ETV Bharat / bharat

রমজ়ানে ড্রোন-নজরদারি মুম্বই পুলিশের

মুম্বই পুলিশের মুখপাত্র প্রণয় অশোক জানান, রমজ়ান মাস বলে কোনও এলাকায় বিশেষ সুবিধা দেওয়া হবে না । সবাইকেই মেনে চলতে হবে লকডাউন । এই প্রথমবার ড্রোন ব্যবহার করা হবে মুম্বই পুলিশের তরফে ।

Drones
Drones
author img

By

Published : Apr 25, 2020, 11:50 AM IST

মুম্বই, 25 এপ্রিল : মুম্বইয়ে প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এদিকে আজ থেকে শুরু রমজ়ান মাস । এই পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল মুম্বই পুলিশ । জারি করল কড়া নজরদারি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই প্রথমবার ড্রোন ব্যবহার করা হবে মুম্বই পুলিশের তরফে । এই ড্রোন নজর রাখবে মুম্বইয়ের সংখ্যালঘু অধুষিত অঞ্চলগুলিতে । মূলত, সামাজিক জমায়েত যাতে না হয় সেইদিকেই নজর রাখতে চাইছে পুলিশ ।

মুম্বই পুলিশের মুখপাত্র প্রণয় অশোক জানান, রমজ়ান মাস বলে কোনও এলাকায় বিশেষ সুবিধা দেওয়া হবে না । সবাইকেই মেনে চলতে হবে লকডাউন । কোনও ব্যক্তি ইফতারের কেনাকাটার জন্য বিশেষ সুবিধা পাবেন না । এর আগেও মু্ম্বই পুলিশের জ়োন আই-র তরফে জানানো হয়েছিল, রমজ়ান মাসে আরও কঠোর হবে পুলিশি নিরাপত্তা ।

পুলিশের জ়োন আই-র ডেপুটি কমিশনার সংগ্রামসিং নিশন্দর পুলিশি নিরাপত্তার বিষয়ে বলেন, “সংখ্যালঘুদের সামাজিক দূরত্ব সহ অন্যান্য নিয়মও মেনে চলতে হবে । কোনও মসজিদ বা কারোর বাড়ির ছাদে কোনও জমায়েতে অনুমতি দেওয়া হবে না । ড্রোন নজর রাখবে । লকডাউনের নিয়ম অমান্য হলেই কড়া পদক্ষেপ করা হবে ।” মুম্বই পুলিশের তরফে সবরকম ব্যবস্থা ও উপযুক্ত পরিকল্পনা করা হয়েছে বলে তিনি আশ্বাস দেন ।

মসজিদ থেকে আজ়ান দেওয়া হবে । কিন্তু ‘নমাজ়’-র জন্য কোনও জমায়েতে অনুমতি দেওয়া হবে না । প্রত্যেককে বাড়ির মধ্যে থেকেই লকডাউনের নিয়ম মেনে রমজ়ান মাস পালনের অনুরোধ করা হয়েছে । মহারাষ্ট্র সরকারের সঙ্গে সমঝোতা করে চলার অনুরোধও জানানো হয়েছে ।

মুম্বই, 25 এপ্রিল : মুম্বইয়ে প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এদিকে আজ থেকে শুরু রমজ়ান মাস । এই পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল মুম্বই পুলিশ । জারি করল কড়া নজরদারি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই প্রথমবার ড্রোন ব্যবহার করা হবে মুম্বই পুলিশের তরফে । এই ড্রোন নজর রাখবে মুম্বইয়ের সংখ্যালঘু অধুষিত অঞ্চলগুলিতে । মূলত, সামাজিক জমায়েত যাতে না হয় সেইদিকেই নজর রাখতে চাইছে পুলিশ ।

মুম্বই পুলিশের মুখপাত্র প্রণয় অশোক জানান, রমজ়ান মাস বলে কোনও এলাকায় বিশেষ সুবিধা দেওয়া হবে না । সবাইকেই মেনে চলতে হবে লকডাউন । কোনও ব্যক্তি ইফতারের কেনাকাটার জন্য বিশেষ সুবিধা পাবেন না । এর আগেও মু্ম্বই পুলিশের জ়োন আই-র তরফে জানানো হয়েছিল, রমজ়ান মাসে আরও কঠোর হবে পুলিশি নিরাপত্তা ।

পুলিশের জ়োন আই-র ডেপুটি কমিশনার সংগ্রামসিং নিশন্দর পুলিশি নিরাপত্তার বিষয়ে বলেন, “সংখ্যালঘুদের সামাজিক দূরত্ব সহ অন্যান্য নিয়মও মেনে চলতে হবে । কোনও মসজিদ বা কারোর বাড়ির ছাদে কোনও জমায়েতে অনুমতি দেওয়া হবে না । ড্রোন নজর রাখবে । লকডাউনের নিয়ম অমান্য হলেই কড়া পদক্ষেপ করা হবে ।” মুম্বই পুলিশের তরফে সবরকম ব্যবস্থা ও উপযুক্ত পরিকল্পনা করা হয়েছে বলে তিনি আশ্বাস দেন ।

মসজিদ থেকে আজ়ান দেওয়া হবে । কিন্তু ‘নমাজ়’-র জন্য কোনও জমায়েতে অনুমতি দেওয়া হবে না । প্রত্যেককে বাড়ির মধ্যে থেকেই লকডাউনের নিয়ম মেনে রমজ়ান মাস পালনের অনুরোধ করা হয়েছে । মহারাষ্ট্র সরকারের সঙ্গে সমঝোতা করে চলার অনুরোধও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.