ETV Bharat / bharat

পটনায় মদ মাফিয়া ও পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ 1 মাফিয়া

author img

By

Published : Sep 5, 2020, 12:41 PM IST

আজ মিথাপুর এলাকায় মদ চোরা চালানকারীদের ধরে পুলিশ । গুলিবিদ্ধ হয় এক চোরা চালানকারী ।

patna
পটনা

পটনা, 5 সেপ্টেম্বর : বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পরও চোরা পথে চলছে মদ চালান । আজ মিথাপুর এলাকায় মদ চোরা চালানকারীদের ধরে পুলিশ । আক্রমণ, পালটা আক্রমণ চলে । গুলিবিদ্ধ এক চোরা চালানকারী । আহত বেশ কয়েকজন পুলিশকর্মী ।

চোরা চালানকারীদের বিষয়ে খবর ছিল পুলিশের কাছে । সেই অনুযায়ী তল্লাশি চালায় তারা । এই সময়েই পুলিশকে আক্রমণ করে । পালটা আক্রমণ করে এই পক্ষও ।

তল্লাশির জন্য পুলিশ ঘটনাস্থানে পৌঁছাতেই তাদের মারতে শুরু করে ওই মাফিয়ারা । কয়েকজন পুলিশকর্মী আহত হন । পরিস্থিতির গুরুত্ব বুঝে গুলি চালাতে শুরু করে পুলিশ । গুলিবিদ্ধ হয় এক চোরা চালানকারী । তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

এই ঘটনার পর উত্তপ্ত ওই এলাকা । আহত পুলিশকর্মীদের PMCH-এ পাঠানো হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ।

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ । কিন্তু তাও চোরা পথে চলছে মদ বিক্রি । তল্লাশি চালাচ্ছে বিহার পুলিশও । আজও সেই সূত্রেই মদ মাফিয়াদের ধরে ফেলে পুলিশ । কিন্তু এইরকম গুলির সংঘর্ষ আগে ঘটেনি । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

পটনা, 5 সেপ্টেম্বর : বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পরও চোরা পথে চলছে মদ চালান । আজ মিথাপুর এলাকায় মদ চোরা চালানকারীদের ধরে পুলিশ । আক্রমণ, পালটা আক্রমণ চলে । গুলিবিদ্ধ এক চোরা চালানকারী । আহত বেশ কয়েকজন পুলিশকর্মী ।

চোরা চালানকারীদের বিষয়ে খবর ছিল পুলিশের কাছে । সেই অনুযায়ী তল্লাশি চালায় তারা । এই সময়েই পুলিশকে আক্রমণ করে । পালটা আক্রমণ করে এই পক্ষও ।

তল্লাশির জন্য পুলিশ ঘটনাস্থানে পৌঁছাতেই তাদের মারতে শুরু করে ওই মাফিয়ারা । কয়েকজন পুলিশকর্মী আহত হন । পরিস্থিতির গুরুত্ব বুঝে গুলি চালাতে শুরু করে পুলিশ । গুলিবিদ্ধ হয় এক চোরা চালানকারী । তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

এই ঘটনার পর উত্তপ্ত ওই এলাকা । আহত পুলিশকর্মীদের PMCH-এ পাঠানো হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ।

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ । কিন্তু তাও চোরা পথে চলছে মদ বিক্রি । তল্লাশি চালাচ্ছে বিহার পুলিশও । আজও সেই সূত্রেই মদ মাফিয়াদের ধরে ফেলে পুলিশ । কিন্তু এইরকম গুলির সংঘর্ষ আগে ঘটেনি । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.