ETV Bharat / bharat

"আমার মেয়ের ধর্ষক-খুনিদের গুলি করে মারা হোক"

হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তরা এনকাউন্টারে মারা যায় ৷ ঠিক সেভাবেই মেয়ের খুনিদের গুলি করে মারার কথা বললেন এক বাবা ৷

author img

By

Published : Dec 7, 2019, 2:50 PM IST

Updated : Dec 7, 2019, 3:07 PM IST

উন্নাও
উন্নাও

দিল্লি, 7 নভেম্বর : ঘরে বন্ধ করে বারবার করা হয়েছে ধর্ষণ ৷ বহুদিন ধরে চলেছে শারীরিক নির্যাতন ৷ গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ৷ পুড়ে গিয়েছিল শরীরের 90 শতাংশ ৷ অনেক চেষ্টার পরও বাঁচানো গেল না তাঁকে ৷ বাঁচার জন্য তাঁর চিৎকার এখনও কানে বাজছে পরিবারের মানুষগুলোর ৷ অপরাধীরা শাস্তি পেলে তবেই শান্তি পাবে তাঁর আত্মা ৷ হায়দরাবাদের মতো তাঁর মেয়ের খুনিদেরও গুলি করে মারা হোক, কান্নায় ভেঙে পড়ে বলেন মৃতের বাবা ৷

Unnao
উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা আরও বাঁচতে চেয়েছিলেন ৷ তাঁর খুনীদের কঠিন শাস্তি চান পরিবার

সাংবাদিকদের কাছে মৃতের বাবা বলেন, "সরকার ও কর্তৃপক্ষের কাছে থেকে আমি শুধু চাই, হায়দরাবাদের ঘটনায় অভিযুক্তদের যেমন শাস্তি হয়েছে, আমার মেয়ের উপর যারা অত্যাচার করেছে, তাদেরও যেন এমন গুলি করে মারা হয় ৷ আমার কোনও সরকারি সাহায্য চাই না ৷ আমি আর কিছু চাই না ৷ আমার মেয়ে ট্রেন ধরতে রায়বরেলি যাচ্ছিল ৷ সে একাই ছিল ৷"

আরও পড়ুন : উন্নাওয়ের নির্যাতিতাকে বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল , অধিকার ছিল না আকাশ দেখার

যুবতির ভাই বলেন, "আমার বোন ওই মানুষগুলোকে মৃত দেখতে চেয়েছিল ৷ বোন বলেছিল, আমাকে দয়া করে বাঁচাও ৷ আমি তাদের মৃত অবস্থায় দেখতে চাই ৷ আমি ওকে বলেছিলাম, আমরা তোকে বাঁচাব ৷ কিন্তু, আমরা পারলাম না ৷ আমার বোন আর নেই ৷ আমি চাই না, এই পাঁচজনও আর বাঁচুক ৷ আমরা এটাই আশা করছি ৷"

দিল্লি, 7 নভেম্বর : ঘরে বন্ধ করে বারবার করা হয়েছে ধর্ষণ ৷ বহুদিন ধরে চলেছে শারীরিক নির্যাতন ৷ গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ৷ পুড়ে গিয়েছিল শরীরের 90 শতাংশ ৷ অনেক চেষ্টার পরও বাঁচানো গেল না তাঁকে ৷ বাঁচার জন্য তাঁর চিৎকার এখনও কানে বাজছে পরিবারের মানুষগুলোর ৷ অপরাধীরা শাস্তি পেলে তবেই শান্তি পাবে তাঁর আত্মা ৷ হায়দরাবাদের মতো তাঁর মেয়ের খুনিদেরও গুলি করে মারা হোক, কান্নায় ভেঙে পড়ে বলেন মৃতের বাবা ৷

Unnao
উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা আরও বাঁচতে চেয়েছিলেন ৷ তাঁর খুনীদের কঠিন শাস্তি চান পরিবার

সাংবাদিকদের কাছে মৃতের বাবা বলেন, "সরকার ও কর্তৃপক্ষের কাছে থেকে আমি শুধু চাই, হায়দরাবাদের ঘটনায় অভিযুক্তদের যেমন শাস্তি হয়েছে, আমার মেয়ের উপর যারা অত্যাচার করেছে, তাদেরও যেন এমন গুলি করে মারা হয় ৷ আমার কোনও সরকারি সাহায্য চাই না ৷ আমি আর কিছু চাই না ৷ আমার মেয়ে ট্রেন ধরতে রায়বরেলি যাচ্ছিল ৷ সে একাই ছিল ৷"

আরও পড়ুন : উন্নাওয়ের নির্যাতিতাকে বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল , অধিকার ছিল না আকাশ দেখার

যুবতির ভাই বলেন, "আমার বোন ওই মানুষগুলোকে মৃত দেখতে চেয়েছিল ৷ বোন বলেছিল, আমাকে দয়া করে বাঁচাও ৷ আমি তাদের মৃত অবস্থায় দেখতে চাই ৷ আমি ওকে বলেছিলাম, আমরা তোকে বাঁচাব ৷ কিন্তু, আমরা পারলাম না ৷ আমার বোন আর নেই ৷ আমি চাই না, এই পাঁচজনও আর বাঁচুক ৷ আমরা এটাই আশা করছি ৷"

Varanasi (UP), Dec 07 (ANI): Onion prices reached Rupees 120/kg in Uttar Pradesh's Varanasi. A vegetable vendor said, "Onions are being sold at Rs 120 per kilogram. People who used to buy 1-2 kg of onions are buying 250-500grams now. This is affecting our business".
Last Updated : Dec 7, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.