দিল্লি, 31 জানুয়ারি : বর্তমান আর্থিক বছরে GDP বৃদ্ধির হার রয়েছে পাঁচ শতাংশ ৷ আগামী অর্থবর্ষে এই হার 6-6.5 শতাংশ হতে পারে বলে অনুমান করছে সরকারের আর্থিক সমীক্ষা ৷
গতবছরের আর্থিক সমীক্ষা অনুযায়ী, এবছর GDP বৃদ্ধির হার হওয়ার কথা ছিল সাত শতাংশ ৷ কিন্তু, এবারের হার পাঁচ শতাংশের বেশি হবে না বলে সমীক্ষাতে জানানো হয়েছে ৷
চিফ ইকোনমিক অ্যাডভাইজ়ার কৃষ্ণামূর্তি সুব্রমনিয়ন এবং তাঁর দল এই সমীক্ষাটি তৈরি করে ৷ আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশের আগেরদিন আজ বর্তমান বছরের আর্থিক সমীক্ষা প্রকাশ করা হল ৷