ভুবনেশ্বর, 23 ডিসেম্বর : দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ৷ চাঁদিপুরের উৎক্ষেপণকেন্দ্র থেকে আজ সকাল 11টা 45মিনিটে উৎক্ষেপণ হয় মিজ়াইলটি ৷ অতি দ্রুত ভূমি থেকে আকাশে শত্রু বিমানের উপর আক্রমণ হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ৷
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে মাঝ আকাশে রাখা নির্দিষ্ট নিশানায় সফলভাবে আঘাত হানে ৷ মূলত ক্ষেপণাস্ত্রটি কোন দূরত্ব পর্যন্ত এবং কতটা জোরে আঘাত হানতে পারে, সেই ক্ষমতা পরীক্ষা করার জন্যই উৎক্ষেপণটি করা হয় ৷ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময়ে উপস্থিত ছিলেন মিজ়াইলস অ্যান্ড স্ট্রাটেজিক সিস্টেমস-এর প্রধান এম এস আর প্রসাদ ৷ আজকের এই উৎক্ষেপণের পরে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ৷ 2021 সালের মধ্যে সেনার হাতে ক্ষেপণাস্ত্রটি তুলে দেওয়া যাবে বলে আশা করছে DRDO ৷
এই মাসেই 20 ডিসেম্বর পিনাকা নামের DRDO-র আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদিপুর থেকে ৷ 90 কিলোমিটার দূরের শত্রুঘাটিতে হামলা চালাতে পারে পিনাকা ক্ষেপণাস্ত্রটি ৷ ওই একই মিজ়াইলটি 19 ডিসেম্বরেও পরীক্ষা করা হয়েছিল ৷ তখন মিজ়াইলটি 75 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পেরেছিল ৷