ETV Bharat / bharat

লকডাউনের মেয়াদ বাড়ানো প্রয়োজন ছিল : ওমর আবদুল্লা - ওমর আবদুল্লার টুইট

লকডাউনের মেয়াদ বৃদ্ধিকে সমর্থন করে টুইট করলেন ওমর আবদুল্লা । পাশাপাশি দরিদ্রদের সাহায্য করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও জানান তিনি ।

Omar Abdullah
ওমর আবদুল্লা
author img

By

Published : Apr 14, 2020, 9:54 PM IST

শ্রীনগর, 14 এপ্রিল: 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানালেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা । তিনি টুইটারে লেখেন, COVID-19-এর মোকাবিলায় 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত একটি প্রয়োজনীয় পদক্ষেপ।


আজ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন । তারপরই টুইট করেন ওমর আবদুল্লা । লেখেন, "3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ুক তা আমরা কেউ চাই না । কিন্তু কোরোনা সংক্রমণ আটকাতে এটা দরকার । লকডাউনের মেয়াদ যাতে বাড়াতে না হয় আসুন তার জন্য প্রশাসনকে সবরকমভাবে সহযোগিতা করি ।"

  • The extension of the lockdown till May 3rd isn’t something we all wanted but given the threat we face from COVID 19, it’s a necessity. Let’s do everything we can to cooperate with the authorities to avoid a further extension in May

    — Omar Abdullah (@OmarAbdullah) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতিতে দরিদ্র ও অসহায়দের সাহায্য করার জন্যও আবেদন জানিয়েছেন তিনি । বলেন, "এই সংকটের সময়ে অর্থ দিয়ে হোক বা অন্যভাবে, সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করতে হবে ।সরকার যা করার তা তো করবেই কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব নয় । "

শ্রীনগর, 14 এপ্রিল: 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানালেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা । তিনি টুইটারে লেখেন, COVID-19-এর মোকাবিলায় 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত একটি প্রয়োজনীয় পদক্ষেপ।


আজ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন । তারপরই টুইট করেন ওমর আবদুল্লা । লেখেন, "3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ুক তা আমরা কেউ চাই না । কিন্তু কোরোনা সংক্রমণ আটকাতে এটা দরকার । লকডাউনের মেয়াদ যাতে বাড়াতে না হয় আসুন তার জন্য প্রশাসনকে সবরকমভাবে সহযোগিতা করি ।"

  • The extension of the lockdown till May 3rd isn’t something we all wanted but given the threat we face from COVID 19, it’s a necessity. Let’s do everything we can to cooperate with the authorities to avoid a further extension in May

    — Omar Abdullah (@OmarAbdullah) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতিতে দরিদ্র ও অসহায়দের সাহায্য করার জন্যও আবেদন জানিয়েছেন তিনি । বলেন, "এই সংকটের সময়ে অর্থ দিয়ে হোক বা অন্যভাবে, সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করতে হবে ।সরকার যা করার তা তো করবেই কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব নয় । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.