দিল্লি, 12 সেপ্টেম্বর : যে কোনওরকম পরিস্থিতির জন্য পর্যাপ্ত সামগ্রী মজুত আছে সেনার । সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে আশ্বস্ত করে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত । সূত্রের খবর, স্ট্যান্ডিং কমিটিকে জেনেরাল রাওয়াত আশ্বাস দিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ও সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হলে তার জন্যও খাদ্যসামগ্রী (রেশন) মজুত রয়েছে সেনার কাছে ।
গতকাল বিকেল তিনটের সময় বৈঠক শুরু হয় বলে জানা গেছে । বৈঠকে সেনা আধিকারিকরা খাবারের রসদ ও গুণগত মান সংক্রান্ত ও অর্ডিন্যান্স সংক্রান্ত দু'টি প্রেজ়েন্টেশন দেন বলে ওই সূত্র মারফত জানা গেছে । ওই সূত্র আরও জানিয়েছে, খাবারের সাপ্লাই ও রসদ সংক্রান্ত তথ্য জানার পর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আশ্বস্ত হয়েছেন যে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা ও সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য সেনার কাছে পর্যাপ্ত সামগ্রী মজুত রয়েছে । পাশাপাশি আগামী 10 মাসের জন্য রসদ মজুত রয়েছে বলেও জেনেরাল রাওয়াত জানিয়েছেন বলে খবর ।
আরও পড়ুন : চিন সীমান্তে গ্রাম খালি করার খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জুয়াল ওরমকে NCP সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার যথাযথ পরিস্থিতি যাতে কমিটির সদস্যদের জানানো হয় । রাহুল গান্ধি সেনা আধিকারিক ও জওয়ানদের মধ্যে খাবারের পুষ্টিগতমানের পার্থক্য নিয়ে জানতে চান । সেনা আধিকারিকদের মতো জওয়ানদের কেন রুটি দেওয়া হয় না তা নিয়ে সওয়াল করেন তিনি ।
স্ট্যান্ডিং কমিটিক সদস্য তথা রাজ্যসভার সাংসদ অবসরপ্রাপ্ত লেফনেন্যান্ট জেনেরাল ডি পি বৎস অভিযোগ করেন, “কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বাছাই করে সংসদে অনুমোদনের আগে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির আলোচনার বিবরণ ফাঁস করেছে । আমি প্রথমবারের মতো কমিটির সভায় অংশ নেওয়ার জন্য রাহুল গান্ধিকে স্বাগত জানাই । সেনাবাহিনীর সদস্যদের খাবারের মধ্যে পার্থক্য এই কারণে যে আমাদের সেনাবাহিনী এখনও ব্রিটিশ সেনা লাইনে কাজ করছে। সেই সময় ব্রিটিশরা রুটি খেত এবং তারা শীর্ষ পদে ছিল । এটি এখনও অব্যাহত রয়েছে । রেশনের মান নিয়ে এই ধরনের আলোচনা সম্পূর্ণ অর্থহীন ।”
আরও পড়ুন : প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের