাব, বিদেশি বিনিয়োগ কম হওয়া এবং আমদানি কম হওয়াতেই এই 500 বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা গচ্ছিত হয়েছে ফরেন এক্সচেঞ্জে । পাশাপাশি, লাগাতার অপরিশোধিত তেলের দাম কমতে থাকাও বিদেশি মুদ্রার এই হঠাৎ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.