ETV Bharat / bharat

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ - প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার কুইক রিঅ্যাকশন ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল চাঁদিপুর থেকে ৷ আজ সকাল 11টা 45মিনিটে উৎক্ষেপণ হয় মিজ়াইলটি ৷ 2021 সালের মধ্যে সেনার হাতে ক্ষেপণাস্ত্রটি তুলে দেওয়া যাবে বলে আশা করছে DRDO ৷

DRDO
ছবি সূত্র : ANI
author img

By

Published : Dec 23, 2019, 5:23 PM IST

Updated : Dec 23, 2019, 11:55 PM IST

ভুবনেশ্বর, 23 ডিসেম্বর : দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ৷ চাঁদিপুরের উৎক্ষেপণকেন্দ্র থেকে আজ সকাল 11টা 45মিনিটে উৎক্ষেপণ হয় মিজ়াইলটি ৷ অতি দ্রুত ভূমি থেকে আকাশে শত্রু বিমানের উপর আক্রমণ হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ৷

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে মাঝ আকাশে রাখা নির্দিষ্ট নিশানায় সফলভাবে আঘাত হানে ৷ মূলত ক্ষেপণাস্ত্রটি কোন দূরত্ব পর্যন্ত এবং কতটা জোরে আঘাত হানতে পারে, সেই ক্ষমতা পরীক্ষা করার জন্যই উৎক্ষেপণটি করা হয় ৷ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময়ে উপস্থিত ছিলেন মিজ়াইলস অ্যান্ড স্ট্রাটেজিক সিস্টেমস-এর প্রধান এম এস আর প্রসাদ ৷ আজকের এই উৎক্ষেপণের পরে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ৷ 2021 সালের মধ্যে সেনার হাতে ক্ষেপণাস্ত্রটি তুলে দেওয়া যাবে বলে আশা করছে DRDO ৷

দেখুন ভিডিয়ো

এই মাসেই 20 ডিসেম্বর পিনাকা নামের DRDO-র আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদিপুর থেকে ৷ 90 কিলোমিটার দূরের শত্রুঘাটিতে হামলা চালাতে পারে পিনাকা ক্ষেপণাস্ত্রটি ৷ ওই একই মিজ়াইলটি 19 ডিসেম্বরেও পরীক্ষা করা হয়েছিল ৷ তখন মিজ়াইলটি 75 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পেরেছিল ৷

ভুবনেশ্বর, 23 ডিসেম্বর : দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ৷ চাঁদিপুরের উৎক্ষেপণকেন্দ্র থেকে আজ সকাল 11টা 45মিনিটে উৎক্ষেপণ হয় মিজ়াইলটি ৷ অতি দ্রুত ভূমি থেকে আকাশে শত্রু বিমানের উপর আক্রমণ হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ৷

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে মাঝ আকাশে রাখা নির্দিষ্ট নিশানায় সফলভাবে আঘাত হানে ৷ মূলত ক্ষেপণাস্ত্রটি কোন দূরত্ব পর্যন্ত এবং কতটা জোরে আঘাত হানতে পারে, সেই ক্ষমতা পরীক্ষা করার জন্যই উৎক্ষেপণটি করা হয় ৷ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময়ে উপস্থিত ছিলেন মিজ়াইলস অ্যান্ড স্ট্রাটেজিক সিস্টেমস-এর প্রধান এম এস আর প্রসাদ ৷ আজকের এই উৎক্ষেপণের পরে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ৷ 2021 সালের মধ্যে সেনার হাতে ক্ষেপণাস্ত্রটি তুলে দেওয়া যাবে বলে আশা করছে DRDO ৷

দেখুন ভিডিয়ো

এই মাসেই 20 ডিসেম্বর পিনাকা নামের DRDO-র আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদিপুর থেকে ৷ 90 কিলোমিটার দূরের শত্রুঘাটিতে হামলা চালাতে পারে পিনাকা ক্ষেপণাস্ত্রটি ৷ ওই একই মিজ়াইলটি 19 ডিসেম্বরেও পরীক্ষা করা হয়েছিল ৷ তখন মিজ়াইলটি 75 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পেরেছিল ৷

Coimbatore (Tamil Nadu), Dec 23 (ANI): A cat show was organised for the first time in Tamil Nadu on December 22. The show was organised by the Coimbatore Cattery Club. It was supported by World Cat Federation (WCF) and Alliance of Cat Fanciers (ACF). More than 150 felines of 20 different breeds participated in the show. Cats of fine breeds such as Persian, British Short Hair and Bengal Cat were brought by their owners to participate in the show. The show was organised to promote knowledge for cat breeders. Cats are judged based on their breed, look and mannerism.

Last Updated : Dec 23, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.