ইয়াদগিরি (কর্নাটক), 24 এপ্রিল: সদ্য মা হওয়া মহিলা-সহ তাঁর পরিবারকে থাকতে হচ্ছিল একটি জলের ট্যাঙ্কের নিচে । ইটিভি ভারতে প্রকাশিত হয় এই খবর । আর তারপর তড়িঘড়ি তাঁদেরকে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দিল কর্নাটকের হিলা ও শিশু উন্নয়ন দপ্তর কর্তৃপক্ষ ।
হায়দরাবাদ নিবাসী শঙ্কর লকডাউনের আগে তিন সন্তানকে নিয়ে সুরাপুরায় শ্বশুরবাড়িতে যান স্ত্রীকে দেখতে। কিন্তু সেখানে পৌঁছানোর পর লকডাউন ঘোষণা হয়ে যায় । এরপর শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝামেলার কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ তিন সন্তান ও শঙ্করকে বাড়ি থেকে বার করে দেওয়া হয় ।
এলাকার একটি জলের ট্যাঙ্কের নিচে স্ত্রী ও সন্তানদের নিয়ে আশ্রয় নিতে বাধ্য হন শঙ্কর । দুইদিন পর শঙ্করের স্ত্রী স্থানীয় একটি সরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন । দুইদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি । কিন্তু তখনও ঠাঁই হয় রাস্তাতেই । সদ্যোজাত সন্তানকে নিয়ে আবারও ফিরে যেতে হয় ওই জলের ট্যাঙ্কের নিচের ঠিকানাতেই । ইটিভি ভারতে প্রকাশিত হয় এই খবর । খবর প্রকাশ্যে আসতেই গতকাল রাতে ঘটনাস্থানে যান মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অফিসার লালসাহেব পিরাপুরা । সদ্য মা হওয়া ওই মহিলার হাতে দরকারি জিনিসপত্র তুলে দেন এছাড়াও সদ্যোজাতের জন্যও প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হয় ।
আজ সকালে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের কর্মীরা ওই পরিবারটির হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন । এছাড়াও কুম্বারাপেতের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপাতত তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে । শঙ্কর ইটিভি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন । বলেন, "আমাদের এই সংকটকালীন পরিস্থিতি সবার সামনে তুলে ধরার জন্য ইটিভি ভারতকে ধন্যবাদ । ইটিভি ভারতের খবরের জেরেই আমার পরিবার একটি আশ্রয় পেল ।"