ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর - আন্দামানে ভূমিকম্প

আজ সকালে ফের ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । গত দু'মাসে দেশের বিভিন্ন প্রান্তে 17 বারের বেশি কম্পন অনুভূত হয়।

earthquake-of-magnitude-4-dot-1-jolts-andaman-and-nicobar-islands
earthquake-of-magnitude-4-dot-1-jolts-andaman-and-nicobar-islands
author img

By

Published : Jun 28, 2020, 6:58 PM IST

দিগলিপুর, 28 জুন: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । আজ সকাল 8টা 56 মিনিটে আন্দামান নিকোবরের দিগলিপুর এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ।

চলতি মাসের 18 তারিখও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয় । রাত 2টো 2 মিনিটে কম্পন অনুভূত হয় । কম্পনের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সাবাং-এর 290 কিমি উত্তর-পশ্চিমে ।

এদিকে শনিবার রাত 11টা 23 নাগাদ হরিয়ানার রোহতকে ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.4। একই দিনে জম্মু-কাশ্মীরের হানলে অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত দু মাসে দেশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয় । গত দু'মাসে অন্তত 16 বার দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়।

দিগলিপুর, 28 জুন: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । আজ সকাল 8টা 56 মিনিটে আন্দামান নিকোবরের দিগলিপুর এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ।

চলতি মাসের 18 তারিখও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয় । রাত 2টো 2 মিনিটে কম্পন অনুভূত হয় । কম্পনের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সাবাং-এর 290 কিমি উত্তর-পশ্চিমে ।

এদিকে শনিবার রাত 11টা 23 নাগাদ হরিয়ানার রোহতকে ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.4। একই দিনে জম্মু-কাশ্মীরের হানলে অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত দু মাসে দেশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয় । গত দু'মাসে অন্তত 16 বার দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.