দিল্লি, 21 সেপ্টেম্বর : গতকাল কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । এর জেরে ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে ।
আজ রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, "গতকাল রাজ্যসভার জন্য খারাপ দিন ছিল ৷ সভার কয়েকজন সদস্য ওয়েলে নেমে আসে ৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক হেনস্থার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ তাঁকে কাজে বাধা দেওয়া হয় । এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ও একই সঙ্গে নিন্দনীয় ৷"এরপরই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন তিনি ৷
সাতদিনের জন্য যেসব সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন- তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, CPI(M)-র কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা ৷

এদিকে ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাও খারিজ করে দেওয়া হয় ।
-
Derek O Brien, Sanjay Singh, Raju Satav, KK Ragesh, Ripun Bora, Dola Sen, Syed Nazir Hussain and Elamaran Karim suspended for one week for unruly behaviour with the Chair: Rajya Sabha Chairman M Venkaiah Naidu pic.twitter.com/JUs9pjOXNu
— ANI (@ANI) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Derek O Brien, Sanjay Singh, Raju Satav, KK Ragesh, Ripun Bora, Dola Sen, Syed Nazir Hussain and Elamaran Karim suspended for one week for unruly behaviour with the Chair: Rajya Sabha Chairman M Venkaiah Naidu pic.twitter.com/JUs9pjOXNu
— ANI (@ANI) September 21, 2020Derek O Brien, Sanjay Singh, Raju Satav, KK Ragesh, Ripun Bora, Dola Sen, Syed Nazir Hussain and Elamaran Karim suspended for one week for unruly behaviour with the Chair: Rajya Sabha Chairman M Venkaiah Naidu pic.twitter.com/JUs9pjOXNu
— ANI (@ANI) September 21, 2020
গতকাল কৃষি বিল নিয়ে সংসদে সরব হয় বিরোধীরা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, AAP সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে । এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয় । যদিও তাঁর বক্তব্য, তিনি রুলবুক ছেঁড়েননি । তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ।
-
Eight members of the House are suspended for a week: Rajya Sabha Chairman M Venkaiah Naidu https://t.co/BSjWnK4lvf pic.twitter.com/TFY7KmfUbm
— ANI (@ANI) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Eight members of the House are suspended for a week: Rajya Sabha Chairman M Venkaiah Naidu https://t.co/BSjWnK4lvf pic.twitter.com/TFY7KmfUbm
— ANI (@ANI) September 21, 2020Eight members of the House are suspended for a week: Rajya Sabha Chairman M Venkaiah Naidu https://t.co/BSjWnK4lvf pic.twitter.com/TFY7KmfUbm
— ANI (@ANI) September 21, 2020
গতকাল ওই ঘটনার পরই 10 মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। তারপরই ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা ।