ETV Bharat / bharat

আগামী অর্থবর্ষে GDP বৃদ্ধির হার 6-6.5 শতাংশ হওয়ার আশা আর্থিক সমীক্ষায় - Delhi

আগামী অর্থবর্ষে বাড়ছে GDP বৃদ্ধির হার । আর তা 6-6.5 শতাংশ হতে পারে ৷ আজ আর্থিক সমীক্ষায় জানানো হল এমনই ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 1, 2020, 2:50 AM IST

দিল্লি, 31 জানুয়ারি : বর্তমান আর্থিক বছরে GDP বৃদ্ধির হার রয়েছে পাঁচ শতাংশ ৷ আগামী অর্থবর্ষে এই হার 6-6.5 শতাংশ হতে পারে বলে অনুমান করছে সরকারের আর্থিক সমীক্ষা ৷

গতবছরের আর্থিক সমীক্ষা অনুযায়ী, এবছর GDP বৃদ্ধির হার হওয়ার কথা ছিল সাত শতাংশ ৷ কিন্তু, এবারের হার পাঁচ শতাংশের বেশি হবে না বলে সমীক্ষাতে জানানো হয়েছে ৷

চিফ ইকোনমিক অ্যাডভাইজ়ার কৃষ্ণামূর্তি সুব্রমনিয়ন এবং তাঁর দল এই সমীক্ষাটি তৈরি করে ৷ আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশের আগেরদিন আজ বর্তমান বছরের আর্থিক সমীক্ষা প্রকাশ করা হল ৷

দিল্লি, 31 জানুয়ারি : বর্তমান আর্থিক বছরে GDP বৃদ্ধির হার রয়েছে পাঁচ শতাংশ ৷ আগামী অর্থবর্ষে এই হার 6-6.5 শতাংশ হতে পারে বলে অনুমান করছে সরকারের আর্থিক সমীক্ষা ৷

গতবছরের আর্থিক সমীক্ষা অনুযায়ী, এবছর GDP বৃদ্ধির হার হওয়ার কথা ছিল সাত শতাংশ ৷ কিন্তু, এবারের হার পাঁচ শতাংশের বেশি হবে না বলে সমীক্ষাতে জানানো হয়েছে ৷

চিফ ইকোনমিক অ্যাডভাইজ়ার কৃষ্ণামূর্তি সুব্রমনিয়ন এবং তাঁর দল এই সমীক্ষাটি তৈরি করে ৷ আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশের আগেরদিন আজ বর্তমান বছরের আর্থিক সমীক্ষা প্রকাশ করা হল ৷

Chennai, Jan 31 (ANI): A two-day nation-wide bank strike called by the United Forum of Bank Unions (UFBU), demanding early wage revision settlement, will begin from Friday. The bank employees participated in the strike in Chennai.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.