ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে মৃত্যু জঙ্গির - কুলগাম

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় অভিযান চালায় সেনাবাহিনী ৷ সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির ৷

Encounter breaks out in JK's Kulgam
জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে মৃত্যু জঙ্গির
author img

By

Published : Jul 4, 2020, 4:34 PM IST

শ্রীনগর, 4 জুলাই : জম্মু-কাশ্মীরেরকুলগাম জেলায় ফের সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের ৷ সেনাবাহিনীর গুলিতেমৃত্যু হল এক জঙ্গির ৷

এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে কুলগামের আরাহ এলাকায়জঙ্গির উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ তল্লাশিচলাকালীনই জঙ্গিবাহিনী আচমকা গুলি চালাতে শুরু করে ৷ জঙ্গিদের গুলির জবাবেসেনাবাহিনীও গুলি চালায় ৷ শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই ৷

এর আগে 2 জুলাই ও 30 জুন জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিচালিয়েছিল পাকিস্তান ৷ 30 জুন সকালে কাশ্মীর উপত্যকার নওগাঁও সেক্টরে মর্টার নিয়ে হামলা চালায় পাকিস্তান৷ এরপর 2 জুলাই পুঞ্চ জেলার শাহপুর ও কিরনি সেক্টরে সকাল সাড়েনটায় ছোট অস্ত্র দিয়ে হামলা চালায় পকিস্তান সেনাবাহিনী৷

শ্রীনগর, 4 জুলাই : জম্মু-কাশ্মীরেরকুলগাম জেলায় ফের সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের ৷ সেনাবাহিনীর গুলিতেমৃত্যু হল এক জঙ্গির ৷

এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে কুলগামের আরাহ এলাকায়জঙ্গির উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ তল্লাশিচলাকালীনই জঙ্গিবাহিনী আচমকা গুলি চালাতে শুরু করে ৷ জঙ্গিদের গুলির জবাবেসেনাবাহিনীও গুলি চালায় ৷ শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই ৷

এর আগে 2 জুলাই ও 30 জুন জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিচালিয়েছিল পাকিস্তান ৷ 30 জুন সকালে কাশ্মীর উপত্যকার নওগাঁও সেক্টরে মর্টার নিয়ে হামলা চালায় পাকিস্তান৷ এরপর 2 জুলাই পুঞ্চ জেলার শাহপুর ও কিরনি সেক্টরে সকাল সাড়েনটায় ছোট অস্ত্র দিয়ে হামলা চালায় পকিস্তান সেনাবাহিনী৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.