ETV Bharat / bharat

আগামীকাল দুপুরে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, কুমারস্বামীকে চিঠি রাজ্যপালের

আজকের মতো কর্নাটক বিধানসভার অধিবেশন মুলতুবি । বিধানসভা কক্ষেই রাতভর থাকবেন বলে জানিয়েছেন BJP বিধায়করা।

বিধান সৌধ
author img

By

Published : Jul 18, 2019, 10:13 AM IST

Updated : Jul 18, 2019, 9:01 PM IST

বেঙ্গালুরু, 18 জুলাই : আজকের মধ্যেই আস্থাভোট করাতে হবে, বিধানসৌধর স্পিকারকে এই পরামর্শ দিয়েছিলেন কর্নাটকের রাজ্যপাল ভাজুভাই ভালা । কিন্তু এরপরই বিধানসৌধর অধিবেশন আজকের মতো মুলতুবি করে দেন স্পিকার । ফলে আজকের জন্য স্থগিত থাকল আস্থাভোট । যদিও রাতে অধিবেশন কক্ষেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন BJP বিধায়করা । এরই মধ্যে আগামীকাল দুপুর দেড়টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কুমারস্বামীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল ভাজুভাই ভালা ।

আজ সকালে আস্থা প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । আস্থাভোটে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কসহ 19 জন গরহাজির ছিলেন । পাশাপাশি, BSP বিধায়ক এন মহেশ জানান, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন না । এবিষয়ে কর্নাটকের BJP নেতা বি এস ইয়েদুরাপ্পা আজই আস্থাভোট করার দাবি তোলেন । রাজ্যপালের পরামর্শ প্রসঙ্গে কংগ্রেস নেতা এইচ কে পাতিল বলেন, " সংবিধান অনুযায়ী এই ধরণের ক্ষেত্রে হস্তক্ষেপ পারেন না রাজ্যপাল ।"

আজ ভাগ্যনির্ধারণ হতে পারত কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের । সকাল 11টা থেকে শুরু হয় আস্থাভোটের প্রক্রিয়া । সন্ধে হতেই জল্পনা বাড়ে আস্থাভোট স্থগিতের । কিন্তু স্পিকারকে দেওয়া রাজ্যপালের পরামর্শের পর অনেকেই মনে করেছিলেন আজ হত পারে আস্থাভোট । কিন্তু স্পিকার আজকের মতো অধিবেশন মুলতুবি করায় আপাতত বন্ধ প্রক্রিয়া । সকালে কুমারাস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি জোট সরকার চালাতে পারব কি পারব না এই নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র (বিধানসৌধে) আসিনি । ঘটনাপ্রবাহ দেখাচ্ছে কয়েকজন বিধায়ক স্পিকারের ভূমিকাকেও বিপদের মুখে ফেলেছেন । সুপ্রিম কোর্ট নিজের রায়ে কী বলেছে তা নিয়ে আলোচনা করতে চাই না । " পাশাপাশি, স্পিকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি ।

আজকের অনুপস্থিত ছিলেন - এস টি সোমাশেখবর, রমেশ জারকিহোলি, রোশন বেগ, বাইরাথি বাসবারাজ, মুনিরত্না, শ্রীমান্থ পাটিল, আনন্দ সিং, বি নগেন্দ্র, আর শংকর, কে গোপালাইয়া, নারায়ণা গৌড়া, এম টি বি বাসবারাজ, বি সি পাটিল, এইচ বিশ্বনাথ, মহেশ কুমথাহালি, প্রতাপ গৌড়া পাটিল, ডঃ সুধাকর, শিভারাম হেব্বার ও এন মহেশ ।

কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের ভাগ্যনির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় । বিধানসৌধ চত্বরে 144 ধারা জারি করা রয়েছে । এদিকে, আজ সকাল থেকে 'নিখোঁজ' দুই কংগ্রেস বিধায়ক ।

গত দু'সপ্তাহে জোট সরকারের মোট 16 জন বিধায়ক ইস্তফা দেন । এর মধ্যে কংগ্রেসের 13 জন ও JDS-র তিনজন । আবার দু'জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন । 16 জনের ইস্তফা গৃহীত হলে তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে 105 । আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100 । অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ BJP-র হাতে আছে 107 জন বিধায়ক । গতকাল সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না । BJP-র দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল ।

