ETV Bharat / bharat

মোদি ঝড়ের আভাসে 40-র ঘরে সেনসেক্স

জয়ের প্রাথমিক আভাস পেতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স । বাজার খুলতেই শেয়ার সূচক প্রায় 40-এর ঘর ছুঁয়ে ফেলে । আজ বাজার খুলতেই দ্রুত 740 পয়েন্ট ওঠে সেনসেক্স ।

প্রতীকী ছবি
author img

By

Published : May 23, 2019, 11:54 AM IST

দিল্লি, 23 মে: ফের ক্ষমতায় আসতে চলেছে BJP নেতৃত্বাধীন NDA । জয়ের প্রাথমিক আভাস পেতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স । বাজার খুলতেই শেয়ার সূচক প্রায় 40-এর ঘর ছুঁয়ে ফেলে । NIFTY-র সূচক ছোঁয় 11,968.95, যা রেকর্ড ।

আজ সকাল থেকেই বাজারের নজর ছিল ভোট গণনার দিকে । প্রাথমিক ট্রেন্ড শুরু হতেই দেখা যায়, প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । প্রায় 300-র বেশি আসন পাচ্ছেন বলে মোটামুটি স্পষ্ট । তার জেরেই শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী বলে মনে করা হচ্ছে । আজ সাড়ে 11টার মধ্যেই বিপুল হারে সূচক বাড়তে থাকে । যত সময় যাচ্ছে ততই সেনসেক্স এবং NIFTY ঊর্ধ্বমুখী ।

আজ বাজার খুলতেই দ্রুত 740 পয়েন্ট ওঠে সেনসেক্স । NIFTY ওঠে 216 পয়েন্ট ।

দিল্লি, 23 মে: ফের ক্ষমতায় আসতে চলেছে BJP নেতৃত্বাধীন NDA । জয়ের প্রাথমিক আভাস পেতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স । বাজার খুলতেই শেয়ার সূচক প্রায় 40-এর ঘর ছুঁয়ে ফেলে । NIFTY-র সূচক ছোঁয় 11,968.95, যা রেকর্ড ।

আজ সকাল থেকেই বাজারের নজর ছিল ভোট গণনার দিকে । প্রাথমিক ট্রেন্ড শুরু হতেই দেখা যায়, প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । প্রায় 300-র বেশি আসন পাচ্ছেন বলে মোটামুটি স্পষ্ট । তার জেরেই শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী বলে মনে করা হচ্ছে । আজ সাড়ে 11টার মধ্যেই বিপুল হারে সূচক বাড়তে থাকে । যত সময় যাচ্ছে ততই সেনসেক্স এবং NIFTY ঊর্ধ্বমুখী ।

আজ বাজার খুলতেই দ্রুত 740 পয়েন্ট ওঠে সেনসেক্স । NIFTY ওঠে 216 পয়েন্ট ।

Mirzapur (UP)/ Amritsar (Punjab)/ Patna (Bihar), May 19 (ANI): Voting for the final phase of 17th Lok Sabha elections began for 59 parliamentary constituencies across 7 states and UT (Chandigarh). People in Punjab will vote to choose MPs for all thirteen seats in national capital. Voting for 1 seat of Chandigarh will also be held today. First phase of LS polls recorded maximum turnout of 69.5%. The counting of votes will take place on May 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.