ETV Bharat / bharat

ভূমিকম্প অনুভূত আন্দামান ও অরুণাচলে - Earthquake in Nicobar

আজ সকাল 6টা বেজে 38 মিনিটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এবং সকাল 7টা 30 মিনিটে অরুণাচল প্রদেশের তাওয়াঙে কম্পন অনুভূত হয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 6, 2020, 3:11 PM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : দেশের দু'জায়গায় আজ ভূমিকম্প অনুভূত হল ৷ তার মধ্যে সকাল 6টা বেজে 38 মিনিটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং সকাল 7টা 30 মিনিটে অরুণাচল প্রদেশের তাওয়াঙে কম্পন অনুভূত হয়েছে ৷

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, আন্দামানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 4 দশমিক 3 এবং গভীরতা 30.5 কিমি ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সৌরাষ্ট্রের জামনগর জেলার লালপুর থেকে 19 কিলোমিটার উত্তর-পূর্বে ৷ সেখানে সকাল মৃদু কম্পন অনুভূত হয়েছিল ৷ যার মাত্রা ছিল 2 দশমিক 3৷ অন্যদিকে, তাওয়াঙে কম্পনের মাত্রা 3.4 ৷ তবে দু'জায়গাতেই কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ৷

উত্তর-পূর্বের পার্বত্য উপত্যকায় এক মাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে ৷ যার কারণে এই এলাকাকে ভূ-কম্পবিদরা বিশ্বের ষষ্ঠতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে ৷ এর আগে 18 জুন থেকে 24 জুনের মধ্যে মিজোরামের তিনটি জেলা চম্পাই, সাইটুয়াল এবং সার্চশিপে একাধিকবার ভূমিকম্প হয়েছে ৷ তার মধ্যে 22 জুন চম্পাইয়ে কম্পনের মাত্রা ছিল মাঝারি ৷ রিখটার স্কেলে তা 5 দশমিক 5 ধরা পড়ে ৷

দিল্লি, 6 সেপ্টেম্বর : দেশের দু'জায়গায় আজ ভূমিকম্প অনুভূত হল ৷ তার মধ্যে সকাল 6টা বেজে 38 মিনিটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং সকাল 7টা 30 মিনিটে অরুণাচল প্রদেশের তাওয়াঙে কম্পন অনুভূত হয়েছে ৷

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, আন্দামানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 4 দশমিক 3 এবং গভীরতা 30.5 কিমি ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সৌরাষ্ট্রের জামনগর জেলার লালপুর থেকে 19 কিলোমিটার উত্তর-পূর্বে ৷ সেখানে সকাল মৃদু কম্পন অনুভূত হয়েছিল ৷ যার মাত্রা ছিল 2 দশমিক 3৷ অন্যদিকে, তাওয়াঙে কম্পনের মাত্রা 3.4 ৷ তবে দু'জায়গাতেই কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ৷

উত্তর-পূর্বের পার্বত্য উপত্যকায় এক মাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে ৷ যার কারণে এই এলাকাকে ভূ-কম্পবিদরা বিশ্বের ষষ্ঠতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে ৷ এর আগে 18 জুন থেকে 24 জুনের মধ্যে মিজোরামের তিনটি জেলা চম্পাই, সাইটুয়াল এবং সার্চশিপে একাধিকবার ভূমিকম্প হয়েছে ৷ তার মধ্যে 22 জুন চম্পাইয়ে কম্পনের মাত্রা ছিল মাঝারি ৷ রিখটার স্কেলে তা 5 দশমিক 5 ধরা পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.