বেঙ্গালুরু, 18 জুলাই : আজকের মধ্যেই আস্থাভোট করাতে হবে, বিধানসৌধর স্পিকারকে এই পরামর্শ দিয়েছিলেন কর্নাটকের রাজ্যপাল ভাজুভাই ভালা । কিন্তু এরপরই বিধানসৌধর অধিবেশন আজকের মতো মুলতুবি করে দেন স্পিকার । ফলে আজকের জন্য স্থগিত থাকল আস্থাভোট । যদিও রাতে অধিবেশন কক্ষেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন BJP বিধায়করা । এরই মধ্যে আগামীকাল দুপুর দেড়টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কুমারস্বামীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল ভাজুভাই ভালা ।

আজ সকালে আস্থা প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । আস্থাভোটে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কসহ 19 জন গরহাজির ছিলেন । পাশাপাশি, BSP বিধায়ক এন মহেশ জানান, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন না । এবিষয়ে কর্নাটকের BJP নেতা বি এস ইয়েদুরাপ্পা আজই আস্থাভোট করার দাবি তোলেন । রাজ্যপালের পরামর্শ প্রসঙ্গে কংগ্রেস নেতা এইচ কে পাতিল বলেন, " সংবিধান অনুযায়ী এই ধরণের ক্ষেত্রে হস্তক্ষেপ পারেন না রাজ্যপাল ।"

আজ ভাগ্যনির্ধারণ হতে পারত কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের । সকাল 11টা থেকে শুরু হয় আস্থাভোটের প্রক্রিয়া । সন্ধে হতেই জল্পনা বাড়ে আস্থাভোট স্থগিতের । কিন্তু স্পিকারকে দেওয়া রাজ্যপালের পরামর্শের পর অনেকেই মনে করেছিলেন আজ হত পারে আস্থাভোট । কিন্তু স্পিকার আজকের মতো অধিবেশন মুলতুবি করায় আপাতত বন্ধ প্রক্রিয়া । সকালে কুমারাস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি জোট সরকার চালাতে পারব কি পারব না এই নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র (বিধানসৌধে) আসিনি । ঘটনাপ্রবাহ দেখাচ্ছে কয়েকজন বিধায়ক স্পিকারের ভূমিকাকেও বিপদের মুখে ফেলেছেন । সুপ্রিম কোর্ট নিজের রায়ে কী বলেছে তা নিয়ে আলোচনা করতে চাই না । " পাশাপাশি, স্পিকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি ।

আজকের অনুপস্থিত ছিলেন - এস টি সোমাশেখবর, রমেশ জারকিহোলি, রোশন বেগ, বাইরাথি বাসবারাজ, মুনিরত্না, শ্রীমান্থ পাটিল, আনন্দ সিং, বি নগেন্দ্র, আর শংকর, কে গোপালাইয়া, নারায়ণা গৌড়া, এম টি বি বাসবারাজ, বি সি পাটিল, এইচ বিশ্বনাথ, মহেশ কুমথাহালি, প্রতাপ গৌড়া পাটিল, ডঃ সুধাকর, শিভারাম হেব্বার ও এন মহেশ ।

কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের ভাগ্যনির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় । বিধানসৌধ চত্বরে 144 ধারা জারি করা রয়েছে । এদিকে, আজ সকাল থেকে 'নিখোঁজ' দুই কংগ্রেস বিধায়ক ।

গত দু'সপ্তাহে জোট সরকারের মোট 16 জন বিধায়ক ইস্তফা দেন । এর মধ্যে কংগ্রেসের 13 জন ও JDS-র তিনজন । আবার দু'জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন । 16 জনের ইস্তফা গৃহীত হলে তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে 105 । আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100 । অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ BJP-র হাতে আছে 107 জন বিধায়ক । গতকাল সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না । BJP-র দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল ।

New Delhi, July 17 (ANI): In a major relief to the shaky Congress-JDS coalition, the Supreme Court on Wednesday said that the Karnataka Speaker KR Ramesh Kumar cannot be forced to take a decision within a time frame on the resignations of the rebel MLAs. Speaking on this issue, BJP spokesperson GVL Narasimha Rao said, "Supreme Court in its final verdict will have to create timelines for Speakers to decide a matter be it Assembly or Parliament. If required we will look at need for amending the act so that Speakers can't go by their own whims and fancies."
Last Updated : Jul 18, 2019, 9:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.