ETV Bharat / bharat

বাজি কারখানায় বিস্ফোরণ, 5 কর্মীর মৃত্যু - চেনগুলাম

কারখানাটিতে 50 জনেরও বেশি মানুষ কাজ করত বলে জানা গিয়েছে ৷ এর মালিকানা রয়েছে আলগারস্বামী নামে একটি কম্পানির ৷ প্রথমে অল্প পরিমাণ বাজির মশলায় আগুন লাগে ৷ পরে সেই আগুন ছড়িয়ে পাশের ঘরে অন্য়ান্য় বাজি ও তার মশলায় লেগে বিস্ফোরণ ঘটে ৷

five-killed-in-blast-at-a-fireworks-factory-in-tamil-nadu
বাজি কারখানায় বিস্ফোরণ, 5 কর্মীর মৃত্যু
author img

By

Published : Oct 23, 2020, 9:01 PM IST

মাদুরাই, 23 অক্টোবর : মাদুরাইতে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তিন মহিলা সহ 5 জনের মৃত্যু ৷ শুক্রবার চেনগুলাম এলাকার কাল্লুপাট্টির কাছে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় ব্য়বহার হওয়া রাসায়নিক ও অন্য়ান্য় বাজির মশলায় আগুন ধরেই এই বিস্ফোরণ ঘটেছে ৷ বিস্ফোরণের জেরে ওই বাজি কারখানাটির ব্য়াপক ক্ষতি হয়েছে ৷

বিস্ফোরণের পর ওই পাঁচ জন কারখানার ভিতরে আটকে যায় বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনাস্থানে দমকলের আধিকারিকরাও গিয়েছেন ৷ আগুন নেভাতে বিরুধনগর ও শ্রীভিল্লিপুতুর থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে ৷ এই ঘটনায় DMK সভাপতি এম কে স্ট্য়ালিন দীপাবলির আগে সরকারকে বাজি কারখানাগুলির নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানান তিনি ৷ এই কারখানাটিতে 50 জনেরও বেশি মানুষ কাজ করত বলে জানা গিয়েছে ৷ এর মালিকানা রয়েছে আলগারস্বামী নামে একটি কম্পানির ৷ প্রথমে অল্প পরিমাণ বাজির মশলায় আগুন লাগে ৷ পরে সেই আগুন ছড়িয়ে পাশের ঘরে অন্য়ান্য় বাজি ও তার মশলায় লেগে বিস্ফোরণ ঘটে ৷

এই ঘটনায় আহতদের বিরুধনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দমকলের কর্মীরা দু’ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ঘটনাস্থলে, এটা দেখতে যে কেউ সেখানে রয়েছে কি না ৷ ঘটনার তদন্ত করতে কাল্লুপট্টি পুলিশ স্টেশনে একটি স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে ৷

মাদুরাই, 23 অক্টোবর : মাদুরাইতে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তিন মহিলা সহ 5 জনের মৃত্যু ৷ শুক্রবার চেনগুলাম এলাকার কাল্লুপাট্টির কাছে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় ব্য়বহার হওয়া রাসায়নিক ও অন্য়ান্য় বাজির মশলায় আগুন ধরেই এই বিস্ফোরণ ঘটেছে ৷ বিস্ফোরণের জেরে ওই বাজি কারখানাটির ব্য়াপক ক্ষতি হয়েছে ৷

বিস্ফোরণের পর ওই পাঁচ জন কারখানার ভিতরে আটকে যায় বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনাস্থানে দমকলের আধিকারিকরাও গিয়েছেন ৷ আগুন নেভাতে বিরুধনগর ও শ্রীভিল্লিপুতুর থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে ৷ এই ঘটনায় DMK সভাপতি এম কে স্ট্য়ালিন দীপাবলির আগে সরকারকে বাজি কারখানাগুলির নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানান তিনি ৷ এই কারখানাটিতে 50 জনেরও বেশি মানুষ কাজ করত বলে জানা গিয়েছে ৷ এর মালিকানা রয়েছে আলগারস্বামী নামে একটি কম্পানির ৷ প্রথমে অল্প পরিমাণ বাজির মশলায় আগুন লাগে ৷ পরে সেই আগুন ছড়িয়ে পাশের ঘরে অন্য়ান্য় বাজি ও তার মশলায় লেগে বিস্ফোরণ ঘটে ৷

এই ঘটনায় আহতদের বিরুধনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দমকলের কর্মীরা দু’ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ঘটনাস্থলে, এটা দেখতে যে কেউ সেখানে রয়েছে কি না ৷ ঘটনার তদন্ত করতে কাল্লুপট্টি পুলিশ স্টেশনে একটি স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.