ETV Bharat / bharat

হান্দওয়াড়ায় ৬০ ঘণ্টার এনকাউন্টার শেষে ২ জঙ্গি খতম, শহিদ ৫ নিরাপত্তারক্ষী

হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ান। মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 3, 2019, 5:25 PM IST

শ্রীনগর, ৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ান। তাদের মধ্যে তিনজন CRPF জওয়ান ও দু'জন জম্মু-কাশ্মীরের পুলিশ। এছাড়া মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের । এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গেছে।

এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার উত্তর কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপরই জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। শুরু হয় সংঘর্ষ।

কাশ্মীরের IGP(ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ) এসপি পানি জানান, অপারেশন প্রায় শেষ। আর কোনও জঙ্গি আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকায় চূড়ান্ত তল্লাশি চালানো হচ্ছে। এলাকাটি জনবহুল হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।

শ্রীনগর, ৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ান। তাদের মধ্যে তিনজন CRPF জওয়ান ও দু'জন জম্মু-কাশ্মীরের পুলিশ। এছাড়া মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের । এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গেছে।

এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার উত্তর কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপরই জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। শুরু হয় সংঘর্ষ।

কাশ্মীরের IGP(ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ) এসপি পানি জানান, অপারেশন প্রায় শেষ। আর কোনও জঙ্গি আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকায় চূড়ান্ত তল্লাশি চালানো হচ্ছে। এলাকাটি জনবহুল হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।


Patna (Bihar), Mar 03 (ANI): While attending 'Sankalp Rally' in Patna, Prime Minister Narendra Modi said, "People of Bihar are very much aware of what all happened in the name of fodder. Only we have dared to end the culture of corruption and middlemen which had been a normal practice in the country for decades." PM also said, "These days a competition is underway to abuse the 'Chowkidaar', but you be assured this 'Chowkidaar' of yours is as alert as ever".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.